Fake Aadhar cards: ভুয়ো আধার কার্ডে রমরমা, বাংলা সহ আট রাজ্যে সমীক্ষা চালাবে কেন্দ্র

।। প্রথম কলকাতা ।।

Fake aadhar cards: ভারতীয় নাগরিকদের কাছে আধার কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি। কিন্তু সুরক্ষিত এই আধার কার্ড এখন মাথা ব্যাথার কারণ হয়ে উঠছে। ব্যাপকভাবে জাল করা হচ্ছে আধার কার্ড। আর সেই রমরমা ঠেকাতে উঠে পড়ে লাগল এবার কেন্দ্রীয় সরকার। যে সমস্ত রাজ্যে ভুয়ো আধার কার্ডের রমরমা রয়েছে সেখানে বিশেষ সমীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক।

ভুয়ো আধার কার্ড ঠেকানো নিয়ে নভেম্বর মাসের শেষ সপ্তাহে সমস্ত রাজ্যের স্বরাষ্ট্র সচিবদের সঙ্গে বৈঠক করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব। কোন কোন রাজ্যগুলিতে সমীক্ষা চালানো হবে সে ব্যাপারে রাজ্যগুলির কাছ থেকে পরামর্শ চাওয়া হয়। এবার ভুয়ো আধার কার্ড বন্ধ করার জন‍্য বিশেষ পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র, এমনটাই জানা গিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী।

ভুয়ো আধার কার্ডে রমরামা রুখতে এবার তৎপর কেন্দ্রীয় সরকার। দেশের আট রাজ্যে এই নিয়ে বিশেষ সমীক্ষা চালানোর কথা ভাবছে কেন্দ্র। কেরল তামিলনাড়ু, কর্ণাটক, অসম, মেঘালয়, ত্রিপুরা, মহারাষ্ট্রে এই নিয়ে সমীক্ষা চালানো হতে পারে।

এই আট রাজ্যের মধ্যে কয়েকটি জেলাকে চিহ্নিত করা হয়েছে। জেলাগুলিতে সমীক্ষা চালানোর কথা ভাবা হয়েছে। সেই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনাকে চিহ্নিত করা হয়েছে। অন্য রাজ্যগুলির মধ্যে রয়েছে কেরলের এরনাকুলাম, তামিলনাড়ুর ত্রিপুর, বেঙ্গালুরু, অসমের করিমগঞ্জ, পশ্চিম ত্রিপুরা, মহারাষ্ট্রের মুম্বাই সেন্ট্রাল ও পালাঘর। অর্থাৎ বোঝাই যাচ্ছে এখনও ভুয়ো আধার কার্ড ঠেকানোটাই বড় চ্যালেঞ্জ হয়ে দাড়িয়েছে কেন্দ্রের কাছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version