Viral Photo: লিফট ব্যবহারে নিষেধাজ্ঞা ডেলিভারি বয়দের! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই নোটিশ

।। প্রথম কলকাতা।।

Viral Photo: হাতের কাছে বাড়িতে বসে বিভিন্ন অনলাইন অ্যাপের কিংবা ওয়েবসাইটের মাধ্যমে প্রয়োজনীয় সব জিনিস চলে আসছে । কিন্তু যারা সেই জিনিসগুলি আমাদের বাড়ির দরজার কাছে এসে পৌঁছে দিচ্ছে তাদেরকে অনেকেই গুরুত্ব দিতে নারাজ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ব্যাপক ভাইরাল হয়েছে। যেখানে একটি সোসাইটিতে ডেলিভারি বয়দের লিফট ব্যবহারে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। লিফটের পাশে বড় বড় অক্ষরে লেখা সেই নোটিশ লাগিয়ে রাখা হয়েছে। আর এই ছবিটি খোদ ট্যুইট করেছেন আইএএস অফিসার অবনীশ শরণ ( Awanish Sharan) ।

ওই ছবিতে দেখা যাচ্ছে নোটিশের লেখা রয়েছে, ‘ বিল্ডিং এ থাকা বাসিন্দারা ছাড়া আর কেউ লিফটের ব্যবহার করতে পারবেন না । যেমন স্যুইগি, জম্যাটো কিংবা অন্যান্য ডেলিভারি বয়রা’। আইএএস অফিসার এই ছবিটি ট্যুইট করেন এবং ক্যাপশনে লেখেন ‘নো ক্যাপশন’। ছবিটি ট্যুইট করার পর শনিবার সন্ধ্যা ছ’টা পর্যন্ত প্রায় ১৮ হাজারেরও বেশি লাইক পরে। এছাড়াও এই ট্যুইটিকে রিটুইট করেন বহু মানুষ। অন্যান্য সোশ্যাল মিডিয়াতেও এই নোটিশটি নিয়ে চর্চা চলে। বিভিন্ন নেটিজেনরা নোটিশটি যারা দিয়েছেন তাদের মানসিকতা নিয়ে হাজারও প্রশ্ন তুলেছেন।

এনডিটিভি ইন্ডিয়াতে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, এই নোটিশটি সম্ভবত দিল্লির কোন একটি হাউসিং কমপ্লেক্সের। এক নেটিজেন এই নোটিশ প্রসঙ্গে বলেন, ‘ আপনারা কি কোন বিল্ডিং এর কুড়ি তলায় সিঁড়ি ব্যবহার করে খাবার বা অন্যান্য জিনিস ডেলিভারি করতে পারবেন? পারবেন না। শুধুমাত্র তাদের চাকরির প্রয়োজন বলে এইভাবে তাদের দুর্বলতার সুযোগ নেওয়া উচিত নয়’। অন্যদিকে আরও এক নেটিজেন এই ট্যুইটের পরিপ্রেক্ষিতে বলেন, স্যুইগি, জম্যাটো এবং অন্যান্য ডেলিভারি বয়দের নিজেদের নিয়ম পরিবর্তন করা উচিত । যখন তাদের লিফট ব্যবহার করতে দেওয়া হবে না তখন যার অর্ডার তাকে হাউসিংয়ের গেটে এসে নিজেই নিজের পার্সেল নিয়ে যেতে হবে। বলাই বাহুল্য এই নোটিশটির তীব্র নিন্দা করেছেন নেটিজেনরা।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version