ভয়ানক বর্ষা! কোথায় তলিয়ে যাচ্ছে মধ্যপ্রদেশ? মহাকাল ঘিরে তোলপাড়। প্যালপিটিশন বাড়াচ্ছে আবহাওয়ার পূর্বাভাস

।। প্রথম কলকাতা ।।

তলিয়ে যাচ্ছে মধ্যপ্রদেশ? ফুঁসছে শিপ্রা, চলছে নাগাড়ে বৃষ্টি, দুর্যোগে উজ্জয়িনী। বড় রিস্কে মহাকাল মন্দির। ভাসছে জ্যোতির্লিঙ্গ, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়। ২০১৫-র স্মৃতি ফিরছে? টেনশন বাড়াচ্ছে আবহাওয়া দফতরের পূর্বাভাস। ছুটি স্কুল, কলেজ। বর্ষার দাপট দেশজুড়ে। রাজ্যে রাজ্যে সতর্কতা জারি। হিমাচল, উত্তরাখন্ড, দিল্লির পর মধ্যপ্রদেশে খেল দেখাচ্ছে বৃষ্টি। পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে? বোঝা দায়।

শুক্রবার রাত থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে। শিপ্রা নদী বিপদসীমার উপর দিয়ে বইছে। কমলা সতর্কতা জারি রয়েছে গোটা মধ্য প্রদেশ জুড়ে। তার জেরেই জলমগ্ন মহাকাল মন্দির। ওই রাত থেকেই মন্দিরে হু হু করে নদীর জল ঢুকতে শুরু করে। ঝম ঝম করে মন্দিরের ভিতর বৃষ্টি পড়ছে। ভেসে গিয়েছে মহাকাল জ্যোতির্লিঙ্গের আশপাশের স্থল। রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায় ভক্তদের মধ্যে। জলমগ্ন মহাকাল মন্দিরের এমনই একটা ভিডিয়োও প্রকাশ্যে এসেছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি প্রথম কলকাতা। তবে, ওই ভিডিও ২০১৫ র স্মৃতি ফেরাচ্ছে। সেবার ও ভারী বৃষ্টিপাতের কারণে মহাকাল মন্দিরের গর্ভগৃহে জল ঢুকে গিয়েছিল।

এর মধ্যেই মৌসম ভবন যা জানিয়েছে, তাতে মোটামুটি ঘুম উড়ে যাওয়ার জোগাড়। পূর্বাভাস, উজ্জয়িনী-সহ রাজ্যের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। লিস্টে রয়েছে সীহোর, নর্মদাপুরম, বেতুল, হরদা,‌ খরগোন, ইনদোর, রতলাম, উজ্জয়িনী, গোয়ালিয়র, জবলপুর, আগর-মালওয়া। ভোপাল, রায়সেন, রাজগড়, ছিন্দওয়াড়াতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। ৩৯টি জেলায় হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে মৌসম ভবন। উজ্জয়িনীতে ভারী বৃষ্টির কারণে স্কুল, কলেজ অলরেডি ছুটি দিয়ে দেওয়া হয়েছে।

আসলে, বঙ্গোপসাগর, উত্তর অন্ধ্রপ্রদেশ, দক্ষিণ ওড়িশায় মৌসুমী অক্ষরেখা অবস্থান করছে। যার প্রভাব মধ্যপ্রদেশেও পড়ছে। শুধু মধ্যপ্রদেশ? বর্ষার দাপট দেশজুড়ে। উত্তর, পশ্চিম, মধ্য এবং পূর্ব ভারতের একাধিক রাজ্যেই প্রবল বর্ষণ চলছে। যমুনা নদীর জলস্তর বেড়ে বন্যায় ভাসছে দিল্লি। মহারাষ্ট্রে নাগাড়ে বৃষ্টির জেরে বন্ধ করা হয়েছে একাধিক এলাকার স্কুল, জারি হয়েছে লাল এবং কমলা সতর্কতা। তুমুল বৃষ্টিপাতের পূর্বাভাস গুজরাটেও, জারি লাল সতর্কতা। উত্তরাখণ্ডে ধসের আশঙ্কায় কমলা সতর্কতা জারি। হিমালচল প্রদেশ, লাদাখ, জম্মু ও শ্রীনগরেও ধসের আশঙ্কা রয়েছে। বাদ নেই উড়িষ্যাও। এমনকি অসম মেঘালয়েও ভারী বৃষ্টির ইঙ্গিত দিয়েছে মৌসম ভবন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version