।। প্রথম কলকাতা ।।
Tata Motors : ফের একবার ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হল টাটা মোটর্স। বিশ্বের জনপ্রিয় দুই প্রযুক্তি সংস্থা ট্যুইটার ও মেটা-তে যে সব কর্মীরা চাকরি হারিয়েছেন তাদের জন্য নতুন সুযোগ তৈরি করে দিল এই ভারতীয় সংস্থা। মূলত, সম্প্রতি মাইক্রো-ব্লগিং প্ল্যাটফর্ম ট্যুইটারে (Twitter) মালিকানা রদবদল হতেই চরম অন্ধকারে পড়ে গিয়েছেন কর্মীরা। কাজ হারিয়েছেন কয়েক হাজার স্থায়ী-অস্থায়ী কর্মী।
ঠিক একই দৃশ্য চোখে পড়েছে সিলিকন ভ্যালির অন্যতম প্রযুক্তি কেন্দ্র মেটাতেও (Meta)। মার্ক জুকারবার্গ মালিকাধীন এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম প্রায় ১১ হাজার কর্মী ছাঁটাই করেছে। ওয়ার্কফোর্স কমানোর সিদ্ধান্ত নিয়েছে মার্কিন ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজনও (Amazon)।
তবে যে সকল কর্মীদের ট্যুইটার ও মেটা থেকে চাকরি গিয়েছে তাদের জন্য দরজা খুলে রেখেছে টাটা মোটর্সের জেএলআর বিভাগ (Jaguar Land Rover)। টাটা মোটর্স জানিয়েছে, ‘অটোমেটিক গাড়ি’ গাড়ি বানানোর জন্য প্রায় ৮০০ জন কর্মী ডিজিটাল এবং ইঞ্জিনিয়ারিং বিভাগে নিযুক্ত করা হবে।
আরও পড়ুন : পাঁচ লাখি ইলেকট্রিক গাড়ি! সরু গলিতেও ঢুকে যাবে PMV EaS-E ইভি, রেঞ্জ ২০০ কিলোমিটার
সংস্থা জানিয়েছে, এই সমস্ত শূন্যপদ উপলব্ধ রয়েছে ব্রিটেন, আয়ারল্যান্ড, হাঙ্গেরি, চীন, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রে। জেএলআর বিভাগের চিফ ইনফরমেশন অফিসার অ্যান্টনি ব্যাটল এক বিবৃতিতে জানিয়েছেন, এই সুযোগ একটি গুরুত্বপূর্ণ পরবর্তী পদক্ষেপ। ডিজিটাল ক্ষমতা সম্পন্ন প্রতিভাবান ব্যক্তিদের সুযোগ দিতে পেরে আমরা সন্তুষ্ট।
প্রসঙ্গত, ২০০৮ সালে ফোর্ডের (Ford) কাছ থেকে ২.৩ বিলিয়ন ডলারের বিনিময়ে জাগুয়ার ল্যান্ড রোভার কেনে টাটা মোটর্স। সেইসময় টাটা মোটর্সের চেয়ারম্যান ছিলেন রতন টাটা (Ratan Tata)। এর আগেও ২০১৬ সালে ব্রিটেনের স্টিল ইনডাস্ট্রিতে ১ বিলিয়ন পাউন্ড বিনিয়োগ করে ১১ হাজার ব্রিটিশের জীবন বাঁচিয়ে ছিলেন তিনি। রতন টাটার এমন মহানুভব পদক্ষেপের পর সেই সময় ব্রিটেনের সংবাদমাধ্যম সানডে টাইমসে তাঁকে ‘ম্যান অফ স্টিল’ এর উপাধিও দিয়েছিল।