পাঁচ লাখি ইলেকট্রিক গাড়ি! সরু গলিতেও ঢুকে যাবে PMV EaS-E ইভি, রেঞ্জ ২০০ কিলোমিটার

।। প্রথম কলকাতা ।।

মুম্বাই ভিত্তিক স্টার্টআপ সংস্থা পিএমভি ইলেকট্রিক (PMV) এদিন সমানে আনলো তাদের প্রথম ইলেকট্রিক গাড়ি। এই গাড়ির নাম দেওয়া হয়েছে ইএএস-ই (EaS-E) অর্থাৎ ইকো-ফ্রেন্ডলি অ্যান্ড সাসটেনেবেল। এই গাড়িকে অনেক ভারতের সবচেয়ে ছোট ইলেকট্রিক যানবাহনেরও আখ্যা দিয়েছেন। জানা গেছে, গাড়িটিতে দুজন প্রাপ্তবয়স্ক এবং একজন শিশু জায়গা ধারণ করতে পারবেন।

PMV EaS-E গাড়ির রেঞ্জ ও ব্যাটারি

সংস্থার দাবি, মাত্র ৫৫০ কেজি ওজনের এই গাড়ি একবার চার্জে ১২০ থেকে ২০০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে সক্ষম। এতে রয়েছে একটি লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি প্যাক যা সাধারণ ঘরের চার্জারের মাধ্যমে চার ঘন্টারও কম সময়ে সম্পূর্ণ চার্জ হয়ে যায়।

 

 

গাড়িটি সাইজের দিক দিয়ে বেশ কম্প্যাক্ট বলা চলে। চওড়ায় ১,১৫৭ মিমি, দৈর্ঘ্য ২,৯১৫ মিমি এবং উচ্চতা ১,৬০০ মিমি। এটির হুইলবেস রয়েছে ২,০৮৭ মিমি আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৭০ মিমি। ফিচারের দিক দিয়েও বেশ ঠাসা গাড়িটি। এলসিডি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাসটারের সাথে মজুত রয়েছে এএম, এফএম, ব্লুটুথ এবং ইউএসবি কানেক্টভিটির সুবিধা।

এ ছাড়াও নজর কাড়বে রিমোট পার্কিং অ্যাসিস্ট, রিমোট কানেক্টিভিটি, ডায়াগনস্টিকস, রিমোট কি-লেস এন্ট্রি, ইলেকট্রনিক মিরর, এলইডি হেডল্যাম্প, পাওয়ার উইন্ডোর মতো আধুনিক ফিচার।

 

আরও পড়ুন : জমকালো রঙে হাজির হল Bajaj Pulsar 125-এর নতুন কার্বন ফাইবার এডিশন

 

PMV EaS-E ইলেকট্রিক গাড়ির দাম ও প্রাপ্যতা

গাড়িটি ডুয়াল-টোন এবং সিঙ্গেল মেটালিক এই দুই বিকল্পেই উপলব্ধ। বাজারমূল্য রাখা হয়েছে ৪.৭৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)। তবে সংস্থা জানিয়েছে, এই দামের লাভ কেবল প্রথম ১০ হাজার গ্রাহকই নিতে পারবে। এটির যে উচ্চ ভ্যারিয়েন্ট রয়েছে যাতে বড় ব্যাটারি প্যাক মিলবে সেটির দাম রয়েছে যথাক্রমে ৬.৭৯ এবং ৭.৭৯ লক্ষ টাকা।

এই গাড়িটি প্রি-বুকও করা যাবে ২ হাজার টাকার বিনিময়ে। রঙের ক্ষেত্রে যে সমস্ত বিকল্প রেখেছে পিএমভি ইলেকট্রিক –
প্যাশনেট রেড, পেপি অরেঞ্জ, ফাঙ্কি ইয়েলো, রয়েল বেইজ, ডিপ গ্রিন, স্পার্কল সিলভার, ব্রিলিয়ান্ট হোয়াইট, ম্যাজেস্টিক ব্লু, ভিনটেজ ব্রাউন, রাস্টিক চারকোল এবং পিওর ব্ল্যাক।

Exit mobile version