ভারতে শীঘ্রই iPhone বানাবে টাটা! উইস্ট্রোন-র কারখানা কেনার প্রস্তাব রাখলো সংস্থা

Tata Make iPhone : খুব তাড়াতাড়ি দেশে iPhone উৎপাদন শুরু করতে পারে টাটা গ্রুপ (Tata Group)। Apple এর অন্যতম ভারতীয় সাপ্লাইয়ার তাইওয়ানের সংস্থা Wistron এর ম্যানুফ্যাকচারিং সাইট অধিগ্রহণের পথে টাটা।

।। প্রথম কলকাতা ।।

বিশ্বের প্রিমিয়াম স্মার্টফোনের তালিকায় অন্যতম Apple iPhone, যা এবার বানাতে চলেছে টাটা গ্রূপ (Tata Group)। খুব শিগগিরিই এই পরিকল্পনা বাস্তবায়িত করতে পারে সংস্থাটি। কারণ ভারতে iPhone প্রস্তুতকারক তথা Apple এর অন্যতম সাপ্লাইয়ার তাইওয়ানের সংস্থা উইস্ট্রোন (Wistron) এর ম্যানুফ্যাকচারিং সাইট কিনে নিতে পারে টাটা। আপাতত দুই সংস্থার মধ্যে আলোচনা জারি রয়েছে।

ইকোনোমিক টাইমসের খবর অনুযায়ী, ৬১২.৬ মিলিয়ন ডলারের বিনিময়ে (যা ভারতীয় মুদ্রায় প্রায় ৫,০০০ কোটি টাকা) এই সাইট অধিগ্রহণ করতে পারে টাটা। প্রসঙ্গত, ২০১৭ সালে ভারতে iPhone উৎপাদন শুরু করে উইস্ট্রোন। এই সংস্থাটি ছাড়াও আরও দুটি সংস্থা Foxconn এবং Pegatron -কে iPhone উৎপাদনের বরাত দিয়ে রেখেছে Apple।

জানা গিয়েছে, ভারতের কর্নাটকে উইস্ট্রোন এর ম্যানুফ্যাকচারিং সাইট অধিগ্রহণ করতে চলেছে টাটা গ্রূপ। এটি হলে প্রথম ভারতীয় সংস্থা হিসাবে iPhone তৈরি করার নজির গড়বে টাটা। কিছুদিন আগে সংবাদ মাধ্যম ব্লুমবার্গের তরফে বলা হয়, টাটা এবং উইস্ট্রোন যৌথ উদ্যোগে একটি ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং ইউনিট গড়ে তুলতে পারে।

 

আরও পড়ুন : Apple এর হাইটেক ল্যাপটপ Macbook Air এ বাম্পার ছাড়, কতই মিলছে ডিল?

 

সম্প্রতি Apple জানিয়েছে, পুরোনো মডেলের পাশাপাশি লেটেস্ট iPhone 14 ও ভারতে তৈরি করা হবে। চেন্নাইয়ের শ্রীপেরামবুদুর প্লান্টে নতুন লঞ্চ হওয়া iPhone 14 তৈরি করবে Foxconn। অন্যদিকে Pegatron ও ভারতে iPhone অ্যাসেম্বলি শুরু করতে চলেছে।

ওয়াকিবহাল মহলের মতে, লকডাউনের পর চীনে ইলেকট্রনিক্স উৎপাদনে অনেকটা হ্রাস দেখা গিয়েছে। এর সাথে রয়েছে ভূ-রাজনৈতিক উত্তেজনা। ফলস্বরূপ চীনের উপর নির্ভরশীলতা কমাতে Apple এর কাছে অন্যতম বিকল্প হয়ে উঠেছে ভারত। তাছাড়া টাটা যদি iPhone উৎপাদনের বরাত পায় তাহলে ভারতের ইলেকট্রনিক্স বাজারের ক্ষেত্রে এটি একটি বিশাল বড় সাফল্য হবে।

টাটা গ্রুপের চেয়ারম্যান নটরাজন চন্দ্রশেখরন এদিন বলেন, আমাদের এখন মূল লক্ষ্য হল ইলেকট্রনিক্স এবং উচ্চ-প্রযুক্তি উৎপাদন। এ ক্ষেত্রেই বলতে হয়, সফটওয়্যার থেকে শুরু করে স্টিল, প্যাসেঞ্জার ও কমার্সিয়াল ভেহিকেল প্রায় সব ক্ষেত্রেই বিরাজমান টাটা গ্রূপ। প্রায় ১২৮ বিলিয়ন রেভিনিউয়ের সাথে এই মুহূর্তে ভারতের শীর্ষস্থানীয় সংস্থাগুলির তালিকায় জায়গা করে নিয়েছে টাটা।

Exit mobile version