Apple এর হাইটেক ল্যাপটপ Macbook Air এ বাম্পার ছাড়, কতই মিলছে ডিল?

Apple Macbook Air M1: ১৮ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দেয় এই হাই-টেক ল্যাপটপ। রয়েছে দারুণ সব স্পেসিফিকেশন। তবে এই ভারতীয় সংস্থা গ্রাহকদের জন্য দুর্দান্ত ছাড় সহ ল্যাপটপ তালিকাভুক্ত করেছে। কত টাকায় এই Macbook মিলছে জেনে নিন।

।। প্রথম কলকাতা ।।

ল্যাপটপের বাজারে অত্যন্ত জনপ্রিয় একটি প্রোডাক্ট Apple Macbook Air। উন্নত চিপসেট, দ্রুত পারফর্মেন্স, দীর্ঘ ব্যাটারি লাইফের জন্য অনেকেই এটি ব্যবহার করতে চান। মাঝখানে কাঁটা হয়ে দাঁড়ায় দাম। এই তো, গতবছরই ভারতে Macbook বেস প্রাইজ বাড়ায় Apple। ৯২ হাজার টাকা থেকে দাম চলে যায় ৯৯ হাজার টাকায়। বর্তমানে আপনি যদি Apple স্টোর থেকে কিনতে চান তাহলে এরকমই কিছুটা দাম পড়বে। তবে ভারী ছাড় সহ এটি পেতে গেলে আপনাকে যেতে হবে Reliance Digital এ।

এই সংস্থার তরফে আনা হয়েছে বিশেষ অফার। Apple Macbook Air M1 লুফে নিতে পারেন ৮০ হাজার টাকায়। অর্থাৎ আসল দামের থেকে ২০ হাজার টাকা ডিসকাউন্ট। Reliance Digital এ এই ল্যাপটপ বিক্রি হচ্ছে ৮৯,৪৯০ টাকায়। এই দাম অনলাইন ও অফলাইন উভয় জায়গায় প্রযোজ্য। তবে অনলাইনে পেয়ে যাবেন অতিরিক্ত ডিসকাউন্ট।

Apple Macbook Air M1

Reliance Digital অনলাইন স্টোরে এটির দাম রাখা হয়েছে ৮৯,৪৯০ টাকা। তবে সামান্য কয়েকটি শর্তে আরও ১০ হাজার টাকার ডিসকাউন্ট পাওয়া যাবে। যেসব গ্রাহক HDFC ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে এটি কিনবেন তারা ১০ হাজার টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন। এই অফার ইএমআই, নো-কস্ট ইএমআই সব ক্ষেত্রেই প্রযোজ্য।

তবে স্বাভাবিক ইএমআই এর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, এখানে আপনাকে প্রতিমাসে নির্দিষ্ট সুদ জমা করতে হবে। পাশাপাশি অন্যান্য প্রসেসিং চার্জ। এই ১০ হাজার টাকার ডিসকাউন্টের ফলে Apple Macbook Air M1 এর দাম নেমে আসবে ৭৯,৪৯০ টাকায়।

Apple Macbook Air M1 এর স্পেকস

এই ল্যাপটপে মিলবে ১৩.৩ ইঞ্চি LED, রেটিনা ডিসপ্লে। এটির ব্রাইটনেস ৪০০ নিটস। চিপসেট রয়েছে Apple M1, ১৬ কোর নিউরাল ইঞ্জিন, ব্যাটারি ব্যাকআপ ১৫ ঘন্টা ওয়্যারলেস ওয়েবের জন্য এবং ১৮ ঘন্টা অ্যাপেল টিভি ও অন্যান্য স্ট্রিমিংয়ের ক্ষেত্রে। মেমোরি রয়েছে ৮ জিবি যা ১৬ জিবি পর্যন্ত সম্প্রসারণ করা যাবে। স্টোরেজ রয়েছে ২৫৬ জিবি এসএসডি যা ৫১২ জিবি, ১ টিবি এবং ২ টিবি পর্যন্ত সম্প্রসারণযোগ্য।

Exit mobile version