।। প্রথম কলকাতা ।।
পিওকের ভিতরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক ইন্ডিয়ান আর্মির, অটল বিহারী বাজপেয়ীর সিক্রেট মিশন। আজও অনেকে জানেন না কীভাবে LOC পেরিয়ে পিওকে-তে ঢুকেছিল ফোর্স? মোদী জমানায় এবার সেই পথেই অ্যাকশন? জানেন বাজপেয়ীর আমলেও হয়ে গেছিল এক সার্জিক্যাল স্ট্রাইক। এ তথ্য প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ সৌরি প্রকাশ্যে না আনলে কোনওদিনও কেউ হয়ত জানতেই পারতেন না। ভারতের এই আয়রন ম্যানের মৃত্যুবার্ষিকীতে কিছু গোপন কীর্তি আজকের প্রতিবেদনে।
LOC পেরিয়ে প্রায় ১৪ কিমি ভিতরে ঢুকেছিল ইন্ডিয়ান আর্মি। তারপর যা ঘটে গেছিল পাকিস্তান ভুলেও মুখে আনেনা বাজপেয়ীর অখন্ড ভারতের স্বপ্ন পূরণ হবে শপথ নিয়েছিলেন অজিত ডোভাল। পিওকে নিয়ে ইমরান খান যেমন আতঙ্কে ভুগেছিলেন এরপর যিনি বসবেন পাকিস্তানের কুর্সিতে তারও ঘুম উড়বে। ভারতে পার্লামেন্ট হামলার পর সোজা পাকিস্তানের আর্মি ক্যাম্পে অ্যাটাক করতে চেয়েছিলেন বাজপেয়ী। কিন্তু পাকিস্তান বুঝে গেছিল ভারতকে আটকানো যাবে না। তাই পাকিস্তানের আর্মি ট্রেনিং ক্যাম্পের লোকেশন বদলে ফেলা হয়। একটি স্কুল ও হসপিটালের মাঝে স্থানান্তরিত করা হয় সেই ক্যাম্প। অ্যাডমিরাল সুশীল কুমার তার বই আ প্রাইম মিনিস্টার টু বি রিমেম্বারে ফাঁস করেছিলেন এমনি গোপন তথ্য।
জানেন কেন পিওকের ভিতরে ঢুকতে বাধ্য হয়েছিল ইন্ডিয়ান আর্মি? এখন কি ভারত সেই ফুটপ্রিন্টই ফলো করবে? প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ সৌরির খোলসা করেছিলেন বাজপেয়ীর এনডিএ-১ সরকারের সময় LOCর পেরিয়ে বড় রেড করেছিল ভারতীয় সেনা পিওকে-তে থাকা ওই পোস্ট হামলার ১০ দিন আগে ততৎকালীন পাক আর্মি প্রধান জেনারেল পারভেজ মুশারফ পরিদর্শন করেছিলেন। ভারতের কোনও বড় ক্ষতি করে ফেলেছিল পাকিস্তান। তার সবক শেখাতেই প্ল্যান করা হয়েছিল। পাক অধিকৃত কাশ্মীরের ১৪ কিমি ভিতরে ঢুকে শেখানো হবে সবক। হয়েছিল তেমনটাই পাকিস্তানের সেই পোস্টে থাকা ১০-১৫ জনকে খতম করেছিল ভারতীয় জওয়ানরা। অবাক করা বিষয় হামলার প্রমাণ রাখতে সেসময়ে ৭ জনের দেহ। সীমান্তের এপারে নিয়ে এসেছিল ইন্ডিয়ান আর্মি।
কিন্তু এত বড় অপারেশন সত্ত্বেও ততৎকালীন এনডিএ সরকার এই অপারেশনের কোনও ইনফো প্রকাশ্যে আনেনি। পাক অধিকৃত কাশ্মীর আমাদেরই পাকিস্তানের বুকে ভয় ধরিয়ে স্পষ্ট ঘোষণা ছিল ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। একইকথা শোনা যাচ্ছে বারবার ভারতের প্রতিরক্ষামন্ত্রীর মুখে। পিওকে ছেড়ে দেওয়া ১৯৪৭ সালে বড় ভুল বলেছিলেন এবার শোধরানোর পালা তাহলে? অনেকেই বলেন কাশ্মীরকে সিকিওর করা ও পাক অধিকৃত কাশ্মীরকে ভারতে ফিরিয়ে আনার নীলনকশা তৈরি করে গেছিল বাজপেয়ীই। আর তা সফল করবেন নরেন্দ্র মোদী।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম