মাত্র 2 টাকায় ভারতে চালু Spotify সাবস্ক্রিপশন, বিনা বাঁধায় স্ট্রিম ও ডাউনলোড হবে গান

Spotify India Subscription at Rs 2: যত খুশি বিজ্ঞাপনমুক্ত গান শুনুন। তাও আবার নামমাত্র খরচে। ভারতে নতুন সাবস্ক্রিপশন নিয়ে এল বিশ্বব্যাপী জনপ্রিয় মিউজিক স্ট্রিমিং অ্যাপ স্পটিফাই (Spotify)।

।। প্রথম কলকাতা ।।

জনপ্রিয় মিউজিক স্ট্রিমিং অ্যাপ স্পটিফাই (Spotify), যেখানে ভারত সহ বিশ্বের নামি দামি তারকাদের গান শোনা যায়। পাশাপাশি বিভিন্ন লোকসঙ্গীতের সন্ধানও মেলে এখানে। কিন্তু স্পটিফাই এ গান শোনার মাঝে একগুচ্ছ বিজ্ঞাপনের মুখোমুখি হতে হয় ইউজারদের। মাঝে মাঝে বিরক্তিকর পরিস্থিতি তৈরি করে তবে তা সমাধান করার জন্য কোম্পানির তরফে প্রিমিয়াম প্ল্যান অফার করা হয়। যেখানে বিজ্ঞাপনমুক্ত পরিষেবা পাওয়া যায়।

সম্প্রতি স্পটিফাই জানিয়েছে, তারা ভারতে নতুন ‘প্রিমিয়াম মিনি’ প্ল্যান লঞ্চ করেছে। এই প্ল্যানের মেয়াদ সাপ্তাহিক। তবে খরচ করতে হবে মাত্র ২ টাকা। এই নামমাত্র দামে সাবস্ক্রিপশন পাওয়ার জন্য ‘স্পটিফাই চ্যালেঞ্জ’ নামক একটি প্রতিযোগিতাও লঞ্চ করেছে কোম্পানি। যেসব ইউজাররা এই চ্যালেঞ্জ সম্পন্ন করবেন তাদেরকে ২ টাকা মূল্যে প্রিমিয়াম মিনি প্ল্যান প্রদান করা হবে।

 

আরও পড়ুন : পাসওয়ার্ড ছাড়াই লগইন! গুগল ক্রোম ব্রাউজার নিয়ে এল ফাটাফাটি সুবিধা

 

Spotify Premium Mini Challenge (স্পটিফাই প্রিমিয়াম মিনি চ্যালেঞ্জ)

এই চ্যালেঞ্জের আগে বলে রাখি, স্পটিফাই প্রিমিয়াম মিনি প্ল্যান ইতিমধ্যে রয়েছে যার খরচ যথাক্রমে – ৭ টাকা (দিনপ্রতি) এবং ২৫ টাকা (এক সপ্তাহ)। যেসব ইউজাররা আগামী ৩০ দিনের মধ্যে ৬ দিন প্রিমিয়াম মিনি প্ল্যান ব্যবহার করবে তারা অতিরিক্ত প্রিমিয়াম মিনি প্ল্যান মাত্র ২ টাকায় জেতার সুযোগ পাবে। এই অফার শীঘ্রই এশিয়ার অন্যান্য দেশে রোল আউট করা হবে বলে জানিয়েছে স্পটিফাই।

 

 

Spotify Premium Mini Plan Benefits (স্পটিফাই প্রিমিয়াম মিনি প্ল্যানের সুবিধা)

স্পটিফাই প্রিমিয়াম মিনি প্ল্যানটি বিজ্ঞাপন-মুক্ত মিউজিক এবং ডাউনলোড বিকল্প অফার করে, এক দিন বা এক সপ্তাহের জন্য৷ একটি মোবাইল ডিভাইসে ৩০ টি পর্যন্ত গান ডাউনলোড এবং ১৬০ kbps এ উচ্চ মানের অডিও স্ট্রিমিং প্রদান করে।
উল্লেখযোগ্য বিষয়, এটি শুধুমাত্র একটি মোবাইল ডিভাইসের জন্য উপলব্ধ। মূলত এই প্ল্যানটি তাদের জন্য ডিজাইন করা হয়েছে যারা পুরো এক মাসের পরিবর্তে অল্প সময়ের জন্য প্রিমিয়াম বৈশিষ্ট্য উপভোগ করতে চান।

Exit mobile version