পাসওয়ার্ড ছাড়াই লগইন! গুগল ক্রোম ব্রাউজার নিয়ে এল ফাটাফাটি সুবিধা

Google Chrome : গুগল ক্রোম ব্রাউজারে চালু হতে চলেছে পাসকি (Passkey) প্রযুক্তি। যারা ফলে ইউজারকে বারবার পাসওয়ার্ড এন্টার করতে হবে না ব্রাউজারে।

।। প্রথম কলকাতা ।।

গুগল ক্রোম ব্যবহার করেন? তাহলে নিশ্চই দেখেছেন বিভিন্ন ওয়েবে লগইন করার সময় বারংবার পাসওয়ার্ড দিতে হয়। একদিকে যেমন পাসওয়ার্ড চুরির ভয় থাকে অন্যদিকে পাসওয়ার্ড ভুলে যাওয়ারও একটা প্রবণতা তৈরি হয়। সেই জন্য ইউজারদেড় সুবিধার্থে নতুন পাসকি (Passkey) প্রযুক্তি আনছে গুগল (Google)। যা কিছুদিন আগে লঞ্চ করেছিল অ্যাপেল। গুগল ক্রোম ব্রাউজারে শীঘ্রই এই ফিচার রোল আউট হবে বলে জানা গিয়েছে।

গুগল ক্রোম ব্রাউজারে লাগবে না পাসওয়ার্ড

পাসকি বা Passkey এমন একটি ইউনিক ডিজিটাল পরিচয় যা আপনার কম্পিউটার, ফোন বা USB নিরাপত্তা কী-এর মতো বিভিন্ন ডিভাইসে সংরক্ষণ করা যেতে পারে, যাতে আপনি সহজে এবং নিরাপদ অ্যাক্সেসে পেতে পারেন। পাসকিগুলি ইউজারদের ডিভাইসের বায়োমেট্রিক্স বা অন্যান্য নিরাপদ যাচাইকরণের সাথে দ্রুত এবং সহজ প্রমাণীকরণের মাধ্যমে ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনগুলিতে লগ ইন করার অনুমতি প্রদান করে।

 

আরও পড়ুন : Jio Phone 5G কবে লঞ্চ হবে বাজারে? পকেটসই দামে যা যা ফিচার্স মিলবে এই স্মার্টফোনে

 

এই প্রসঙ্গে গুগল তাদের ব্লগ পোস্টে জানিয়েছে, কোনও ইউজার যদি ডেস্কটপ ডিভাইসে ক্রোম ব্যবহার করে তাহলে সে কাছাকাছি কোনও মোবাইল ডিভাইস থেকেও একটি পাসকি বেছে নিতে পারে। Android, iOS, Windows 11, MacOS সমস্ত সফটওয়্যারে এটি সাপোর্ট করবে।

কতটা কার্যকর হবে পাসকি?

গুগলের দাবি, এই ফিচারে পাসওয়ার্ড লিক হওয়ার কোনও ভয় নেই কারণ ওয়েবসাইটে লগ ইন করার সময় একটি ইউনিক সিকিউরিটি জেনারেট কোড ব্যবহার হবে। Android এর ক্ষেত্রে পাসকিগুলি গুগল পাসওয়ার্ড ম্যানেজারে সংরক্ষণ করা হবে। বিভিন্ন Android ডিভাইস থেকে যদি একই গুগল অ্যাকাউন্টে সাইন ইন করা হয় তাহলে পাসকিগুলিকে পরস্পর সিঙ্ক্রোনাইজ করানো হবে বলে জানিয়েছে গুগল।

 

আরও পড়ুন : Best Smartwatch under 2000: ২ হাজার টাকার নিচে সেরা পাঁচ স্মার্টওয়াচ, মিলবে ব্লুটুথ কলিংও

 

কীভাবে কাজ করবে পাসকি?

পাসওয়ার্ডের তুলনায় নিরাপদ হলেও এটি কাজ করবে অনেকটা পাসওয়ার্ডের মতোই। যখন একজন ইউজার একটি গুগল অ্যাকাউন্টে সাইন ইন করবেন তখন ডিভাইস বা ওয়েবসাইট তার থেকে একটি পাসকি চাইবে। লগইন প্রমাণীকরণ করতে ইউজাররা তাদের আঙ্গুলের ছাপ বা সংরক্ষিত পাসকি ব্যবহার করতে পারবে। পাশাপাশি লগইন সম্পূর্ণ করতে ডিভাইস স্ক্রীন লকও ব্যবহার করা যাবে।

এই ক্ষেত্রে দরকার পড়বে না কোনও পিন, ওটিপি বা পাসওয়ার্ডের। যদিও গুগলের আগে ইতিমধ্যে অ্যাপেল, মাইক্রোসফট, পেপাল এবং ই-বে সহ একাধিক কোম্পানি এই পাসকি প্রযুক্তির ব্যবহার শুরু করে দিয়েছে।

Exit mobile version