জমকালো রঙে হাজির হল Bajaj Pulsar 125-এর নতুন কার্বন ফাইবার এডিশন

।। প্রথম কলকাতা ।।

Bajaj Pulsar 125 Carbon Fibre Edition: বিগত বেশ কয়েক বছর ধরেই ভারতীয় মোটরসাইকেল বাজারে জমি শক্ত করে রেখেছে Bajaj এর জনপ্রিয় Pulsar বাইক। তরুণ রাইডারদের পাশাপাশি মধ্য বয়স্ক গ্রাহকদের কাছেও বেশ পছন্দের এই বাইক। সে সব বিষয় মাথায় রেখেই এই বাইকে নতুন কসমেটিক আপডেট এনেছে Bajaj। এদিন এন্ট্রি-লেভেল Bajaj Pulsar 125 এর নতুন কার্বন ফাইবার এডিশন লঞ্চ করেছে সংস্থা।

এই এডিশনের দুটি ভ্যারিয়েন্ট প্রকাশ করেছে Bajaj। একটি সিঙ্গেল সিট ভার্সন এবং আরেকটি স্প্লিট সিট ভার্সন। বডি গ্রাফিক্সের সাথে এই বাইকে লাল ও নীল রঙের নতুন বিকল্প যোগ করেছে সংস্থা। পরিবর্তন হয়েছে ফুয়েল ট্যাঙ্ক, টেইল সেকশন, হেডল্যাম্প কাউল, বেলি প্যান এবং অ্যালয় হুইলসের ডিজাইন।

ইঞ্জিনের ক্ষেত্রে এই বাইকে পরিষেবা মেলে 124 সিসি সিঙ্গেল সিলিন্ডার মোটর যা 11.64 বিএইচপি এবং 10.8 এনএম টর্ক। এর সাথে রয়েছে ৫ স্পিড গিয়ারবক্স। বাইকটি সামনের দিকে রয়েছে একটি টেলিস্কোপিক ফ্রক এবং পিছনের দিকে ডুয়াল শক অ্যাবজর্বার। ব্রেকিং ডিউটির জন্য উপস্থিত 240 মিমি ফ্রন্ট ডিস্ক ব্রেক এবং পিছনে একটি ড্রাম ইউনিট।

Bajaj এর তরফে Pulsar 125 নতুম কার্বন ফাইবারের এডিশনের দাম রাখা হয়েছে সিঙ্গেল সিট ভ্যারিয়েন্টের জন্য 89,254 টাকা (এক্স-শোরুম) এবং স্প্লিট সিট ভ্যারিয়েন্টের জন্য 91,642 টাকা (এক্স-শোরুম)।

এখানে আরও একটি উল্লেখ্য বিষয় হল, চলতি বছর শুরুতেই Pulsar এর একটি নিওন (Neon) এডিশন লঞ্চ করেছিল Bajaj। সংস্থা সূত্রে খবর, ভারতীয় বাজারে নিওন এডিশনের সাথেই বিক্রি হবে নতুন কার্বন ফাইবার এডিশন। এ ছাড়া এটি একটি এন্ট্রি-লেভেল স্তরের মোটরসাইকেল হওয়ায় Honda SP125 এবং Hero Glamour 125 এই দুই বাইককেও ভালো টেক্কা দিতে পারে Pulsar এর নয়া কার্বন ফাইবার এডিশন।

Exit mobile version