।। প্রথম কলকাতা ।।
IndiGo flight: অসুস্থ যাত্রীর চিকিৎসার জন্য পাকিস্তানের (Pakistan) করাচি বিমানবন্দরে জরুরী অবতরণ দিল্লি-দোহা ইন্ডিগো ফ্লাইটের (IndiGo flight)। একজন এয়ারলাইন কর্মকর্তা সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন বিমানবন্দরের মেডিকেল টিম পৌঁছানোর পর যাত্রীকে মৃত বলে ঘোষণা করা হয়। সূত্রের খবর, রবিবার রাত ১০.১৭ মিনিটে দিল্লি থেকে দোহা রওনা দেয় ফ্লাইটটি।
এয়ারলাইনটি জানিয়েছে যে ইন্ডিগো ফ্লাইট 6E-1736 দিল্লি থেকে দোহা যাচ্ছিল। একটি মেডিকেল জরুরী অবস্থার কারণে পাকিস্তানের করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয়। তারা আরও জানায়, “দুর্ভাগ্যবশত, পৌঁছানোর পর বিমানবন্দরের মেডিকেল টিম যাত্রীকে মৃত ঘোষণা করে।”
একটি বিবৃতিতে, এয়ারলাইন জানিয়েছে যে এটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ফ্লাইটে থাকা অন্যান্য যাত্রীদের স্থানান্তর করার ব্যবস্থা করা হয়েছে। এয়ারলাইন বিবৃতিতে আরও জানায়, “আমরা এই সংবাদে গভীরভাবে শোকাহত। আমাদের প্রার্থনা ও শুভেচ্ছা তার পরিবার এবং প্রিয়জনদের সঙ্গে রয়েছে।”
IndiGo flight 6E-1736, operating from Delhi to Doha was diverted to Karachi due to a medical emergency on board. Unfortunately, on arrival, the passenger was declared dead by the airport medical team, says the airline.
— ANI (@ANI) March 13, 2023
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম