New Parliament House: পরতে পরতে চমক, কি কি থাকছে নতুন সংসদ ভবনে? জানলে ভিরমি খাবেন আপনি

।। প্রথম কলকাতা ।।

New Parliament House: পরতে পরতে চমক। কি কি থাকছে চারতলার নতুন সংসদ ভবনে? জানতে উন্মুখ প্রতিটি দেশবাসী। বহিরঙ্গ বা অন্দরমহল দেখলে ভিরমি খেতে হবে সকলকেই। কত টাকা খরচ হল ঝা চকচকে নতুন সংসদ ভবন তৈরিতে? সংসদ ভবন তৈরির কাজ শেষ। এখন শুধুই উদ্বোধনের অপেক্ষা। পাঁচহাজার শিল্পকর্ম ফুটে উঠছে ত্রিভুজাকৃতির নতুন সংসদ ভবনে। শিল্পকর্মে এখানে তুলে ধরা হয়েছে পাঁচ হাজার বছরের ভারতীয় কৃষ্টি, সংস্কৃতিকে। নতুন এই সংসদ ভবনটি সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অধীনে নির্মিত হচ্ছে। মোট ১২০০ কোটি ব্যায়ে নির্মিত এই সংসদ ভবনের ছবি দেখলে অবাক হয়ে যাবেন আপনি।

একেবারে বাস্তুশাস্ত্র অনুসারে তৈরি করা হয়েছে এই নতুন ভবন। ভবনের উত্তর দিকে আনুষ্ঠানিক প্রবেশদ্বারের পাহারায় রয়েছে হাতি। যেটি  জ্ঞান, সম্পদ, বুদ্ধি এবং স্মৃতির প্রতিনিধিত্ব করছে। বাস্তুশাস্ত্র অনুসারে, উত্তর দিকটি বুধের সঙ্গে যুক্ত, যা বুদ্ধিমত্তাকে তুলে ধরে। দক্ষিণের প্রবেশদ্বারে রয়েছে ঘোড়া। তা ধৈর্য, শক্তি, শক্তি এবং গতির প্রতীক। পূর্ব প্রবেশদ্বারে রয়েছে ঈগল, যা মানুষের আকাঙ্ক্ষার প্রতীক। সংসদ দেশের মানুষের কথা তুলে ধরে। তাদের আশা আকাঙ্ক্ষাকে প্রতিনিধিত্ব করে। তাই শিল্পকর্মে সভ্যতা এবং সংস্কৃতির সঙ্গে সম্পর্কিত ভারতীয় নীতি ও মূল্যবোধকে তুলে ধরা হয়েছে। ভবনের অভ্যন্তরে প্রতিটি দেওয়ালে উপজাতি ও মহিলাদের অবদানকে তুলে ধরা হয়েছে। এই ভবনটি সম্পূর্ণ ভূমিকম্প প্রতিরোধী।

সংসদের নতুন ভবনে ১,২২৪ জন সংসদ সদস্যের বসার সুবিধা রয়েছে। এতে লোকসভায় ৮৮৮ জন সাংসদ এবং রাজ্যসভায় ৩৮৪ জন সাংসদ বসতে পারবেন। নতুন ভবনে কোনও সেন্ট্রাল হল থাকবে না। উভয় কক্ষের সাংসদরা কেবল লোকসভা হলে বসতে পারবেন। নতুন ভবনে একটি সুন্দর সংবিধান কক্ষও নির্মাণ করা হয়েছে। নতুন সংসদ ভবনে লোকসভার ফ্লোরের পরিকল্পনায় রাখা হয়েছে জাতীয় পাখি ময়ূর। সংসদের নতুন ভবনে লাউঞ্জ, লাইব্রেরি, কমিটি হল, ক্যান্টিন ও পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে। থাকছে স্বাধীনতা সংগ্রাম এবং সংবিধান প্রণয়নের সাথে জড়িত ব্যক্তিত্বদের ছয়টি গ্রানাইট মূর্তি। দুটি হাউসের জন্য চারটি গ্যালারি থাকছে এই ভবনে। চলতি বছরেই নতুন সংসদের উদ্বোধন হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০২০ সালের ১০ ডিসেম্বর নতুন সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। বর্তমান সংসদ ভবনটি ৯৫ বছর আগে ১৯২৭ সালে নির্মিত হয়েছিল। বৃটিশ আমলের সংসদ ভবন এবার ঠাঁই নেবে ইতিহাসের পাতায়।

বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারত। এবার সেই দেশের সংসদ ভবন আধুনিকতায় সারা বিশ্বের নজর কাড়বে সেকথা বলাই যায়। এই ভবনের উদ্বোধন কতটা আড়ম্বরের সঙ্গে হয় সেটাই এখন দেখার।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version