।। প্রথম কলকাতা ।।
Ukraine War: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জাতিসংঘে একটি বিশেষ বৈঠক শুরু হয়। যেখানে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের(Russia-Ukraine War) এক বছরের পূর্তি উপলক্ষে এক বিশেষ সভার আয়োজন করা হয়েছিল। ইউক্রেনের(Ukraine) বিরুদ্ধে রাশিয়া(Russia) যে আগ্রাসন চালাচ্ছে সেক্ষেত্রে জাতিসংঘে ভোটাভুটি হলে ভোটদানে বিরত থাকে ভারত(India), বাংলাদেশ(Bangladesh) সহ বহু এশীয় দেশ।
প্রায় দুই দিন সভা চলে, তারপর বৃহস্পতিবার জার্মানি একটি প্রস্তাব পেশ করে। প্রস্তাব অনুযায়ী, জাতিসংঘের চার্টার মানতে হবে। পাশাপাশি ইউক্রেনে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা প্রয়োজন। ভোটাভুটি হলে ভারত, বাংলাদেশ, পাকিস্তানসহ প্রায় ৩২ টি দেশ ভোটদান থেকে বিরত থাকে। অপরদিকে ৭টি দেশ এই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে। এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ১৪১ টি দেশ। যে কয়টি গুরুত্বপূর্ণ দেশ ভোটে অংশ নেয়নি সেই তালিকায় রয়েছে ভারত, চীন, আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, সাউথ আফ্রিকা সহ আফ্রিকার অধিকাংশ দেশ।
২০২২ সালের ২৪শে ফেব্রুয়ারি বিশেষ সামরিক অপারেশন বলে পুতিন ইউক্রেনে সৈন্য পাঠিয়েছিলেন। তারপর থেকে ইউক্রেনের মাটিতে একের পর এক ধ্বংসলীলা চলেছে। যুদ্ধের এক বছর পরে পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটেছে। যুদ্ধ না থামলেও ইউক্রেন এখন পাল্টা মার দিতে প্রস্তুত। হু হু করে বাড়ছে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনাস্কির জনপ্রিয়তা। এই যুদ্ধে ভারত বারংবার স্পষ্ট ভাবে বলে দিয়েছে, যুদ্ধ কখনোই কাম্য নয়। এক্ষেত্রে অবশ্যই সমাধানের প্রয়োজন, তবে লড়াইয়ের কোনো পক্ষে ভারত অংশ নেয়নি। অপরদিকে যুদ্ধ চলাকালীন ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক উন্নতি হয়েছে। রাশিয়া থেকে ভারত প্রচুর কম দামে তেল পেয়েছে। পশ্চিমা দেশগুলো যখন একের পর এক রাশিয়াকে বয়কট করছিল তখন রাশিয়া নিজেদের স্ট্র্যাটেজি বদলে রপ্তানির লক্ষ্যবস্তু করে তোলে এশিয়ার দেশগুলিকে। জাতিসংঘের এই ভোটাভুটি কূটনৈতিকদের চোখে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এশীয় দেশগুলি ঠিক কি মত দেবে, তা জানতে আগ্রহ ছিল বহু দেশের। কিন্তু এশিয়ার গুরুত্বপূর্ণ দেশগুলি ভোট দান থেকে বিরত থেকেছে।
ভারত এক্ষেত্রে বারবার বলেছে, শান্তিপূর্ণ আলোচনা একমাত্র উপায়। জাতিসংঘের দাবি অনুযায়ী, রাশিয়ান ফেডারেশনকে অবিলম্বে তার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমানার মধ্যে ইউক্রেনের ভূখণ্ড থেকে সম্পূর্ণ এবং নিঃস্বার্থভাবে সমস্ত সামরিক বাহিনীর প্রত্যাহার করতে হবে। পাশাপাশি শত্রুতা বন্ধ করার আহ্বান জানিয়েছে। জাতিসংঘের প্রস্তাবের বিপক্ষে ভোট দেওয়া সাতটি দেশ হল রাশিয়া, বেলারুশ, উত্তর কোরিয়া, মালি, নিকারাগুয়া এবং সিরিয়া।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম