Train Cancelled: ধেয়ে আসছে রেমাল, বাতিল একাধিক ট্রেন, ঝড়ের মোকাবেলায় কী কী ব্যবস্থা নিল পূর্ব রেল?

।। প্রথম কলকাতা ।।

 

Train Cancelled: ধেয়ে আসছে রেমাল, রবিবারেই শুরু হবে তুমুল দুর্যোগ। লণ্ডভণ্ড হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ। ইতিমধ্যেই তুমুল ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে মেদিনীপুরে।তার আগেই যাত্রী সুবিধার্থে দূরন্ত পদক্ষেপ পূর্ব রেলের। সাইক্লোনের মোকাবেলায় জোরকদমে প্রস্তুতি শুরু করেছে রেল কর্তৃপক্ষ। বাতিল করা হয়েছে একের পর এক ট্রেন।খোলা হয়েছে কন্ট্রোল রুম, বাতিল করা হয়েছে কর্মীদের ছুটি। আর কী কী ব্যবস্থা নিচ্ছে পূর্ব রেল?

 

বঙ্গোপসাগরে ক্রমশ ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। শনিবার রাতের মধ্যেই শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে নিম্নচাপটি। রবিবার মধ্যরাতেই পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপর আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ‘রেমাল’। তার আগেই চূড়ান্ত সতর্ক পূর্বরেল। আশঙ্কা রয়েছে রেল লাইনে ধ্বস নামার। এমন আবহে আগেভাগে সতর্কতা না নিলে চরম ভোগান্তিতে পড়তে হবে যাত্রীদের। আর সেই কারণেই তৈরি হচ্ছে রেল মন্ত্রকও। রেল ব্যবস্থাকে নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলার চেষ্টা করছে রেল কর্তৃপক্ষ। জানেন ঠিক কী কী সতর্কতা নেওয়া হচ্ছে?

 

বলা হচ্ছে, ইতিমধ্যেই ঝড় নিয়ে এক দফায় বৈঠক সেরে ফেলেছেন হাওড়া ও শিয়ালদহের বিভাগীয় রেলওয়ে ম্যানেজাররা। বাতিল হয়েছে কর্মীদের ছুটি। রেল মন্ত্রকের কড়া নির্দেশ, এই কয়টা কাজে বহাল থাকতে হবে সবাইকেই। চলুন দেখে নিই ঠিক ঠিক কী কী ব্যবস্থা নিচ্ছে পূর্ব রেল।

 

ফি বছরই শুনে থাকবেন ঝড়ের চোটে গাছের ডাল ভেঙে পড়ে যায় ওভারহেডের তারে। আর তাতেই ঘটে যায় মর্মান্তিক সব দূর্ঘটনা। মৃত্যু অবধি হয়ে থাকে। তবে এবার আর সেটা হওয়ার কোনও অবকাশ দিচ্ছেনা রেল। ইতিমধ্যেই নাকি, ডাল ভেঙে পড়তে পারে এমন সব গাছকে চিহ্নিত করা হয়েছে। ঝড়ের আগেই ছেটে ফেলা হচ্ছে সেইসব ডালপালা।

 

২৫ মে থেকে ২৭ মে অবধি জরুরি বিভাগে পর্যাপ্ত কর্মী মোতায়েন রাখা হচ্ছে। রেল লাইনে যাতে জল জমতে না পারে তার জন্য জায়গায় জায়গায় বসানো হবে পাম্প। রিলিফ ট্রেন ও মেডিক্যাল ভ্যানও প্রস্তুত রাখা হচ্ছে।

 

ট্রেন সংক্রান্ত কোনও আপডেট যাতে মিস না হয় তার জন্য আরও ঘন ঘন ঘোষণা করার নির্দেশ দিয়েছে পূর্ব রেল। এছাড়াও সমস্ত প্লাটফর্মের শেড খতিয়ে দেখছে রেলের ইঞ্জিনিয়াররা। কোনোরকম ক্ষতি যদি হয়ও সেক্ষেত্রে, প্রচুর পরিমাণে প্লাস্টের শীটের বন্দোবস্ত করে রাখা হচ্ছে।

 

ওদিকে হাওড়া ডিভিশনে ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে কন্ট্রোল রুম। প্যানেলের আধিকারিকরা সমস্ত পরিস্থিতির উপরেই কড়া নজরদারি চালাচ্ছেন। বড় স্টেশনগুলিতে ডিজেল জেনারেটর এবং জরুরি পাওয়ার ব্যাকআপ সিস্টেম আনা হচ্ছে। সেই সাথে বলা হয়েছে, রবিবার সন্ধ্যা থেকে সমস্ত কর্মীদের কাজে বহাল থাকতেই হবে।

 

আসলে সময় যত এগিয়ে আসছে ততই জটিল হচ্ছে পরিস্থিতি। আবহাওয়াবিদরা বলছেন, রেমালের প্রভাব ভয়ঙ্কর হতে পারে। আর সেই কারণেই দীঘাগামি কয়েকটি ট্রেন বাতিল করেছে পূর্ব রেল। রবিবার ২৬ মে বাতিল করা হয়েছে হাওড়া-দিঘা কাণ্ডারী এক্সপ্রেস। বাতিল থাকবে পাশকুড়া-দিঘা মেমু, পাশকুড়া-দিঘা ইএমইউ। এমনকি সোমবার অর্থাৎ ২৭ মে-তেও একাধিক ট্রেন বাতিল থাকছে। দর্শকদের কাছে অনুরোধ, একান্তই প্রয়োজন না থাকলে এই দুর্যোগের সময়টা বাড়িতেই থাকুন। নিজেও সতর্ক থাকুন আর প্রিয়জনদের সতর্ক রাখতে ছড়িয়ে দিন ভিডিওটি।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version