Rahul Gandhi: উত্তপ্ত রাজনীতির অঙ্গন, বিশ্বকাপ প্রসঙ্গে নাম না করে মোদীকে নিশানা রাহুল গান্ধীর

।। প্রথম কলকাতা।।

Rahul Gandhi: বিশ্বকাপের মঞ্চে টানা দশ ম্যাচ অপরাজিত থেকে শেষপর্যন্ত ফাইনালেই থেমেছিল ভারতীয় দলের দৌড়। গোটা প্রতিযোগিতায় অসাধারণ পারফরম্যান্স দেখিয়েও ফাইনালেই হারতে হয়েছে রোহিতবাহিনীকে। বিশ্বকাপে ভারতের হারের ফলে অনেকেই রাজনৈতিক গন্ধ পেতে শুরু করেছেন। কেন নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনাল খেলানো হল ? এই প্রশ্নটাই বড় হয়ে দাঁড়াচ্ছে সকলের কাছে। বিশ্বকাপ ক্রিকেটের এই রাজনৈতিক কচকচানিতে বাদ যায়নি কংগ্রেসও। নাম না করে নরেন্দ্র মোদিকে আক্ৰমণ শানাতে দেখা গিয়েছে রাহুল গান্ধীকে। কংগ্রেসের অফিসিয়াল ‘এক্স’ অ্যাকাউন্টে কংগ্রেসের তরফে রাহুলের সেই ভিডিয়ো পোস্ট করা হয়। যে ভিডিয়োয় রাহুলকে উদ্দেশ্য করে কয়েকজনকে কিছু বলতে শোনা যায়। সেটার জবাবে রাহুল বলেন, ‘কী? কী?’ তারপর রাহুল বলেন যে ‘পনৌতি, পনৌতি।’ পরক্ষনেই হাসিমুখে রাহুল রাহুল গান্ধীকে বলতে দেখা যায় ‘আমাদের ছেলেরা ওখানে ভালোভাবেই বিশ্বকাপ জিতে যেত। কিন্তু ওখানে পনৌতি হারিয়ে দিল। টিভির লোকজন এসব বলবেন না। কিন্তু মানুষ জানেন।’

এমনকি তাকে এও বলতে শোনা যায় ,‘আমাদের ছেলেরা বিশ্বকাপের সব ম্যাচ জিতেই ফাইনালে এসেছিল। কিন্তু কিন্তু ওই ‘অপয়া’ সব নষ্ট শেষ দিল।’ রাহুল অবশ্য প্রথম নন। ইতিপূর্বে বিজেপি বিরোধী অনেক দলের নেতাদের সমালোচনা করতে দেখা গিয়েছে। বিজেপির বেশ কিছু নেতাদের বলতে শোনা গিয়েছে , প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে যে এরকম কথা বলছেন, সেটা হতাশা এবং মানসিক অস্থিরতার পরিচয় দিচ্ছে।’ এর জন্য প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাওয়া উচিত।

 

হারের পর স্বাভাবিকভাবে ভেঙে পড়েছিল ভারতীয় দলের ক্রিকেটাররা। এসময় তাদের পাশে দাঁড়াতে দেখা গিয়েছিল প্রধানমন্ত্রী মোদিকে। এমনকি হারের গ্লানিতে বিধ্বস্ত রোহিত-বিরাটদের সান্ত্বনা দিতে তাদের ড্রেসিংরুমেও যান প্রধানমন্ত্রী। বিরাট-রোহিতের সঙ্গে দেখা করার পর ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী। রাহুল দ্রাবিড়ের সঙ্গে করমর্দনও করেন। তারপর বলেন,’আপনারা অনেক পরিশ্রম করেছেন। ‘রাহুল দ্রাবিড়ের সঙ্গে দেখা করার পরে জাদেজাকে ‘ক্যায়া বাবু’ বলে সম্বোধন করেন প্রধানমন্ত্রী মোদী এবং তাঁর সঙ্গে হাত মেলান। প্রধানমন্ত্রী মোদীও জাদেজার পিঠ চাপড়ে দিয়েছিলেন। এমনকি জাদেজার সঙ্গে গুজরাটি ভাষায় কথাও বলেছেন।

 

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version