Narendra Modi: ‘পদ্মতে যত কাদা ছেটাবে, ততই ফুটে উঠবে’, রাজ্যসভায় ভাষণ প্রধানমন্ত্রীর

।। প্রথম কলকাতা ।।

Narendra Modi: লোকসভায় ধন্যবাদ প্রস্তাবে ভাষণ রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। এর পর আজ অর্থাৎ বৃহস্পতিবার রাজ্যসভায় ভাষণ দিয়েছেন নমো। তাঁর ভাষণ চলাকালীন বিরোধীরা নিজেদের স্লোগান জারি রেখেছে। তবুও নিজের ভাষণ থামান নি মোদী। বিরোধীদের উদ্দেশে নিজের বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, আগের সরকার যদি আদিবাসীদের উদ্দেশে কাজ করত, তাহলে একুশ শতকে এসে বর্তমান সরকারকে এত পরিশ্রম করতে হতো না।

‘হিন্দুস্তান টাইমস বাংলা’য় প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, নমোর বক্তব্য, ‘আমাদের বিজ্ঞানীদের বহুভাবে অপমান করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু আমার দেশের বিজ্ঞানীরা ভ্যাকসিন তৈরি করেছেন এবং যার ফলে ১৫০ টি দেশ উপকৃত হয়েছে’। তাঁর কথায়, ‘আমরা দেশের ২৫ কোটি পরিবারকে এলপিজি সংযোগ দিয়েছি। দেশের জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে আমরা কঠোর পরিশ্রম করে চলেছি’। হাউজের হাওয়া ‘মোদী-আদানি ভাই ভাই’ স্লোগানে গরম হয়ে উঠলেও মোদীর বক্তব্য, ‘পদ্মতে যত বেশি কাদা ছেটাবে, তা ততোই ভালো করে ফুটে উঠবে’।

তিনি জানিয়েছেন, ডিজিটাল লেনদেনে আজ ভারত বিশ্বে এক নম্বরে রয়েছে। ১০০ কোটির বেশি মোবাইল দেশের নাগরিকের কাছে রয়েছে। এখন এই দেশ মোবাইল রফতানি করছে। অতি সহজেই টেকনোলজি পৌঁছে গিয়েছে সাধারণ মানুষের কাছে। তাঁর বক্তব্য, আমাদের মেয়েরা এখন সেনায় যোগ দিচ্ছে। এর আগে তাঁরা সেনায় যোগ দিতে চাইলেও, উপায় ছিল না। কারণ সেই সময় তাঁদের জন্য ‘নো এন্ট্রি বোর্ড’ ঝোলানো ছিল। কিন্তু এখন সেই দরজা খুলে দিয়েছি আমরা। সিয়াচেন সীমান্তে ভারতমাতাকে রক্ষা করছে তাঁরা। বাজেট অধিবেশন পর্যন্ত শুরু হয়েছে মহিলা রাষ্ট্রপতির ভাষণ দিয়ে। ভবিষ্যতে এই ধরনের মুহূর্ত যেন আরও বেশি করে দেখার সুযোগ আমাদের হয়, তার জন্য সবরকমের প্রচেষ্টা জারি থাকবে। সেইসঙ্গে তিনি জানিয়েছেন, আমরা আজ সেই সমস্ত গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি, যেখানে আগের সরকার তা পৌঁছতে পারেনি। তাঁর কথায় বারবার উঠে এসেছে আগের সরকারের ব্যর্থতা। তবে গোটা দেশজুড়ে পদ্ম ফুল ফোটানোর পেছনে তিনি বিরোধীদেরই ধন্যবাদ জানিয়েছেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version