Narendra Modi: আগামীকাল বহুল প্রতীক্ষিত বেঙ্গালুরু-মাইসোর এক্সপ্রেসওয়ের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

।। প্রথম কলকাতা ।।

 

Narendra Modi: ১২ মার্চ বহুল প্রতীক্ষিত বেঙ্গালুরু-মাইসোর এক্সপ্রেসওয়ের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার টুইট করে একথা জানিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী। এছাড়াও মোট ১৬ হাজার কোটি টাকার একাধিক প্রকল্পের শিলান্যাসও করবেন তিনি।

এক্সপ্রেসওয়েটি দুটি শহরের মধ্যে ভ্রমণের সময় প্রায় তিন ঘন্টা থেকে মাত্র ৭৫ মিনিটের মধ্যে কমিয়ে দেবে এবং এই অঞ্চলে বিনিয়োগ এবং শিল্প বিকাশের জন্য একটি অনুঘটক হিসাবে কাজ করবে বলে আশা করা হচ্ছে। ১১৭ কিলোমিটার এই এক্সপ্রেসওয়ে দুটি প্যাকেজে ৮,৪০৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে। মোট দৈর্ঘ্যের মধ্যে ৫২ কিমি একটি গ্রিনফিল্ড যা যানজট কমাতে পাঁচটি বাইপাস নিয়ে গঠিত।

 

২০১৯ সালের ফেব্রুয়ারিতে এই প্রকল্পের শিলান্যাস করেছিলেন তিনি। প্রকল্পটি ফেব্রুয়ারিতে শেষ হয়েছিল। জানা গেছে, প্রধানমন্ত্রী মাইসোর-খুশালনগর ৪ লেন হাইওয়ের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন। ৯২ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই প্রকল্পটি প্রায় ৪ হাজার ১৩০ কোটি টাকা ব্যয়ে তৈরি করা হবে। প্রকল্পটি বেঙ্গালুরুর সঙ্গে কুশলনগরের সংযোগ বাড়াতে একটি মুখ্য ভূমিকা পালন করবে এবং ভ্রমণের সময়কে প্রায় ৫ ঘন্টা থেকে মাত্র ২.৫ ঘণ্টায় নামিয়ে আনতে সাহায্য করবে।

 

এছাড়াও জানা গেছে প্রধানমন্ত্রী বিশ্বের দীর্ঘতম স্টেশন শ্রী সিদ্ধরুদ্ধ স্বামীজি হুবলী স্টেশনের উদ্বোধন করবেন। যা ইতিমধ্যেই সম্প্রতি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছে। প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে ১৫০৭ মিটার দীর্ঘ এই প্ল্যাটফর্মটি।

Exit mobile version