রমরমিয়ে বিকোচ্ছে ভুয়ো iPhone, নয়ডায় পাকড়াও ব্যবসায়ী, নকল চেনার ট্রিক জেনে নিন

Fake iPhone Selling : টাকা জমিয়ে iPhone তো কিনলেন কিন্তু ঘরে এসে বুঝলেন সেটি ভুয়ো। যারা স্মার্টফোন বিষয়ে অত খোঁজখবর রাখেন না, তারা বিষয়টি আরো দেরিতে বুঝতে পারেন। এরকমই এক ঘটনা ঘটেছে নয়ডায়। বহুমূল্য টাকায় বিক্রি হচ্ছে নকল iPhone।

।। প্রথম কলকাতা ।।

Android এর তুলনায় ভারতে iPhone এর ব্যবহারকারী তুলনামূলক কম। যার ব্যবহার তেমন বিরাট মাত্রায় নেই, বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত মানুষের মধ্যে সেই বিষয়ে কম জ্ঞান থাকাই স্বাভাবিক। আর সেটারই ফায়দা তোলে একদল প্রতারক। সম্প্রতি নয়ডাতে (Noida) এরকমই এক দৃশ্য দেখা গিয়েছে। রমরমিয়ে বিক্রি হচ্ছে নকল iPhone। সংবাদ মাধ্যম সূত্রে খবর, ভুয়ো iPhone বিক্রির একটি গ্ৰুপকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের থেকে ৬০ টি ভুয়ো iPhone পাওয়া গিয়েছে।

ভুয়ো iPhone বিক্রি

জানা গিয়েছে, ওই গ্ৰুপ দিল্লি থেকে ১২ হাজার টাকা দিয়ে সস্তা মোবাইল কিনে সেটি iPhone এর বক্সে প্যাক করে রাখতো। মোবাইল ভুয়ো হলেও iPhone এর বক্সগুলি ছিল আসল। এক চীনা ব্যবসায়ীর কাছ থেকে ৪,৫০০ টাকা দিয়ে iPhone বক্স এবং ১০০০ টাকা দিয়ে Apple এর স্টিকার কিনতো তারা। Apple এর ভুয়ো স্টিকার ও প্যাকেজিং থাকতো বলে অনেকেই এটি সত্যিকারের iPhone ভেবে বসতেন। আর এই ভুয়ো iPhone গুলি বিক্রি হত ৫৩,০০০ টাকা মূল্যে (কোনো ক্ষেত্রে আরো বেশি)।

শুধু নয়ডা নয়, দেশের বিভিন্ন প্রান্তে ভুয়ো iPhone এর ফাঁদে পড়তে পারেন যে কেউ। বিশ্বব্যাপী প্রিমিয়াম স্মার্টফোন কেনার জন্য অনেক মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মানুষরাও লাখ লাখ টাকা খরচা করেন। সবমিলিয়ে এটির চাহিদা স্মার্টফোন বাজারে দেখার মতো। তবে আপনি যদি আপনার কষ্টার্জিত অর্থ খোয়াতে না চান তাহলে কয়েকটি ট্রিক জেনে রাখুন।

 

আরও পড়ুন : মাঝ আকাশে ৫জি নেটওয়ার্ক! Airplane Mode-কে বিদায় জানাতে চলেছে ইউরোপিয়ান ইউনিয়ন

 

ভুয়ো বা নকল iPhone চিনবেন কীভাবে?

১. প্রত্যেক স্মার্টফোনে একটি করে ১৫-১৭ ডিজিটের IMEI নম্বর থাকে। iPhone এর জন্য ফোনের সেটিংসে জেনারেল অপশনের নিচে অ্যাবাউট অপশনে ক্লিক করে এই IMEI নম্বর যাচাই করতে পারেন। যদি এটি না থাকে তাহলে জানবেন এটি ভুয়ো।

২. হাতের সামনে যদি iPhone না থাকে তাহলে অনলাইনে appleid.apple.com এই ওয়েবসাইট ভিজিট করুন। এরপর ডিভাইজে থাকা অ্যাপেল আইডি দিয়ে সাইন ইন করুন। এখানে ডিভাইজ সেকশনে IMEI/MED নম্বর যাচাই করতে পারবেন।

৩. এ ছাড়া mysupport.apple.com ওয়েবসাইট গিয়ে iPhone এর ওয়ারেন্টিও যাচাই করতে পারবেন।

৪. iPhone এর ক্ষেত্রে Apple নিজস্ব কিছু অ্যাপ দিয়ে থাকে যেমন Safari, Health, iMovie ইত্যাদি। এগুলি যদি না থাকে তাহলে ফোনটির ভুয়ো হওয়ার সম্ভাবনা রয়েছে।

৫. পাশাপাশি কেউ যদি Android ফোনকে ভুয়ো iPhone বানিয়ে বিক্রি করে তাহলে ফোনের সেটিংসে গিয়ে অ্যাবাউট অপশনে ক্লিক করে সেটির ওপারেটিং সিস্টেম যাচাই করুন।

৬. ভুয়ো iPhone এর ডিজাইন ও বিল্ড কোয়ালিটির মধ্যেও অনেক গলদ থাকে। কেনার আগে ক্যামেরা, ফ্রেম, নচ, চার্জিং পয়েন্ট, ফোনের রং ইত্যাদি যাচাই করুন। এ ছাড়া Apple এর বর্তমান iPhone গুলিতে USB টাইপ-সি পোর্ট থাকে না, আপনার ফোনে যদি সেটা তাকে তাহলে জানবেন সেটি সম্পূর্ণ ভুয়ো।

Exit mobile version