।। প্রথম কলকাতা ।।
ইউরোপিন ইউনিয়ন কমিশন সম্প্রতি বিমান যাত্রীদের জন্য একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। আগামী দিনে এয়ারপ্লেন মোড (Airplane Mode) বিমান যাত্রীদের জন্য আর বাধ্যতামূলক থাকবে না। কমিশন জানিয়েছে, উচ্চ গতির ৫জি পরিষেবা পাওয়া যাবে বিমানে। ডাটা ব্যবহার করা যাবে, নেওয়া যাবে ফোন কলও। বিবিসি সূত্রে খবর, ২০২৩ সালের শুরু থেকেই এই নিয়ম লাগু করবে ইউরোপিয়ান ইউনিয়ন।
স্মার্টফোনে একটি ডিফল্ট অপশন হিসাবে থাকে এয়ারপ্লেন বা ফ্লাইট মোড। বিমানে চড়ার সময় এটি অন করে রাখার নির্দেশ দেওয়া হয়। একাধিক ফ্লাইটে এই নিয়ম খুবই কড়াকড়ি। যেহেতু বিভিন্ন বিমান সংস্থা বিনামূল্যে এবং চার্জেবেল ওয়াইফাই এর পরিষেবা দেন সে ক্ষেত্রে খুব একটা অসুবিধা হয় না যাত্রীদের। কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের তরফে বলা হয়েছে, এবার থেকে বিমান সংস্থাগুলি যাত্রীদের ৫জি পরিষেবা প্রদান করবে।
বিমান যাত্রায় বাধ্যতামূলক নয় এয়ারপ্লেন মোড
টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, ইউরোপিয়ান ইউনিয়নের অভ্যন্তরীণ বাজারের কমিশনার থিয়েরি ব্রেটন একটি বিবৃতিতে জানিয়েছেন, বিমান সংস্থাগুলির ৫জি পরিষেবা শুধু যাত্রীদের উদ্ভাবনী বিকল্প প্রদান করবে না, এটি ইউরোপীয় সংস্থাগুলিকে বৃদ্ধি করতেও সহায়তা করবে। যাত্রীরা বিমানে বসেই ৫জি-র মাধ্যমে মিউজিক, ভিডিও স্ট্রিম ও বিভিন্ন অ্যাপ ব্যবহার করতে পারবে। ২০২৩ সালের ৩০ জুন এর মধ্যে বিমান সংস্থাগুলিকে ৫জি প্রযুক্তি চালু করার নির্দেশ দিয়েছে ইইউ।
আরও পড়ুন : Best 5G Phones: 20 হাজার টাকার নিচে সেরা পাঁচ 5G স্মার্টফোন! সবাই কিনছে, দারুণ ফিচার্স
বিমানে কীভাবে কাজ করবে ৫জি প্রযুক্তি?
জানা গিয়েছে, বিমান সংস্থাগুলি স্যাটেলাইট নেটওয়ার্কের মাধ্যমে কল, টেক্সট এবং ডেটা রুট করার জন্য ‘পিকো-সেল’ (Pico Cell) নামক বিশেষ নেটওয়ার্ক সরঞ্জাম ব্যবহার করবে যা বিমানটিকে স্থল-ভিত্তিক মোবাইল নেটওয়ার্কের সাথে সংযুক্ত করতে সাহায্য করবে।
ইউরোপিয়ান ইউনিয়নে সিদ্ধান্তে দ্বিমত অনেকের
বলা হয়, বিমান ওড়ানোর সময় মোবাইল বা সেলুলার নেটওয়ার্ক চালু থাকলে বিমান যোগাযোগ ব্যবস্থায় পাইলটের অসুবিধা হয়। আর এই কারণেই মার্কিন যুক্তরাষ্ট্রে ফ্লাইট মোড বাধ্যতামূলক।
যদিও ইউকে ফ্লাইট সেফটি কমিটির প্রধান নির্বাহী দাই হুইটিংহাম এর মতে, মার্কিন যুক্তরাষ্ট্রে যে বাধ্যবাধকতা রয়েছে তা ইউরোপ এবং যুক্তরাজ্যে খাটে না। ইউরোপে ব্যবহৃত ৫জি ফ্রিকোয়েনসি কিছুটা আলাদা। যুক্তরাষ্ট্রের তুলনায় ইউরোপে ব্যবহৃত ৫জি পাওয়ার সেটিংসও কম। তবে আমরা পাইলট এবং বিমানের সম্পূর্ণ সুরক্ষা অবলম্বন করেই এই ব্যবস্থা চালু করবো।