২৬/১১ র মতো শহর ওড়ানোর প্ল্যান! লস্কর-ই-তৈবার ঘুম ছোটাল CCB, বেঙ্গালুরু ঘটনায় চমকে যাবেন

।। প্রথম কলকাতা ।।

২৬/১১ হামলার মতো ভারতের এই শহর উড়িয়ে দেওয়ার প্ল্যান। সীমা হায়দার কেসের লিঙ্ক বেঙ্গালুরু থেকে গ্রেফতার জঙ্গিদের? জেলে বসেই কীভাবে প্ল্যান কষা হল এত বড় হামলার? জেনে নিন লস্কর-ই-তৈবা এভাবেই বিছিয়ে ছিল জাল। ভারতের সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ বা সিসিবির এই অপারেশনটা না হলে আরেকটা মুম্বই হামলা ঘটনা ঘটে যেতে পারত। বেঙ্গালুরু থেকে গ্রেফতার করা হল ৫ জন সন্দেহভাজন জঙ্গিকে। যাদের তৈরি করা পরিকল্পনা শুনলে চমকে যাবেন আপনি। জেলে বসেই এক বড় ব্লাস্টের ব্লপ্রিন্ট তৈরি করা কীভাবে সম্ভব হল?  সীমা হায়দারকে পাকিস্তানে না ফেরালে ২৬/১১ হামলার মতো ঘটনা ঘটবে সম্প্রতি এমনই ফোন মুম্বই পুলিশের কাছে এসেছিল না? তাহলে কি এই দুটো ঘটনা একে অপরের সঙ্গে লিঙ্কড? গোটা একটি শহর উড়িয়ে ফেলার পরিকল্পনা ছিল৷ কিন্তু এত বড় ছক কষা হল কোথায়? ভারতের মাটিতে নাকি সীমান্তের ওপার পাকিস্তানে?

২৬/১১-র থেকেও হয়তো ভয়াবহ জঙ্গি হামলার সাক্ষী হত বেঙ্গালুরু এমনই আশঙ্কা করছে বেঙ্গালুরু পুলিশ। ধৃতদের সঙ্গে লস্কর (LeT) জঙ্গিগোষ্ঠীর যোগ ছিল এবং তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৭টি পিস্তল, ৪টি ওয়াকি-টকি ও প্রচুর পরিমাণে বিস্ফোরক। সূত্রের খবর গ্রেফতার ৫ সন্দেহভাজন জুনায়েদ, সোহেল, উমর, মুদাসির ও জাহিদ ২০১৭ সালের একটি হত্যা মামলায় জড়িত ছিল। তাদের বেঙ্গালুরু কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছিল আর সেই জেলেই তারা বেশ কয়েকজন সন্ত্রাসবাদীর সংস্পর্শে আসে। এরপরই শুরু হয়ে যায় বিস্ফোরণ ঘটানোর প্ল্যানিং প্লটিং।

জেলেই নাকি বিস্ফোরণের প্রশিক্ষণ নিত এই ৫ যুবক। জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে বেঙ্গালুরুর সেন্ট্রাল জেলে বন্দি নাজ়ির বলে এক ব্যক্তির সঙ্গে এই পাঁচ জনের নিয়মিত যোগাযোগ ছিল। জেনে নিন কোনও একটা হামলা নয় বেঙ্গালুরু শহরে সিরিয়াল বিস্ফোরণ করার পরিকল্পনা ছিল এদের প্রাথমিক তদন্তে জানতে পেরেছে সিসিবি। এই গোটা পরিকল্পনার বিষয়েই গোপন সূত্রে ইনপুট পায় সিসিবি। ব্যাস তারপরই আর এক সেকেন্ডও এদের নিজেদের হেফাজতে নিতে দেরি করেননি তদন্তকারীরা।

কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের দাবি এই গোটা ঘটনার তদন্তে এনআইএর কাছে যাওয়া উচিত
মনে করা হচ্ছে, বিদেশের মাটি থেকেই এই নাশকতার ছক কষা হয়েছিল যেখানে কাজে লাগানো হয় দেশের এই ৫ যুবককে। গোটা ঘটনার তদন্তে এনআইএর ওপর গেলে কেঁচো খুঁড়তে কেউটেও বের হতে পারে এমনটাই দাবি ওয়াকিবহাল মহলের।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version