পাকিস্তানের বন্ধু আমেরিকার পাল্টি! মোদী বাইডেনের থেকে কোন ব্রহ্মাস্ত্র চাইলেন ?

।। প্রথম কলকাতা ।।

পাকিস্তানের বন্ধুর থেকে অস্ত্র কিনে পাকিস্তানকেই বধ। মোদীর নতুন চুক্তির কথা জানা আছে আপনার? পাকিস্তান সহ্য করতে পারছে না ভারতে যা হচ্ছে। আমেরিকার কাছ থেকে ভারত যা চাইল পাক মিডিয়ার খবরে পাকিস্তানই ভিত। ভারত আমেরিকার থেকে অস্ত্র কিনে সেই অস্ত্রেই বধ করবে পাকিস্তানকে। আমেরিকার প্রেসিডেন্ট কী পাকিস্তানে যাওয়ার কথা ভাবছেন? ভারতে জি২০র সমারোহে চোখ ধাঁধিয়ে যাচ্ছে ইসলামাবাদের।
পাকিস্তান মিডিয়ার মুখে কার্যত ভারতের প্রশংসা, কিন্তু মনে রাখতে হবে মোদী-বাইডেন বৈঠক অশনি সংকেত পাকিস্তানের জন্য।

বাইডেনের সঙ্গে মিটিংয়ের আগে বড় ঘোষণা করেছিল কেন্দ্র। ভারতে ব্যবসা করতে থাকা মার্কিন পণ্যের উপর থেকে অতিরিক্ত শুল্ক প্রত্যাহার করা হচ্ছে। এক-দুটি নয়, হাফ ডজনের বেশি মার্কিন পণ্যের উপর থেকে অতিরিক্ত শুল্ক (Additional duties) প্রত্যাহার করা হচ্ছে। লাস্ট দু থেকে তিনমাস কেমন সম্পর্ক ছিল পাকিস্তান আমেরিকার? সেই ইকুয়েশনটা এমূহুর্তে বেশ ইমপরটেন্ট।
কারণ পাকিস্তান যা যা পাপ করেছে এবার তার ফলাফল হাতেনাতে পাবে দেশটা। মোদী-বাইডেনের মিটিংয়ে অনেক আপডেট কিন্তু পাকিস্তানের কান শুনতে চায় একটা ডিল বাতিল হোক।

পাক মিডিয়া দিল্লিতে জি২০ চাকচিক্য দেখে রীতিমত প্রশংসা করতে বাধ্য হয়েছে অলরেডি। মানে ভাবুন ভারত আজ কোন জায়গায় দাঁড়িয়ে যে শত্রুর মুখে রীতিমত প্রশংসা হচ্ছে। তবে এরমাঝেই খবর আমেরিকারয় এমকিউ৯বি প্রিডেটর ড্রোন যা কিনতে মারাত্মক ইন্টারেস্টেড ছিল ভারত। তাহলে যুক্তরাষ্ট্র থেকে অস্ত্রে কিনে সেই অস্ত্রেই দিল্লি ঘায়েল করে দেবে পাকিস্তানকে।
এই একটা শর্তেই পাকিস্তান ভিত ও সন্তস্ত্র। কূটনৈতিক মহলের দাবি আসলে পাকিস্তান কোনওভাবেই মেনে নিতে পারছে না। তাদের বন্ধু দেশ আমেরিকার সঙ্গে ভারতের এতটা সখ্যতা আগেই পারেনি যখন মোদী গেছিলেন ওয়াশিংটন সফরে। এবার দেখার মোদী-বাইডেন মিটিংয়ে পাকিস্তানের জন্য কোন ব্যাড নিউজ আসে।

 

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version