বিদেশনীতির ভুলে উভয়সংকটে পাকিস্তান! আমেরিকার নয়া চাপ সহ্য করা যাবে তো?

।। প্রথম কলকাতা ।।

POK- আর কিছুদিনের মধ্যে ভারতের হাতে পাকিস্তানের বিদেশনীতি বড়সড় ভুল। পাকিস্তান ফাঁদে পড়ল যুক্তরাষ্ট্রকে পাল্টা জবাব দিয়ে। আমেরিকা দেখিয়ে একবার পাকিস্তান কী ডিসার্ভ করে। পাকিস্তানের বড় বোকামি৷ ফল ভুগতে এবার। এত তাড়াহুড়ো করে আমেরিকার বিরুদ্ধে যাওয়ার কি দরকার ছিল? পাকিস্তানকে এবার ‘টিট ফর ট্যাট’ বোঝাবে যুক্তরাষ্ট্র তারই মধ্যে পাক অধিকৃত কাশ্মীর দিয়ে বড় ঘোষণা। এক সঙ্গে দুই বিপদ পাকিস্তান যাবে কোথায়?

মোদীর ওয়াশিংটন সফর থেকে ফেরার পর পাকিস্তানে এত হইচই কেন হচ্ছে। পাক- অধিকৃত কাশ্মীর ভারতের ছিল, আছে, থাকবে’, জম্মুর মাটিতে দাঁড়িয়ে দৃপ্ত কণ্ঠে বলে দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রাজনাথের সিং এর ঘোষণা থরথর করে কাঁপছে পাকিস্তান৷ একেই POK -র বাসিন্দারা আর পাকিস্তানে থাকার পক্ষে নয় তারা ভারতের সঙ্গে জুড়তে চায়। আর এবার POK নিয়ে নয়া প্রস্তাব পাশ হয়ে গেল সংসদে। কি রয়েছে তাতে? ২০২৪ সালেই আগেই কি তাহলে পাক অধিকৃত কাশ্মীরকে ভারতে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে? ইসলামাবাদের বিদেশমন্ত্রক বড্ড তাড়াহুড়ো করে দিল৷

মোদী-বাইডেন যৌথ বিবৃতিতে দুই নেতাই পাকিস্তানকে হুঁশিয়ার করে দিয়ে বলেছিলেন সেদেশের মাটি যেন সন্ত্রাসবাদের জন্য ব্যবহার না করা হয় তা নিশ্চিত করার দায়িত্ব পাক সরকারেরই। একথা শুনে যেন কার্যত তেলে বেগুনে জ্বলে ওঠে ইসলামাবাদ। সঙ্গে সঙ্গে কড়া প্রতিক্রিয়া সঙ্গে জরুরী তলব মার্কিন দূতাবাসের ডেপুটি চিফকে। এখানেই কূটনীতির চালটা মিস করে ফেলল ভুট্টোর টিম। এমনটাই দাবি করছেন বহু বিশেষজ্ঞরা। কারণ পাকিস্তানের এমন দ্রুত রিয়াকশনে আরও চাপ বাড়িয়ে দিল ওয়াশিংটন

নিজেদের বিপদ ডাকল নিজেরাই। মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র ম্যাট মিলার বলেন, ‘পাকিস্তান বিগত কিছু দিনে সন্ত্রাসবাদ দমনে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে ঠিকই তবে পাকিস্তানের এই প্রচেষ্টা যাতে ধারাবাহিক ভাবে এগিয়ে যায় সেদিকেই আমরা বেশি জোর দিতে চাই। আমাদের আর্জি, পাকিস্তান যেন লস্কর-ই-তৈবা, জইশ-ই মহম্মদের মতো জঙ্গি সংগঠনগুলিকে উৎখাত করে।’ পাকিস্তান যদি এটা না করে তাহলে কি কোনও কড়া স্টেপ নেওয়া হবে? ভারতও কি থাকবে আমেরিকার সাথী হয়ে? এদিকে ইসলামাবাদের ওপর দ্বিগুণ চাপ বাড়িয়ে রাজনাথ সিংয়ের ঘোষণা পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়ে সংসদে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পাক- অধিকৃত কাশ্মীর ভারতেরই অংশ শুধু একটা নয়, পার্লামেন্টে অন্তত তিনটি প্রস্তাব গ্রহণ করা হয়েছে এই ব্যাপারে। কূটনৈতিক মহলের দাবি, বিদেশনীতির ভুলে উভয়সংকট নিজেরাই ডেকে আনল পাকিস্তান৷

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version