Paddy Seeds In Bankura: পাকা ধানে মই, দুঃচিন্তায় রাতের ঘুম উড়েছে বাঁকুড়ার চাষীদের

।। প্রথম কলকাতা।।

Paddy Seeds In Bankura: কথায় আছে পাকা ধানে মই । আর সেটাই যেন হাড়ে হাড়ে টের পাচ্ছেন বাঁকুড়ার চাষীরা।  চিন্তায় রাতের ঘুম উড়েছে বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের লায়েকবাঁধের বড় অংকের কৃষকদের। কারণটা কী? হঠাৎ করে কী হল চাষীদের ? পাকাধানে পোকার আক্রমন নাকি রোগ কিছুই বুঝতে পারছেন না কৃষকরা। এদিকে প্রতিদিন বিঘের পর বিঘে ধানজমির ধান শুকিয়ে পরিনত হচ্ছে আখড়ায়। এত বড় ক্ষতির পরে এখন ঋন ধার ও মহাজনদের টাকা পরিষোধ করবেন কিভাবে তা ভেবে পারছেন না কৃষকরা। এই পরিস্থিতিতে সরকারী সহযোগিতার দাবি তুলেছেন ক্ষতিগ্রস্থ কৃষকরা।

গ্রামের প্রায় ৪০০০ একর ধান জমির মধ্যে ৮০ শতাংশ ধান জমি ক্ষতিগ্রস্থ হয়েছে বলে দাবি করেছেন এলাকার কৃষকরা। পোকার আক্রমন না রোগ তা পরিষ্কার নয় কৃষকদের কাছে। তবে এমন সমস্যা আগে কখনও সম্মুখীন হয়নি কৃষকরা। ক্ষতিগ্রস্থ কৃষকদের দাবি, ধান কাটার সময় ধানের জমির ধান শুকিয়ে ধান পরিনত হচ্ছে আখড়ায়। ধান গাছও ঝলসে শুকিয়ে যাচ্ছে নিমেশে। । শুধু লায়েকবাঁধ এলাকা নয় আশেপাশের গ্রাম গুলিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। যার মধ্যে অন্যতম অর্জুনপুর, কাউবাসা এলাকার একটা অংশের কৃষকরাও। কৃষকরা জানিয়েছেন, খবর পেয়ে এলাকা পরিদর্শনে যায় কৃষি দফতরের কর্মরত আধিকারিকরা। তাদের কাছেও পরিষ্কার নয় ধান জমিতে এই ক্ষতি পোকার কারনে না রোগের কারণে। এদিকে পাকা ধানে বড় ক্ষতির মুখে পড়ে আতংকিত এলাকার কৃষকরা। এখন সরকারী সুযোগ সুবিধার আশায় বসে ক্ষতিগ্রস্থ চাষীরা। এই বিষয়ে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি জেলা কৃষি দফতরের তরফে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version