হ্যাসেলব্ল্যাড ক্যামেরা সহ আসছে OnePlus 11, ঠাসা ফিচারে টেক্কা দিতে প্রস্তুত iQOO 11 ও

নতুন বছর 2023 সালের শুরুতেই লঞ্চ হবে দুই দমদার 5G মোবাইল iQOO 11 এবং OnePlus 11।

।। প্রথম কলকাতা ।।

নতুন বছরে বাজারে আসছে একগুচ্ছ নতুন স্মার্টফোন। দৌড়ে রয়েছে OnePlus, iQOO, Redmi এর মতো বহুজাতিক সংস্থাগুলি। আরও উন্নত প্রযুক্তি এবং প্রত্যাশিত 5G নেটওয়ার্ক সহ এই স্মার্টফোনগুলি ভারতীয় বাজারে প্রবেশ করবে। তবে এই দৌড়ে যেই দুটি ফোনের উপর সবার নজর থাকবে সেগুলি হল OnePlus 11 5G এবং iQOO 11 5G। প্রথমটি লঞ্চ হবে ফেব্রুয়ারী মাসের 7 তারিখে এবং দ্বিতীয়টি লঞ্চ হবে জানুয়ারির 10 তারিখে।

স্পেসিফিকেশনের ক্ষেত্রে এক চুল জমি ছাড়তে প্রস্তুত নয় দুই স্মার্টফোন প্রস্তুতকারক। একদিকে যেমন মিলবে OnePlus এর ক্রিস্টল ক্লিয়ার ক্যামেরার সুবিধা তেমনই অন্যদিকে iQOO এর সুপারফাস্ট চার্জিং প্রযুক্তি। তাছাড়া শোনা যাচ্ছে দামের ক্ষেত্রেও নাকি খুব আক্রমণাত্মক দুই সংস্থা। সম্প্রতি এক রিপোর্টে জানা গিয়েছে, iQOO 11 এর দাম 55,000-60,000 টাকার মধ্যে রাখতে পারে সংস্থা। পূর্বে এক টেক রিপোর্টে জানা গিয়েছিল, OnePlus ও তাদের লেটেস্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোনের দাম 60,000 টাকার মধ্যেই রাখবে।

 

আরও পড়ুন : 12 মিনিটে ফুল চার্জ! 200MP ক্যামেরার দমদার ফিচার নিয়ে হাজির হল Infinix Zero Ultra 5G

 

যদি iQOO 11 স্মার্টফোনের কথা বলি তাহলে এটি ভারতে Amazon থেকে কেনা যাবে। এটি লঞ্চ হবে দুটি ভ্যারিয়েন্টে – আলফা এবং লেজেন্ড।

iQOO 11 5G Expected Specifications: আইকিউ ১১৫জি সিরিজের সম্ভাব্য স্পেসিফিকেশন

 

এই স্মার্টফোনে 144Hz রিফ্রেশ রেট, 2K রেজোলিউশন এবং HDR10+ সহ 6.78 ইঞ্চি E6 AMOLED ডিসপ্লে দেখা যেতে পারে। তবে iQOO 11-এ একটি ফ্ল্যাট প্যানেল থাকতে পারে আর iQOO 11 Pro-এ দেখা মিলতে পারে কার্ভড স্ক্রিনের। ফোনটিতে মাল্টি টাস্কিংয়ের জন্য মিলবে Snapdragon 8 Gen 2 প্রসেসর, যা LPDDR5x RAM এবং UFS 4.0 ইন্টার্নাল স্টোরেজের সাথে যুক্ত। সিরিজটিতে ইমেজ প্রসেসিংয়ের জন্য নিবেদিত একটি V2 চিপও রয়েছে।

iQOO 11 মডেলে মিলবে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, একটি 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড সেন্সর, এবং 2x অপটিক্যাল জুম সমর্থন সহ একটি 13 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরার ক্ষেত্রে 16 মেগাপিক্সেল সেলফি স্ন্যাপার রয়েছে।

সম্ভাব্য ব্যাটারি ক্যাপাসিটি 4700mAh ব্যাটারি, 200W ওয়্যার চার্জিং, 50W ওয়্যারলেস চার্জিং এবং 10W রিভার্স ওয়্যারলেস চার্জিং।

 

আরও পড়ুন : Best 5G Phones: 20 হাজার টাকার নিচে সেরা পাঁচ 5G স্মার্টফোন! সবাই কিনছে, দারুণ ফিচার্স

 

OnePlus 11 Expected Specifications : ওয়ানপ্লাস ১১ স্মার্টফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

বিভিন্ন টেক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, এটি আসতে পারে 6.7 ইঞ্চি 2K LTPO ডিসপ্লে-র সাথে যাতে মিলবে 120hz রিফ্রেস রেট। পূর্ববর্তী সিরিজগুলির মতো এটিতে Hasselblad ক্যামেরা পাওয়া যাবে বলে জানা গিয়েছে। যার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে 50 মেগাপিক্সেল IMX890 সেন্সরযুক্ত প্রাইমারি ক্যামেরা, একটি 48 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এবং একটি 32 মেগাপিক্সেল সেন্সর। ফ্রন্টে সেলফির জন্য থাকবে 32 মেগাপিক্সেল সেন্সর।

5,000mAh ব্যাটারি ক্যাপাসিটির সাথে দেখা যেতে পারে এই হ্যান্ডসেট। মিলবে 100 ওয়াট সুপারফাস্ট চার্জিংয়ের সুবিধা। যদিও OnePlus এর আগে 150 ওয়াটের চার্জিং বিকল্প প্রদান করেছে।

ডিজিটাল চ্যাট স্টেশনের তথ্য অনুসারে, এতে 16GB Ram পাওয়া যাবে এবং UFS 4.0 স্টোরেজ। যা পূর্ববর্তী স্মার্টফোনে ব্যবহৃত UFS 3.1 এর থেকে অনেক উন্নত এবং দ্রুত কাজ করে। পাশাপাশি এটি Android 13 ভিত্তিক OxygenOS 13 দ্বারা পরিচালিত হবে এবং কানেক্টিভিটির ক্ষেত্রে 5G এর বিকল্প থাকবে।

Exit mobile version