12 মিনিটে ফুল চার্জ! 200MP ক্যামেরার দমদার ফিচার নিয়ে হাজির হল Infinix Zero Ultra 5G

Infinix Zero Ultra 5G : মঙ্গলবার ভারতে লঞ্চ হল ইনফিনিক্স জিরো আল্ট্রা ৫জি স্মার্টফোন। একসাথে একগুচ্ছ চমক রয়েছে ফোনে।

।। প্রথম কলকাতা ।।

বাজারে কাঁপাতে হাজির হল Infinix Zero Ultra 5G স্মার্টফোন। ঠাসা ফিচার সহ এদিন জিরো সিরিজের নতুন স্মার্টফোনটি ভারতে উন্মোচন করল Infinix। একদিকে এটিতে মিলবে 200 মেগাপিক্সেল ক্যামেরার মতো নজরকাড়া লেন্স অন্যদিকে সুপারফাস্ট চার্জিংয়ের জন্য 180 ওয়াট পাওয়ারের বৈশিষ্ট্য। পাশাপাশি ফোনটিতে ‘চেরি অন টপ’ হিসাবে রয়েছে 5G কানেক্টভিটি। সবমিলিয়ে কম্প্যাক্ট ফিচার্স যুক্ত স্মার্টফোন এটি।

Infinix Zero Ultra 5G এর দাম ও প্রাপ্যতা

মাত্র একটি ভ্যারিয়েন্ট নিয়েই বাজারে এসেছে স্মার্টফোনটি। যা হল 8GB RAM ও 256GB অনবোর্ড স্টোরেজ। কেনার সময় এটিতে দুটি রঙের বিকল্প মিলবে – কসলাইট সিলভার এবং জেনেসিস নয়ার। স্মার্টফোনটির দাম রাখা হয়েছে 29,999 টাকা। এটি আগামী 25 ডিসেম্বর থেকে ফ্লিপকার্টে অর্ডার করা যাবে। তবে কেউ যদি চায় অনেক সশ্রয়ী মূল্যে এটি কিনতে পারবে। Flipkart Axis ব্যাঙ্কের কার্ড দিয়ে এটি শপিং করলে 5 শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। এ ছাড়াও অন্য স্মার্টফোনের সাথে এক্সচেঞ্জ করে এটি অনেক কম দামে লুফে নিতে পারবেন।

 

আরও পড়ুন : ছোট প্যাকেট বড় ধামাকা! 7 হাজার টাকার Lava X3-র সাথে 3 হাজারের ইয়ারবাড ফ্রি

 

Infinix Zero Ultra 5G এর স্পেসিফিকেশন

6.8 ইঞ্চি ফুল HD+ কার্ভড থ্রি ডি AMOLED ডিসপ্লে মিলবে স্মার্টফোনে। সঙ্গে 120Hz রিফ্রেস রেট ও 1000 নিটস অবধি ব্রাইটনেস। মাল্টি টাস্কিংয়ের জন্য Android 12 অপারেটিং সিস্টেম ও Octa Core MediaTek Dimensity 920 প্রসেসর রয়েছে এতে। যা 8GB RAM সমর্থন করলেও 13GB পর্যন্ত সম্প্রসারণ করা যাবে। অনবোর্ড স্টোরেজ মাইক্রো এসডি কার্ড দ্বারা 2TB পর্যন্ত বাড়ানো যাবে।

এবার আসা যাক ক্যামেরায়। স্মার্টফোনটির বিশেষ বৈশিষ্ট্যর মধ্যে একটি এটির অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ 200 মেগাপিক্সেল প্রাইমারি লেন্স তার সাথে একটি 13 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি 2মেগাপিক্সেল টারশিয়ারি লেন্সের ট্রিপল রিয়ার ক্যামেরা সেট-আপ। ফ্রন্টে রয়েছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

 

আরও পড়ুন : জলের দরে মিলছে স্মার্টফোন! Xiaomi 12 Pro, Redmi K50i এ 8 হাজার টাকা অবধি ডিসকাউন্ট

 

স্মার্টফোনে শক্তি প্রবাহের জন্য উপস্থিত 4,500mAh ব্যাটারি এবং 180 ওয়াট থান্ডার ফাস্ট চার্জিং টেকনোলোজি যা কোম্পানির দাবি অনুযায়ী, শূন্য থেকে 100 শতাংশ চার্জ হতে মাত্র 12 মিনিট সময় নেয়। অন্যদিকে কানেক্টভিটির ক্ষেত্রে 5G ছাড়াও এটিতে রয়েছে ইউএসবি টাইপ-সি পোর্ট, ব্লুটুথ v5 এবং ওয়াই-ফাই 6। নিরাপত্তার জন্য দেওয়া হয়েছে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

Exit mobile version