Revanth Reddy: মুখ্যমন্ত্রী হওয়ার প্রথম দিনেই স্বমহিমায় রেবন্ত রেড্ডি, দিলেন চাকরি

।। প্রথম কলকাতা ।।

Revanth Reddy: তেলাঙ্গানায় মুখ্যমন্ত্রী হিসাবে আজই শপথ নিয়েছেন কংগ্রেসের রেবন্ত রেড্ডি। হায়দরাবাদের এলবি স্টেডিয়ামে একটি জমকালো অনুষ্ঠানে শপথ নিয়েছেন তিনি। শুধু তিনি এক নন, তাঁর সাথে আজ শপথ নিতে দেখা যায় আরও ১১ জন মন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী ভাট্টি বিক্রমার্কা। এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী, সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী সহ বিভিন্ন রাজ্যের কংগ্রেস সভাপতিরা। মুখ্যমন্ত্রী হওয়ার ১ দিন যেতে না যেতেই বিরাট কাজ করে ফেললেন তিনি। অন্যান্য রাজ্যে যেখানে চাকরি নিয়ে এত হাহাকার, সেখানে তেলাঙ্গনাতে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসার চাকরি দেওয়ার জন্য তোড়জোড় শুরু করলেন তিনি। দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই দুটো ফাইলে সই করে দিলেন। নির্বাচনী প্রচারের সময় কংগ্রেসের তরফে রাজ্য দেওয়া ছয় প্রতিশ্রুতি পূরণের ফাইল একটি আর একটি ফাইল বিশেষভাবে সক্ষম মহিলাকে চাকরি দেওয়ার।

উল্লেখ্য, এবিভিপি-র হাত ধরে রাজনৈতিক জীবন শুরু হয়েছিল রেবন্ত রেড্ডির। পরবর্তী পর্যায়ে তেলুগু দেশম পার্টিতে যোগ দিয়ে ২০১৭ সাল পর্যন্ত চন্দ্রবাবু নাইডুর দলেই ছিলেন তিনি। তারপর সেই দল ছেড়ে যোগ দেন কংগ্রেসে। ২০১৮ সালে বিধানসভা নির্বাচনে লড়ে হেরে গেলেও কংগ্রেসের হাত ছাড়েননি তিনি এবং তাঁকে হাত শিবির ২০১৯ সালের লোকসভা ভোটে মালকাজগিরি থেকে প্রার্থী করলে সেখানে তিনি জয়লাভ করেন। ২০২১ সালে এই তেলাঙ্গানা রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি করা হয় রেড্ডিকে। আর সেখান থেকে আজ তিনি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসলেন তিনি।

উল্লেখ্য, তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে মঙ্গলবারই সিদ্ধান্ত নিয়েছিল কংগ্রেস হাইকমান্ড। মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে ছিলেন দলিত নেতা মাল্লু ভাট্টি বিক্রমার্কা। বিদায়ী বিধানসভার তিনি বিরোধী দলনেতার পদেও ছিলেন। শেষমেশ রেবন্ত রেড্ডির হাতেই ওঠে মুখ্যমন্ত্রীর ব্যাটন। দিন কয়েক আগেই পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল বেরিয়েছে। ২০২৪ লোকসভা ভোটের সেমিফাইনালে মুখ পুড়েছে কংগ্রেসের। বাকি চার রাজ্য হতাশ করলেও আশার আলো দেখিয়েছে তেলেঙ্গানা। এখন দেখা যাক ফাইনাল ম্যাচে কিরকম পারফম্যান্স করতে পারে হাত শিবির।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version