।। প্রথম কলকাতা ।।
31 শে ডিসেম্বর Flipkart Year End Sale এর শেষ দিন। বছরের শেষ কটা দিন গ্রাহকদের জন্য গুচ্ছের অফার নিয়ে হাজির হয়েছে এই ই-কমার্স প্লাটফর্মটি। এই সেলে একাধিক স্মার্টফোনের উপর ভারী ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। তালিকায় রয়েছে iPhone 13, Google Pixel 6a এবং Nothing Phone 1 এর মতো জনপ্রিয় এবং লেটেস্ট স্মার্টফোন। সাধারণত এমনি সময় স্মার্টফোনগুলি বিক্রি হয় তাদের আসল মূল্যে। কিন্তু সেল চলাকালীন থাকে ভারী ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং অন্যান্য অফার। পূর্বের সেলগুলিতে যারা নাথিং ফোন ওয়ান মিস করে গেছেন তাদের কাছে এটি দুর্দান্ত সুযোগ বলা চলে। কারণ এই প্রথম স্মার্টফোনটির দাম নেমেছে ২০ হাজার টাকারও কমে।
আরও পড়ুন : 8 হাজারে জম্পেস ফোন! নতুন বছরের শুরুতেই লঞ্চ Samsung Galaxy F04 স্মার্টফোন
Nothing Phone 1 কীভাবে এত কম দামে পাবেন?
এই স্মার্টফোনের আসল দাম 32,999 টাকা , এই দামেই স্মার্টফোনটি বাজারে লঞ্চ হয়েছিল। কিন্তু Flipkart Year End সেলে স্মার্টফোনটি তালিকাভুক্ত হয়েছে 29,999 টাকায়। তবে আপনি যদি ব্যাঙ্ক অফ বারোদা কার্ড দিয়ে শপিং করেন তাহলে 2 হাজার টাকার ডিসকাউন্ট পাবেন, আর যদি ফেডারেল ব্যাঙ্ক কার্ড দিয়ে শপিং করেন তাহলে মিলবে 3 হাজার টাকার ডিসকাউন্ট। উল্লেখিত অফারটি যোগ করে স্মার্টফোনটির দাম দাঁড়ায় 26,999 টাকা। উপরন্তু, স্মার্টফোনটির উপর পাওয়া যাবে এক্সচেঞ্জ অফার। অর্থাৎ বাড়িতে থাকা পুরোনো স্মার্টফোন এক্সচেঞ্জ করে আরো বেশি ছাড় পেতে পারেন।
এই স্মার্টফোনের উপর সর্বাধিক 17,500 টাকার এক্সচেঞ্জ ভ্যালু পাওয়া যাবে। তবে এ ক্ষেত্রে একটি শর্ত প্রযোজ্য। সর্বাধিক এক্সচেঞ্জ ভ্যালু পাওয়ার জন্য আপনার ফোনের অবস্থা ভালো হতে হবে। উদাহরণস্বরূপ আপনি যদি মোটামুটি ভালো অবস্থায় থাকা কোনো পুরোনো Samsung ফোন এক্সচেঞ্জ করেন তাহলে 10 হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ভ্যালু পেতে পারেন। সবমিলিয়ে এই স্মার্টফোনটি 20 হাজার টাকারও কম দামে অর্ডার করতে পারবেন।
আরও পড়ুন : ভারতে আসছে iQOO 11 5G স্মার্টফোন! জেনে নিন লঞ্চের তারিখ, স্পেসিফিকেশন ও সম্ভাব্য দাম
Nothing Phone 1 এর স্পেসিফিকেশন
এই ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড 12 ভিত্তিক OS সহ একটি ক্রিয়েটিভ Glyph ইন্টারফেস। এটির সুবিধা হল এটির সাহায্যে ফোনের সেটিংসে গিয়ে ব্যবহারকারী পিছনের LEDs লাইট নিয়ন্ত্রণ এবং কাস্টমাইজ করতে পারবে। পাশাপাশি LED-এর উজ্জ্বলতা পরিবর্তন এবং কাস্টমাইজড রিংটোন সেট করতে পারবে। এই লাইটনিং স্ট্রিপগুলি রিংটোনের সাথে সিঙ্ক হবে। সহজ ভাষায় বললে, লাইটিংয়ের মাধ্যমে নোটিফিকেশন এবং ইনকামিং কলের ইঙ্গিত পাবেন আপনি।
অন্যান্য স্পেকস এর মধ্যে উল্লেখযোগ্য, Qualcomm Snapdragon 778G Plus প্রসেসর এবং 50MP Sony IMX766 প্রাইমারি সেন্সর সহ একটি ডুয়াল ক্যামেরা সেটআপ। ফ্রন্টে মিলবে 16MP সেন্সর। এটির ডিসপ্লে সাইজ 6.5 ইঞ্চি ফুল HD+ AMOLED ডিসপ্লে 120Hz পর্যন্ত রিফ্রেশ রেট সহ। 45W এর ওয়্যারড এবং ওয়্যারলেস চার্জিং উভয়ই সাপোর্ট করে ফোনটিতে।