Adenovirus Effect : কিছুতেই সারছে না খুদের সর্দি- কাশি ? আতঙ্কের নাম অ্যাডিনো, বাড়াচ্ছে শক্তি

।। প্রথম কলকাতা।।

Adenovirus Effect : করোনাভাইরাসের পর সম্প্রতি আরও এক ভাইরাসের দাপটে রীতিমতো বেহাল দশা শিশুদের। জ্বর ,সর্দি কাশি ,গলা ব্যথা এই ধরনের উপসর্গগুলি দেখা দিচ্ছে শরীরে। সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়ার পরেও আবারও নতুন করে ফুসফুসে সমস্যা দেখা দিচ্ছে শিশুদের । আইসিইউ থেকে জেনারেল বেডে দিলেও শারীরিক অবস্থার উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে না। বরং হচ্ছে অবনতি । প্রায় মাস খানিক ধরে কাশিতে ভুগছেন বহু প্রাপ্তবয়স্করাও। চিকিৎসকরা আশঙ্কা করছেন করোনার মতো এবার রূপ বদলাতে শুরু করেছে অ্যাডিনো ভাইরাস ( Adenovirus) ।

এই অ্যাডিনো ভাইরাসের চরিত্রে বদল শিশুসহ বয়স্কদেরকেও প্রভাবিত করছে কিনা তা জানতে হলে অবশ্যই পিসিআর টেস্ট ( PCR Test) করতে হবে। এমনটাই মনে করছে চিকিৎসা মহল । বিশেষজ্ঞ চিকিৎসকদের কথায়, গলা খুশখুশ, গলা ব্যথা এবং অনবরত কাশি হয়ে যাওয়ার সমস্যা রোগীদের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। শিশু সহ বড়দের শরীরে অ্যাডিনো ভাইরাস বাসা বেঁধেছে কিনা তা নির্ধারণ করার জন্য প্রয়োজন পিসিআর টেস্ট। যা করতে গেলে বেসরকারি হাসপাতালে খরচ হয় প্রায় নয় থেকে কুড়ি হাজার টাকা।

সকলের পক্ষে এই টাকা দিয়ে পিসিআর টেস্ট করানো সম্ভব নয় । কাজেই চিকিৎসকরা বারবার স্বাস্থ্য সচেতনতার উপর জোর দিতে বলছেন। ঋতু পরিবর্তনের সময় এমনিতেই নানান ধরনের ভাইরাসের ( Virus) উপদ্রব বৃদ্ধি পায়। হালকা জ্বর সর্দি কাশি গলা ব্যথা কাশি এই সমস্ত উপসর্গগুলিও দেখা দেয় । যেহেতু বর্তমানে এই উপসর্গগুলি নিয়েই অ্যাডিনো ভাইরাস এসে হাজির হয়েছে , তাই সতর্কতা আরও কয়েক গুণ বাড়ানোর প্রয়োজন রয়েছে। খাদ্য তালিকায় কিছু বদল আনলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। সম্ভব শিশুদের খাদ্য তালিকায় বিশেষভাবে নজর দিতে হবে।

পশ্চিমবঙ্গে বর্তমানে শিশুদের অ্যাডিনো ভাইরাসে আক্রান্তের হার ক্রমশ বৃদ্ধি পাওয়ার কারণে স্বাস্থ্য দফতরের তরফ থেকে একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে। জানানো হয়েছে বাচ্চাদের জ্বর যদি কোন ভাবেই না কমে তাহলে অবশ্যই আরটিপিসিআর টেস্ট করাতে হবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া দোকান থেকে কিনে এনে কিংবা নিজেদের ইচ্ছামতো কোন ওষুধ শিশুকে খাওয়ানো যাবে না । এছাড়া মেডিকেল অফিসার সহ নার্সদেরকেও রোগী এবং রোগীর পরিবারের প্রতি সহানুভূতিশীল হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version