Blackheads: পার্লারে যাওয়ার দরকার নেই, ঘরে বসেই তুলে ফেলুন ব্ল্যাক হেডস, কিভাবে?

।। প্রথম কলকাতা ।।

Blackheads: পার্লারে গিয়ে হয়তো দারুণ মেকআপ করলেন। কিন্তু নাকের উপর বা ঠোঁটের নীচে কালো দাগ থেকে গেল। তাহলে কি আর মেকআপ খুলবে? ভাল লাগবে কি দেখতে? এই ধরণের কালো দাগ বা ব্ল্যাক হেডস মুখ পরিষ্কার করার সময় তুলে ফেলাই শ্রেয় ।ত্বকে ময়লা জমে তৈরি হয় ব্ল্যাক হেডস। পার্লারে গিয়ে বিশেষজ্ঞদের সাহায্যে নিশ্চয়ই ব্ল্যাক হেডস তোলার অভিজ্ঞতা রয়েছে।কিন্তু সব সময় তো পার্লারে যাওয়া সম্ভব নয়। তাই বাড়িতেই ব্ল্যাক হেডস তুলে ফেলতে পারলে ভাল হয়।তাতে খরচও কম পড়বে, আবার কাজ হবে পার্লারের মতোই। কীভাবে ঘরোয়া উপায়ে ব্ল্যাক হেডস তুলে ফেলবেন? চলুন এই প্রতিবেদনে তা জেনে নেওয়া যাক।

ত্বকে ব্ল্যাক হেডস নিয়ে সমস্যায় পড়েন অনেকেই। ব্ল্যাক হেডস এক ধরনের ব্রন যার ওপর কোন পর্দা থাকে না। তা বাতাসের সাথে অক্সিডায়েস হয়ে কালো বর্ণ ধারন করে।নিয়মিত ত্বক পরিষ্কার করলে ব্ল্যাকহেডস থেকে মুক্ত থাকা সম্ভব। ঘরে বসেই ব্ল্যাক হেডস দূর করা যায়। আধা চামচ দারুচিনির গুঁড়া এবং ১ চামচ ময়দা মিশিয়ে মুখে লাগিয়ে রাখুন ১০ মিনিট। এরপর জল দিয়ে আস্তে আস্তে ধুয়ে ফেলতে হবে। দারুচিনির জন্য মুখ জ্বলতে পারে। কিন্তু তাতে ভয়ের কিছু নেই। কিছুক্ষণ পর ঠিক হয়ে যাবে। এটা গেল একটা পদ্ধতি। এছাড়া অন্য পদ্ধতিও আছে।

ডিমের সাদা অংশ নাকে লাগিয়ে টিস্যু পেপার দিয়ে মুড়ে দিন। শুকিয়ে গেলে মাক্সের মতো করে তুলে ফেলুন। দেখবেন টিস্যু পেপারে ব্ল্যাক হেডস জমা হয়ে আছে।আবার লেবুর সঙ্গে মধু মিশিয়ে ত্বকে ঘষে নেওয়া যায়।আধা ঘণ্টা পর মুখ ধুয়ে নিতে হবে। এ ক্ষেত্রে লেবু ব্ল্যাক হেডস দূর করবে। মধু ময়েশ্চারাইজার হিসেবে কাজ করবে।

ব্লাক হেডস তুলতে মুখে গরম ভাপ নেওয়া যেতে পারে।একটি গামলায় ধোঁয়া ওঠা গরম জল নিয়ে তার ওপর মুখ রাখতে হবে। খেয়াল রাখতে হবে গামলা থেকে মুখের দূরত্ব কমপক্ষে যেন এক হাত থাকে। গরম ভাপ ব্ল্যাক হেডসের মুখ খুলতে সাহায্য করে। এতে খুব সহজে ব্ল্যাক হেডস পরিষ্কার করা যায়।

মটর ডাল বাটা , সয়াবিন গুঁড়ো অথবা চালের গুঁড়োর সাথে জল মিশিয়ে নিন। একটু ম্যাসাজ করে ১০ থেকে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। ত্বক উজ্জ্বল থাকবে, ব্ল্যাক হেডস থেকে মুক্তি লাভ হবে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version