।। প্রথম কলকাতা ।।
Winter Skin Care Routine: ক্রিম বা সিরাম, প্রয়োজন পড়বে না কোনও কিছুর, রোজ রাতে এই তেল এক ফোঁটা মাখলেই ত্বকে হবে ম্যাজিক। প্রবল শীতের মধ্যেও দারুন মস্চারাইজড থাকবে আপনার ত্বক। শুধু ব্যবহারের পদ্ধতিটা জেনে নিতে হবে।আচ্ছা, কোন তেলের কথা বলছি সেটা ধরতে পেরেছেন কি ? হয়তো ঠিকই ধরেছেন। আমন্ড অয়েলের কথা বলা হচ্ছে। ত্বকের জন্য এই তেল যে কতটা উপকারী, তা জানলে আপনিও অবাক হতে বাধ্য।
এই একটা মাত্র তেলেই যে এত কাজ করে তা আপনি কল্পনাও করতে পারছেন না। আপনার ত্বকের জন্য যা যা চাহিদা রয়েছে তার প্রায় সবটাই পুরোন করে দেবে এই একটি মাত্র তেল। আর এখন এই শীতে সবচেয়ে যেটা জরুরি ত্বককে মস্চারাইজড করা। সেটাও খুব ভালো মতোই করে দেবে আমন্ড অয়েল। আর কি কি করবে?আর কীভাবেই বা ব্যবহার করবেন? ঝট পট জেনে নিন সবটা।
আমন্ড অয়েলের মধ্যে ভিটামিন এ, ভিটামিন ই, ওমেগা-৩, ফ্যাটি অ্যাসিড এবং জিঙ্ক রয়েছে। এসব উপাদানগুলো ত্বকে নতুন কোষ উত্পাদনে এবং কোষকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে। পাশাপাশি আমন্ডের মধ্যে থাকা পুষ্টি ত্বকের বার্ধক্যের প্রক্রিয়াকে ধীর করে দেয়। ব্রণর সমস্যায় ভুগলে, সেখানেও চমত্কার ফল এনে দেয় আমন্ডের তেল। দাগছোপ থেকে মুক্তি পেতেও আপনি আমন্ডের তেল ব্যবহার করতে পারেন।
আমন্ড অয়েলের মধ্যে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে। এটি ত্বকের প্রদাহ কমাতে এবং শীতকালে ত্বককে ক্ষয়ের হাত থেকে সুরক্ষিত রাখে। শীতকাল মানেই শুষ্ক ত্বকের সমস্যা। ত্বকে আর্দ্রতার অভাবে একজিমা, সোরিয়াসিসের মতো রোগও দেখা দেয়। কিন্তু আমন্ড অয়েল ব্যবহারে এসব রোগের ঝুঁকি নেই। আমন্ড অয়েল ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। পাশাপাশি আমন্ড অয়েলের মধ্যে থাকা ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে ফ্রি র্যাডিকেলের হাত থেকে রক্ষা করে। এতে ত্বকের স্বাস্থ্য ভাল থাকে। এছাড়া চোখের নীচের ফোলাভাব এবং ডার্ক সার্কেল দূর করতেও কার্যকর আমন্ডের তেল।
শীতভর কিভাবে ব্যবহার করবেন আমন্ড অয়েল?
রাতে ঘুমোতে যাওয়ার আগে কয়েক ফোঁটা আমন্ড অয়েল হাতে নিন। এবার এই তেল ভাল করে মুখে মেখে নিন। এবার হালকা হাতে মুখে মালিশ করুন। ত্বক সমস্ত তেল শুষে নেওয়া পর্যন্ত মালিশ করুন। যদি আপনার ত্বক অতিরিক্ত শুষ্ক ত্বক হয়, তাহলে এভাবেই ঘুমিয়ে পড়তে পারেন। পরদিন সকালে মুখ ধুয়ে নিন। কিন্তু আপনার যদি তৈলাক্ত ত্বক হয়, তাহলে মুখে তেল মালিশের পর ভিজে কাপড় দিয়ে ত্বক মুছে নিতে পারেন। এতে অতিরিক্ত তেল পরিষ্কার হয়ে যাবে এবং ত্বকেও আমন্ড অয়েলের পুষ্টি পৌঁছাবে। এই কাজটি যদি গোটা শীতকাল করতে পারেন তাহলে ত্বককে সুস্থ রাখতে আপনাকে আর ভাবতে হবে না। একদম হেলদি হয়ে যাবে আপনার ত্বক।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম