চীনের নো এন্ট্রি ভারত মহাসাগরে! গোপন স্ট্র্যাটেজি দিল্লির কাছে ফাঁস, কোকাসে তাণ্ডব

।। প্রথম কলকাতা ।।

চীনের রাজত্বে ঢুকে ভারতীয় বায়ুসেনার রীতিমত তান্ডব। বেজিংয়ের গোপন স্ট্র্যাটেজি অস্ট্রেলিয়া ফাঁস করল ভারতের কাছে। বেজিংয়ের সাবমেরিনের শিয়রে বিপদ ভারত মহাসাগরে। কোকো আইল্যান্ড ছিনিয়ে নেওয়া হবে বেজিংয়ের থেকে? এমনও দিন আসতে পারে ভারত মহাসাগরের ত্রিসীমানায় ঢুকতে পারবে না চীন? কোকাস আইল্যান্ডে ভারতের মিলিটারি বেস। মায়ানমারের কোকো আইল্যান্ডের সঙ্গে কোকাস দ্বীপকে গুলিয়ে ফেলবেন না। কোকোস আইল্যান্ড অস্ট্রেলিয়ার একটি দ্বীপ যা ভারত মহাসাগরের ওপর অবস্থিত। তবে সেখান থেকে চীনকে কন্ট্রোল করার উপায়? ভারত ও অস্ট্রেলিয়া মিলে এবার বিছাতে শুরু করল বড় জাল। ভারত মহাসাগরের ঢোকার আগেই চীনা সাবমেরিন আটকে যাবে।

পর্দার আড়ালে চীনকে, চীনের সেনা জব্দ করতে বড় খেলায় নেমে পড়েছেন নরেন্দ্র মোদী। একেবারে হাতেনাতে মিলছে সেই ফলাফল অস্ট্রেলিয়ার কোকোস আইল্যান্ডে মোতায়েন করা হল ভারতীয় বায়ুসেনার দু দৈত্যকে। ডরনিয়ার ম্যারিটাইম পেট্রোল এয়ারক্রাফট সি১৩০ হারকিউলিস কোকোস আইল্যান্ডে নামানো হল। বিশেষজ্ঞরা বলছেন একবার ইন্ডিয়ান এয়ারফোর্সের হাত এই দ্বীপে শক্ত হয়ে গেলে চীনের সাবমেরিনের স্পাই করার কাজকর্ম লাটে উঠবে। ২০২২ সালে ভারত মহাসাগর নিয়ে একটা মিটিং করেছিল চীন ১৯টি দেশ ছিল সেই বৈঠকে কিন্তু ডাকা হয়নি ভারতকে। চমকে দেওয়ার মতো তথ্য শুনবেন সেই বৈঠকে ছিল অস্ট্রেলিয়া। আর সেই অস্ট্রেলিয়াই এখন ভারতের সঙ্গে হাত মেলালো। এর মানে কি এটা ধরে নিতে হয় যে অস্ট্রেলিয়া সেই বৈঠকে আলোচনা হওয়া চীনের স্ট্র্যাটেজি সবটাই ফাঁস করে দিয়েছে ভারতের কাছে।

কোকোস আইল্যান্ডে ভারত ও অস্ট্রেলিয়া মিলে তৈরি করতে চাইছে ১৫০ মি একটি রানওয়ে আর সেটা একবার তৈরি হয়ে গেলেই ভারতের পিএইট এয়ারক্রাফট মোতায়েন হয়ে যাবে কোকোসে। এই আইল্যান্ড থেকে ভারত মহাসাগরে ঢোকার এমন কিছু চোকপয়েন্ট আছে যা রীতিমত রুখে দিতে পারে চীনের সাবমেরিনকে। সুন্ডা স্ট্রেট ও লম্বর স্ট্রেট মারফত চীনের কোন সাবমেরিন ঢুকছে ভারত মহাসাগরে তাতে ব্যাপকভাবে নজরদারি চালাতে পারবে ভারত। তথ্য বলছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা পিএইট এয়ারক্রাফট। অস্ট্রেলিয়ার কাছেও রয়েছে এর ফলে দুটো দেশ মিলে একসঙ্গে চালাতে পারবে ড্রাগনল্যান্ডের আর্মির বিরুদ্ধে বড়সড় অপারেশন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version