।। প্রথম কলকাতা।।
Amrit Bharat Station : কেন্দ্র সরকারের তরফ থেকে নতুন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে । ‘অমৃত ভারত স্টেশন’ ( Amrit Bharat Station) প্রকল্পের মাধ্যমে বিভিন্ন রাজ্যে আধুনিকমানের স্টেশন গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্র সরকার। এই প্রকল্পের আওতায় বাংলার একাধিক স্টেশনও নতুন রূপ পাবে তাতে কোন সন্দেহ নেই। যদিও কেন্দ্রীয় রেলমন্ত্রী জানিয়েছিলেন , সব মিলিয়ে বাংলার ৯৩ টি স্টেশনকে একেবারে চোখ ধাঁধানো করে তোলা হবে। কিন্তু বঙ্গ বিজেপির তরফ থেকে করা একটি ট্যুইটে বলা হয়, ৯৩ নয়, ৯৪ টি স্টেশনের নাম রয়েছে ‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পের আওতায়।
কোন কোন স্টেশনের নাম রয়েছে ?
বঙ্গ বিজেপির ( BJP Bengal) তরফ থেকে একটি লিস্ট ট্যুইট করা হয়। একই সঙ্গে লেখা হয়, ” অমৃত ভারত স্টেশন এই প্রকল্পে পশ্চিমবঙ্গের ৯৪ টি রেল স্টেশনকে নব রূপে সাজানো হবে। পশ্চিমবাংলার সার্বিক উন্নয়নে নরেন্দ্র মোদী সরকার সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ”। সেই তালিকায় দেখা গিয়েছে নাম রয়েছে বর্ধমান স্টেশন থেকে শুরু করে দিনহাটা , এমনকি ডানকুনি থেকে সিউড়ি সহ রাজ্যের ( West Bengal) বিভিন্ন প্রান্তের মোট ৯৪ টি স্টেশনের। তালিকা থেকে বাদ যায়নি বাংলার বড় বড় স্টেশন হিসেবে পরিচিত হাওড়া, শিয়ালদা প্রভৃতি।
কী থাকছে এই প্রকল্পের অধীনে ?
সূত্রের খবর অনুযায়ী, প্রাথমিক পর্যায়ে এই প্রকল্প সম্বন্ধে যা জানা গিয়েছে, তাতে অমৃত ভারত স্টেশন প্রকল্পের মাধ্যমে বাংলার এই ৯৪ টি স্টেশনকে সব ধরনের সুবিধা দেওয়া হবে। যাত্রীদের কথা মাথায় রেখে নতুনভাবে সাজিয়ে তোলা হবে রেল স্টেশন গুলিকে । একদিকে যেমন স্টেশনগুলো সংস্কার করা হবে তেমনি যাত্রী প্রতীক্ষালয় গুলিকে আধুনিক মানের গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। কারণ যাত্রীরা বেশিরভাগ সময়ই এই প্রতীক্ষালয় গুলিতে কাটান। কাজেই সেখানে সমস্ত ধরনের সুযোগ সুবিধা থাকা বাঞ্ছনীয়। শুধু যে স্টেশনের মান উন্নত হবে তাই নয়, উন্নতি হবে স্টেশনের আশেপাশের এলাকার।
'অমৃত ভারত স্টেশন' এই প্রকল্পে পশ্চিমবঙ্গের ৯৪টি রেলস্টেশনকে নবরূপে সাজানো হবে।
পশ্চিম বাংলার সার্বিক উন্নয়নে @narendramodi সরকার সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ! pic.twitter.com/U18avaFLPt
— BJP West Bengal (@BJP4Bengal) February 3, 2023
জানা গিয়েছে, স্টেশনের সঙ্গে সংযোগ রক্ষা করে যে রাস্তাগুলি সেই গুলিকে প্রয়োজনের চওড়া করে দেওয়া হবে। ওই রাস্তাগুলিতে যাতে কোনোভাবে অবৈধ দখল না বসে সেদিকে বিশেষ নজর রাখা হবে । যে সকল জায়গাগুলিতে ইতিমধ্যেই অবৈধ দখলদারদের আনাগোনা হয়েছে , তাদেরকে সরিয়ে দেওয়ার কাজ করা হবে। স্টেশনের কাছাকাছি একটি বাজার গড়ে তোলা হবে। তবে সেই বাজার পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব নেওয়া হবে। স্টেশন জুড়ে হকারদের দৌরাত্ম্য কমাতে তাদেরকে একটি নির্দিষ্ট জায়গায় বসানো হবে। আর বাংলার এই স্টেশন গুলির প্রতীক্ষালয়ের কাছাকাছি জায়গায় ক্যাফে তৈরির পরিকল্পনা করা হয়েছে। যাতে যাত্রীরা তাদের বাড়তি সময় সেখানে কাটাতে পারেন।
পশ্চিমবঙ্গের বিভিন্ন স্টেশনে পার্কিংয়ের অব্যবস্থা একটা বড় সমস্যা। এছাড়াও স্টেশন ও স্টেশন সংলগ্ন এলাকায় পর্যাপ্ত আলো না থাকার কারণে অনেক জায়গাতেই সমস্যায় পড়তে হয় যাত্রীদের। কাজেই এই দিকগুলিতে নজর দেওয়া হবে। এছাড়াও মহিলা, বয়স্ক এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য কিছু বিশেষ ব্যবস্থা থাকতে পারে বাংলার এই ৯৪ টি স্টেশনে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম