।। প্রথম কলকাতা ।।
এই মুহূর্তে বাজারে কেবল দুটি ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে Ather Energy। দুটি স্কুটার আশানুরুপ সাড়া ফেললেও প্রতিদ্বন্দ্বীদের তুলনায় কিছুটা পিছিয়ে এই সংস্থা। বিশেষ করে ইলেকট্রিক দু চাকার বাজারে সবচেয়ে বড় নাম Ola Electric এর কাছে। লড়াই সমানে সমানে রাখতে তাই নতুন বছরের শুরুতেই নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্ছ করতে চলেছে Ather। সুত্রের খবর, 2023 সালের 7 ই জানুয়ারি তারিখে এই স্কুটার আত্মপ্রকাশ করতে পারে ভারতীয় বাজারে।
বিক্রি বাট্টার পরিসংখ্যানের যদি কথা বলি তাহলে এখানেও কিছুটা ফ্যাকাসে Ather। 2022 সালে Ola Electric যেখানে 1.5 লাখ ইলেক্ট্রিক স্কুটার বিক্রি করতে পেরেছে সেখানে Ather Energy বিক্রি করেছ মোটে 55 হাজার স্কুটার। সংশ্লিষ্ট মহলের দাবি, বিক্রি বাট্টা বাড়াতে আরও একটি স্বল্প মুল্যের ইলেক্ট্রিক স্কুটার লঞ্চ করা দরকার। সংস্থার তরফে নতুন স্কুটার সংক্রান্ত বেশি কিছু তথ্য না জেনে গেলেও বিভিন্ন অটোমোবাইল সংবাদ মাধ্যম সুত্রে খবর, আসন্ন স্কুটারটির প্রারম্ভিক মুল্য 1 লাখ টাকার মধ্যেই থাকবে।
আরও পড়ুন : Best Electric Bikes: 2022 সালের সেরা ইলেকট্রিক বাইক! ঝড় তুলবে রেঞ্জ, এক চার্জে 300 কিমি
2023 Ather Energy New Electric Scooter: স্কুটারে নতুন কি চমক থাকবে?
এই মুহূর্তে সংস্থার পোর্টফলিওতে দুটি ইলেকট্রিক স্কুটার রয়েছে – যা হল Ather 450 Plus এবং Ather 450X। এই স্কুটারটি হবে সংস্থার তৃতীয় অফারিং। আসলে সরকারের পক্ষ থেকে যে ভর্তুকি দেওয়া হয় উপভোক্তাদের তা খূব শীঘ্রই সমাপ্ত হতে চলেছে। এমতাবস্থায়, বর্তমানে উপলব্ধ মডেলগুলির তুলনায় কিছুটা কম দামে ইলেকট্রিক স্কুটার লঞ্চ করতে পারে Ather। নতুন স্কুটারটিতে 450X এর মতই আল্মুনিয়াম স্পেস ফ্রেম দেখা যেতে পারে।
অন্যান্য ফিচারের মধ্যে যেমন টাচস্ক্রীন, স্মার্টফোন সংযোগ ইত্যাদি বিদ্যমান 450X স্কুটারটির মতো এটিতেও থাকবে বলে আশা করা হচ্ছে। এক রিপোর্ট অনুযায়ী, এই স্কুটারের দাম থাকতে পারে 80,000 থেকে 90,000 টাকার মধ্যে। রুপে- বৈশিষ্ট্যে একেবারে নতুন স্কুটার না হলেও এটি Ather 450X Gen 3 এর নতুন সংস্করণ হিসাবেও লঞ্চ করতে পারে সংস্থা। সম্ভাব্য ব্যাটারি প্যাক থাকতে পারে 2.5 kwh – 3 kwh, যা সাধারনত Ola তাদের S1 ইলেকট্রিক স্কুটারে দিয়ে থাকে। আসন্ন স্কুটারটির রেঞ্জ সম্পর্কে যা জানা গেছে তা হল সিঙ্গেল চার্জে 100 কিলোমিটার, যেখানে Ather 450X Gen 3 এক চার্জে রেঞ্জ দেয় 146 কিলোমিটার। আগামিদিনে এই স্কুটার সম্পর্কিত আরও তথ্য প্রকাশ করতে পারে সংস্থা।