Best Electric Bikes: 2022 সালের সেরা ইলেকট্রিক বাইক! ঝড় তুলবে রেঞ্জ, এক চার্জে 300 কিমি

Best Electric Bike in 2022 : ২০২২ সালের সেরা কয়েকটি ইলেকট্রিক বাইকের ফিচার্স ও দাম। বিস্তারিত জানতে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

।। প্রথম কলকাতা ।।

দেখতে দেখতে 2022 শেষ! গোটা বছর জুড়ে প্রচুর উন্মাদনা লক্ষ্য করা গেছে দু চাকা গাড়ির বাজারে। লঞ্চ হয়েছে নানা রঙের ও ডিজাইনের ইলেকট্রিক বাইক ও স্কুটার। জ্বালানির পরিবর্তে বিদ্যুৎ চালিত গাড়ির প্রতি মানুষের ঝোঁক যে হারে বাড়ছে তাতে আগামী বছরও যে ইলেকট্রিক বাইকের চাহিদা বজায় থাকবে তা বলার অপেক্ষা রাখে না। তবে এই সব বিকল্পের মধ্যে যে সমস্ত বাইক ও স্কুটারের উপর মানুষের ভিড় সবচেয়ে বেশি উপচে পড়েছে সেগুলি নিয়েই এই প্রতিবেদনে আলোচনা করা হল।

Ultraviolette F77

 

গত নভেম্বর মাসেই লঞ্চ হয়েছে হাই স্পিড ইলেকট্রিক বাইক আলট্রাভায়োলেট এফ৭৭। দুর্দান্ত বৈশিষ্ট্য সমৃদ্ধ ইলেকট্রিক মোটরসাইকেলটি। রয়েছে BLDC ডাইরেক্ট ড্রাইভ মোটর। ব্যাটারি প্যাকের মধ্যে দুটি বিকল্প মিলবে – একটি 7.1 kwh এবং আরেকটি 10.3 kwh। বাইকটির সর্বোচ্চ গতি 147 কিলোমিটার প্রতি ঘন্টা। প্রায় 39 bhp শক্তি এবং 95 nm টর্ক জেনারেট করতে সক্ষম বাইকটি। সিঙ্গেল চার্জে রেঞ্জ 307 কিলোমিটার। 3 টি রাইডিং মোড রয়েছে বাইকটির। বাজারে ইলেকট্রিক বাইকটির প্রাইস 3.8 লাখ টাকা থেকে শুরু। সর্বোচ্চ দাম অর্থাৎ শীর্ষ ভ্যারিয়েন্ট-এর মূল্য 4.55 লাখ টাকা।

 

আরও পড়ুন : Best Two Wheelers in 2022: বাইশে ঝড় তুলেছে এই ৫ মোটরসাইকেল, তাক লাগবে ফিচার্স

 

Ather Energy 450X Gen 3

 

বেঙ্গালুরু ভিত্তিক ইলেকট্রিক স্কুটার কোম্পানি Ather Energy এর তরফে চলতি বছর লঞ্চ করা হয়েছে Ather 450X Gen 3 স্কুটার। এতে 3.66kW এর একটি বড় ক্ষমতার লিথিয়াম-আয়ন ব্যাটারি প্যাক দিয়েছে কোম্পানি। বড় ব্যাটারির সাথে, পাওয়ার আউটপুট এবং পরিসীমা বৃদ্ধি করা হয়েছে। ব্যবহারকারীর দ্বারা নির্বাচিত রাইড মোডের উপর ভিত্তি করে যা পরিবর্তিত হবে। কোম্পানির দাবি অনুযায়ী, সিঙ্গেল চার্জে এটির রেঞ্জ 146 কিলোমিটার। তবে রিয়েল টাইম 105 কিলোমিটার রেঞ্জই পাওয়া যাবে। পাশাপাশি নতুন ব্যাটারির ক্ষমতা 25% বেশি, এবং 20% বেশি লাইফ রয়েছে বলে জানিয়েছে কোম্পানি। Ather 450X Gen 3 ইলেকট্রিক স্কুটারের দাম 1,39,000 টাকা (এক্স-শোরুম)।

 

আরও পড়ুন : 5 Safest Cars in India: মাহিন্দ্রা নাকি টাটা! দেশের সবচেয়ে নিরাপদ গাড়ি কোনগুলি?

 

OLA S1 Air

 

ওলা-র তরফে উৎপাদিত সবচেয়ে সস্তা ইলেকট্রিক স্কুটার এটি। যা সম্প্রতি আত্মপ্রকাশ হয়েছে বাজারে। Ola S1 Air ইলেকট্রিক স্কুটারটি একটি হাব-মাউন্টেড মোটর দিয়ে সজ্জি। যার সর্বোচ্চ শক্তি 4.5kWh এবং ব্যাটারির ক্ষমতা 2.5kWh। Ola দাবি করে যে S1 Air এর রিয়েলটাইম রেঞ্জ 128 কিলোমিটার এবং সর্বোচ্চ গতি 95 কিমি প্রতি ঘন্টা।
স্কুটারটিতে ফিচার্স হিসাবে বিদ্যমান একটি TFT স্ক্রিন, স্মার্টফোন সংযোগ, রাইডিং মোড, রিভার্স মোড, সাইড স্ট্যান্ড অ্যালার্ট, OTA আপডেট, মিউজিক প্লেব্যাক, রিমোট বুট লক/আনলক, নেভিগেশন ইত্যাদি বৈশিষ্ট্য। Ola S1 Air ইলেকট্রিক স্কুটারটির দাম শুরু 84,999 টাকা থেকে।

Exit mobile version