।। প্রথম কলকাতা ।।
সাইবার জালিয়াতির (Cyber Fraud) ঘটনা যেন মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে অনলাইন গ্রাহকদের কাছে। প্রায়শই শোনা যায়, ওমুক জায়গায় ওমুক ব্যক্তি এতো টাকা খুইয়েছেন, ভুয়ো অফারে প্রতারণার শিকার হলেন ব্যক্তি। কিন্তু তবুও যেন লাগাম টানছে না সাইবার জালিয়াতির ঘটনায়। সম্প্রতি আরও এক অদ্ভুত সাইবার জালিয়াতির শিকার হলেন মুম্বাইয়ের ৭৪ বছরের বৃদ্ধ। অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম Netflix এর সাবস্ক্রিপশন রিনিউ করাতে গিয়ে খোয়ালেন ১ লক্ষ টাকা।
ইন্ডিয়ান এক্সপ্রেস সংবাদ মাধ্যমের এক রিপোর্ট অনুসারে, ওই ব্যক্তি Netflix এর সাবস্ক্রিপশন রিনিউ করানোর জন্য একটি ই-মেইল পান। কিন্তু আদতে ওই ই-মেইল ছিল ভুয়ো এবং সেটি পাঠিয়েছিল সাইবার প্রতারকরা। কিন্তু সেই ই-মেইলের ইতিবৃত্ত না জেনেই সেটিতে ভরসা করেন ওই ব্যক্তি এবং দিয়ে বসেন নিজের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য। এবং মুহূর্তে গায়েব হয়ে যায় লক্ষাধিক টাকা।
জানা গিয়েছে, Netflix এর ছদ্মবেশে ওই ই-মেইল তাঁকে পাঠানো হয়েছিল। সেখানে বলা ছিল ৪৯৯ টাকা দিয়ে সাবস্ক্রিপশন রিনিউ করতে হবে। ওই ব্যক্তির দাবি, এই ই-মেইল আর Netflix যে ই-মেইল পাঠায় তা হবুহু এক। এর পরই তিনি বুঝতে পারেন সাইবার জালিয়াতির খপ্পরে পড়েছেন। মুম্বাইয়ের জুহু পুলিশ স্টেশনে গিয়ে এফআইআর দায়ের করেন ওই ব্যক্তি।
আরও পড়ুন : Bluetooth ইয়ারফোন ব্যবহার করেন? পর্দার আড়ালে চলছে বড় হ্যাকিং, যে ভাবে সতর্ক থাকবেন
পুলিশের তরফে সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে, ওই ই-মেইলে ৪৯৯ টাকা পেমেন্ট করার জন্য একটি লিঙ্ক ছিল। তিনি কোনোকিছু না ভেবেই লিঙ্কে ক্লিক করে ক্রেডিট কার্ডের সমস্ত তথ্য দিয়ে বসেন। তারপর তার মোবাইলে একটি ওটিপি আসে ১.২২ লক্ষ টাকা লেনদেন সম্পন্ন করার জন্য। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি লেনদেনর অঙ্ক যাচাই না করেই ওটিপি শেয়ার করে দেন। আর মুহূর্তে গায়েব হয়ে যায় ১.২২ লক্ষ টাকা।
সাইবার জালিয়াতি থেকে সাবধান
ভুয়ো লিঙ্ক, মেইল, মেসেজ এবং কল ইত্যাদির পরিনাম কি হয় তা আর নতুন করে বলার দরকার নেই। কিন্তু অল্প বয়সীদের তুলনায় মধ্য বয়স্ক ও প্রাপ্ত বয়স্ক মানুষেরা এই জালিয়াতির সবচেয়ে বেশি শিকার হোন। আর যেহেতু বর্তমান প্রযুক্তির আমলে নানা ধরণের নতুন পরিষেবা ব্যবহার করতে শিখছেন তারা, তাই অজান্তে একাধিক ভুলভ্রান্তি করে ফেলছেন। তবে একটি জিনিস সবসময় পরামর্শ দেওয়া হয়, ব্যাঙ্কিং সংক্রান্ত যে কোনও লেনদেনের আগে সম্পূর্ণ নিশ্চিত হওয়া দরকার। সন্তুষ্ট না হওয়া পর্যন্ত লেনদেন করা উচিত নয়।
ডুপ্লিকেট মেইল
জাল ফেলার জন্য অধিকাংশ সময় ভুয়ো মেইল বা ছদ্মবেশী মেইলের ব্যবহার করে অপরাধীরা। এ ক্ষেত্রে আপনি একটি ছোট্ট কাজ করলেই এই ভুয়ো মেইল ধরে নিতে পারবেন। প্রথমে মেইলের অ্যাড্রেস দেখুন, তারপর মেইলের সাবজেক্ট চেক করুন। দেখবেন প্রত্যেকটি ভুয়ো মেইলে সঠিক অ্যাড্রেস ও সাবজেক্ট দেওয়া হয় না। আর থাকে অজস্র বানান ভুল। তাছাড়া আপনি যদি Gmail ব্যবহার করেন সেখানে স্বয়ংক্রিয় ভাবেই স্প্যাম মার্ক দিয়ে দেওয়া হয়।