Nasal Vaccine: টিকাকরণ কর্মসূচিতে জুড়ল ন্যাজাল ভ্যাকসিন, করোনা রুখতে বড় পদক্ষেপ কেন্দ্রের

।। প্রথম কলকাতা ।।

Nasal Vaccine: প্রায় বছর দুয়েকের ভয়ঙ্কর বাস্তব কাটিয়ে উঠে যখন স্বাভাবিক ছন্দে ফিরে এসেছে বিশ্ববাসী , তখন নতুন করে করোনা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। চিনে করোনার নয়া ভ্যারিয়েন্ট বিএফ. ৭ ( BF. 7) এর বাড়বাড়ন্ত গোটা বিশ্বের জন্য আতঙ্কের একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। সূত্রের খবর অনুযায়ী, চিনে ক্রমশ্র মৃত এবং আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। বাজারে দেখা দিয়েছে ওষুধের কমতি। হাসপাতালে মিলছে না পর্যাপ্ত পরিমাণে বেড। এই মত পরিস্থিতিতে ভারত আগে থেকেই সতর্ক থাকতে চাইছে। তাই টিকাকরণ কর্মসূচিতে যুক্ত করা হল ভারত বায়োটেকের ন্যাজাল ভ্যাকসিন বা নাকে নেওয়ার টিকাকে (Nasal Vaccine) ।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, করোনার অপর ভ্যারিয়েন্ট গুলির তুলনায় এই নয়া ভ্যারিয়েন্ট অত্যন্ত বেশি সংক্রামক । তাই এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য ভারত সরকার টিকাকরণের সঙ্গে বুস্টার ডোজ সঙ্গে এই প্রতিষেধককেও যুক্ত করেছে ‘কো উইন’ -এ (Co-Win)। সংবাদ সংস্থা এএনআই ট্যুইটের মাধ্যমে জানায়, ভারত সরকার কোভিড মোকাবিলায় অন্যান্য টিকাকরণের পাশাপাশি ন্যাজাল ভ্যাকসিনকে মান্যতা দিয়েছে। এটি সর্বপ্রথম বেসরকারি হাসপাতাল গুলিতে পাওয়া যাবে। শুক্রবার থেকেই টিকাকরণ কর্মসূচিতে এই প্রতিষেধককে যুক্ত করা হবে। এটি সাধারণত একটি বুস্টার ডোজ হিসেবেই গ্রহণ করবেন সাধারণ মানুষ।

তবে এক্ষেত্রে বয়সসীমা রয়েছে ।১৮ বছরের উর্ধ্বে যাদের বয়স তাদেরকেই এই টিকা দেওয়া হবে। এমনটাই জানিয়েছে,ন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। উল্লেখ্য, কোভিড পরিস্থিতি নিয়ে ভারতের ইতিমধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক হয়ে গিয়েছে। সেই বৈঠকে ছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) । যেহেতু সামনেই উৎসবের মরশুম আসছে তাই জনসাধারণকে মাস্ক পড়ার আর্জি জানিয়েছেন তিনি অন্যদিকে করোনা পরীক্ষা বাড়ানোর এবং জিনোম সিকুয়েন্সিং এর উপর জোর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে। রাজ্যগুলিকেও এই বিষয়ে বিশেষ কিছু নির্দেশ দেওয়া হয়েছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version