মুম্বাইয়ের এই গণেশের গায়ে কোটি কোটি টাকার গয়না, চোখ ধাঁধিয়ে যাবে! কেন বীমা করতে হল ?

।। প্রথম কলকাতা ।।

মুম্বইয়ের এই গণপতি মোড়া কেজি কোজি সোনা। দিয়ে বাধ্য হয়ে গণেশের জন্য ৩৬০ কোটির বিমা। কী কী অলঙ্কারে সেজেছেন সিদ্ধিদাতা? আয়োজন দেখলে চোখ ধাঁধিয়ে যাবে এই পুজোর বিশেষত্ব কী? ভারতের সবচেয়ে ধনী গণপতির পুজো কীভাবে হচ্ছে জানুন। মুম্বইয়ের অলিতে গলিতে গণেশ পুজো হয়েই থাকে। কিন্তু এই গণপতি সবার থেকে আলাদা। দর্শনে আপনার চোখ আটকে যাবে।

সবচেয়ে ধনী গণপতির পুজো মুম্বইয়ের জিএসবি বোর্ডের পুজো। হাজার হাজার ভক্ত সকাল থেকেই পুজো প্রাঙ্গনে পুজো প্যান্ডেলে ঠাসা ভিড়। পা গলানোর জায়গা নেই। প্রতিমা দেখতে লাইনে দাঁড়িয়ে। এমন অবস্থা যে, না এগনো যাচ্ছে-না পিছনো কিন্তু কষ্ট করে যখন একটু এগিয়ে যাবেন আপনার চোখ আটকে যাবে সিদ্ধিদাতার মূর্তির উপর। বিশালাকার মূর্তি থেকে আলো যেন ঠিকরে পড়ছে এক বিশেষ ধরনের মাটি যার নাম শাদু মাটি। এই প্রতিমা তৈরিতে ব্যবহার করা হয় মাথার মুকুট থেকে গয়না সব সোনার। মুকুট দেখলেই বোঝা যাবে তাতে কত কেজি সোনা রয়েছে। এবছর গণেশ মূর্তি সাজানো হয়েছে ৬৬ কেজি সোনা দিয়ে। শুধু তাই নয়! যে সিংহাসনে গণপতি বসে রয়েছেন সেটাও পুরোটা রুপোর। মোট ২৯৫ কেজির রুপো ব্যবহার করা হয়েছে। পুজো উপলক্ষ্যে ৩৬০ কোটির বিমা করিয়েছে জিএসবি সেবা মণ্ডল। শুধু এই গয়নার জন্য ৩৮.৪৭ কোটির বিমা।

গণপতিকে দেখার জন্য দীর্ঘ লাইন। একটিবার দর্শন করতে মহারাষ্ট্র শুধু নয় অন্য রাজ্য থেকেও মানুষ আসেন। জিএসবি গণপতি পুজো পাঁচ দিন ধরে চলে। এই এতো অলঙ্কারের জন্য এবার বিশেষ কড়াকড়ি। গণেশ পুজোয় বিমায় কী কী থাকছে? এত বিশালাকায় মূর্তি ভূমিকম্প কিংবা ভারী বৃষ্টিতে মারাত্মক ক্ষতি হতে পারে শুধু তাই নয়, মূর্তি ক্ষতিগ্রস্থ হলে বিপদের আশঙ্কা রয়েছে আশেপাশে থাকা মানুষজনেরও। ৩০ কোটির বিমা মণ্ডপ ও দর্শনার্থীদের সুরক্ষার জন্যে প্রাকৃতিক বিপর্যয়ের কথা মাথায় রেখে ২ কোটির বিমা হয়েছে। দুর্ঘটনার জন্য রয়েছে ২৮৯.৫০ কোটির বিমা। এই পুজোর আয়োজন দেখলে সত্যি হা হয়ে যাওয়ার মত। কয়েকশো পুরোহিত দিনরাত লাড্ডু বানিয়ে চলেছেন। মহাযজ্ঞ চলবে সারাদিন। উৎসবে ২৪ ঘণ্টা ধরেই মণ্ডপে চলে আরতি ও পূজা। এই গণপতির কাছে প্রচুর মানুষ মানত করেন নিজের ওজনের পুজোর সামগ্রী দিয়ে পুজো দেন। দাড়িপাল্লা দিয়ে রীতিমত মাপা হয়। এতো ভক্ত এসছেন কিন্তু কোথাও কোনও ধাক্কাধাক্কি নেই লাইন করে একে একে এগিয়ে যাচ্ছেন ভক্তরা।

গণেশ পুজো উপলক্ষ্যে সেজে উঠছে মুম্বই। মহারাষ্ট্রে গণপতি বাপ্পার পুজোর বাঙালির দুর্গাপুজো থেকে কম কিছু নয়। এই পুজো নিয়ে শহরাবাসীর উত্তেজনা থাকে তুঙ্গে। গণেশ চতুর্থীর উৎসবে আমাদের প্রায় গোটা দেশ গা ভাসালেও মহারাষ্ট্র সেই তালিকায় সকলের উপরেই রয়ে গিয়ে গিয়েছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version