২০২২ সালে গুগলে সবচেয়ে বেশি কি কি সার্চ করল ভারতবাসী? রইল সম্পূর্ণ লিস্ট

Google Year in Search 2022: ফুটবল বিশ্বকাপকে ছাড়িয়ে চলতি বছর গুগলে সবচেয়ে বেশি ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ সার্চ (IPL) করেছে ভারতবাসী। তালিকায় আর কোন কোন বিষয় রয়েছে দেখে নিন।

।। প্রথম কলকাতা ।।

সম্প্রতি ‘গুগল ইয়ার ইন সার্চ ২০২২’ রিপোর্ট প্রকাশ করেছে বিশ্বের বৃহতম সার্চ ইঞ্জিন গুগল। গত ১২ মাসে ইউজাররা কোন কোন বিষয়ে উদ্বিগ্ন অর্থাৎ তারা সেটি গুগলে সার্চ করেছে সেই তালিকা তুলে ধরেছে এই রিপোর্ট। এই সার্চ লিস্টের তালিকা বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করেছে গুগল যেমন – সিনেমা, স্পোর্টস, নিয়ার মে (Near Me) ইত্যাদি।

এই মুহূর্তে গুগলে সবচেয়ে বেশি ট্রেন্ডিং কাতার ফুটবল বিশ্বকাপ (Qatar Football World Cup 2022)। কিন্তু যদি গত ১২ মাসের হিসাব বলছে বিশ্বকাপকেও ছাড়িয়ে গিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়াম লীগ (IPL)।

সবচেয়ে বেশি সার্চ হয়েছে

ক্রিকেট পাগল দেশ ভারতবাসীর সার্চ তালিকায় একদম প্রথমে রয়েছে আইপিএল। ২০২২ সালের গুগল কিওয়ার্ড তালিকায় আইপিএলের পরে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে কো-উইন (Cowin), ফিফা ওয়ার্ল্ড কাপ (FIFA World Cup) এবং এশিয়া কাপ (Asia Cup)। পঞ্চম স্থানে রয়েছে আইসিসি টি-টয়েন্টি ওয়ার্ল্ড কাপ (ICC T20 World Cup)।

What is ক্যাটাগরিতে সবচেয়ে বেশি সার্চ হয়েছে?

‘হোয়াট ইজ বা What is’ এই ক্যাটাগরিতে ভারতবাসী সবচেয়ে বেশি সার্চ করেছে হোয়াট ইজ অগ্নিপথ স্কিম (What is Agneepath Scheme)। যা চলতি বছর শুরুতে সেনাবাহিনী নিয়োগের জন্য নতুন প্রকল্প নিয়ে এসেছিলো সরকার। এই ক্যাটাগরিতে পরবর্তী স্থানগুলিতে রয়েছে NATO, NFT, PFI এবং স্কোয়ার রুট অফ ৪।

 

আরও পড়ুন : Best Smartwatch under 2000: ২ হাজার টাকার নিচে সেরা পাঁচ স্মার্টওয়াচ, মিলবে ব্লুটুথ কলিংও

 

How to ক্যাটাগরিতে সবচেয়ে বেশি সার্চ হয়েছে?

‘হাউ টু বা How to’ ক্যাটাগরিতে শীর্ষ স্থানে রয়েছে ‘How to Download PTRC Challan’, ‘Drink Pornstar Martini’, ‘e-shram Card’, এবং ‘Stop Motions during pregnancy’।

Near me ক্যাটাগরিতে সবচেয়ে বেশি সার্চ হয়েছে?

যেহেতু দেশের প্রায় অনেক মানুষই কোভিড ভ্যাকসিন নিয়ে ফেলেছেন এবং পরবর্তী ডোজ নিতে চলেছেন তাই স্বাভাবিক ভাবেই ‘নিয়ার মি বা Near me’ ক্যাটাগরিতে সর্বাধিক সার্চ হয়েছে – ‘covid vaccine near me’, তারপর ‘swimming pool near me’, ‘water park near me’, ‘movies near me’, এবং ‘takeout restaurants open now near me।

Cinema ক্যাটাগরিতে সবচেয়ে বেশি সার্চ হয়েছে?

গুগল সার্চের সামগ্রিক তালিকায় সপ্তম ও নবম স্থানে রয়েছে দুটি সিনেমা – ব্রহ্মাস্ত্র (Brahmastra) এবং কেজিএফ চ্যাপ্টার ২ (KGF: Chapter 2)। এ ছাড়া সিনেমা ক্যাটাগরিতে দ্য কাশ্মীর ফাইল (The Kashmir Files), আরআরআর (RRR), এবং কানতারা (Kantara) সবচেয়ে বেশি সার্চ করেছে মানুষ।

 

আরও পড়ুন : মাত্র 50,000 এ নতুন Apple iPhone 14! ফ্লিপকার্টের এই ডিল মিস করবেন না

 

News ক্যাটাগরিতে সবচেয়ে বেশি সার্চ হয়েছে?

নিউজ ক্যাটাগরিতে সংগীতশিল্পী লতা মঙ্গেশকর ও সিধু মুস ওয়ালার মৃত্যু সবচেয়ে বেশি সার্চ করেছে মানুষ। এরপরে রয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ইউপি ইলেকশন এবং কোভিড-১৯ কেসেস।

ব্যক্তিদের তালিকায় সবচেয়ে বেশি সার্চ এসেছে?

টপ পার্সোনালিটিজ ক্যাটাগরিতে সর্বাধিক সার্চ হয়েছে বিজেপি নেত্রী নুপুর শর্মা, ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, ব্রিটেনের নবনিযুক্ত প্রধানমন্ত্রী ঋষি সুনাক, ব্যবসায়ী ললিত মোদী এবং বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন।

Exit mobile version