মাত্র 50,000 এ নতুন Apple iPhone 14! ফ্লিপকার্টের এই ডিল মিস করবেন না

iPhone 14 at 50K in Flipkart: দুর্দান্ত ডিসকাউন্ট Apple নতুন সিরিজ iPhone 14 স্মার্টফোনে। ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে এটি পাওয়া যাচ্ছে প্রায় 50 হাজার টাকা মূল্যে।

।। প্রথম কলকাতা ।।

চলতি বছর লঞ্চ হয়েছে Apple iPhone 14 মডেল। যা কেনার জন্য ভারত থেকে দুবাই পর্যন্ত যাত্রা করেছে অনেকে। তবে সম্প্রতি ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট এটি দারুন ডিসকাউন্ট সহ তালিকাভুক্ত করেছে ওয়েবসাইটে। এমনকি এই ডিসকাউন্ট দীপাবলি সেল (Diwali Sale) চলাকালীনও পাওয়া যায়নি। এটির আসল দাম 79,900 টাকা থেকে প্রায় 28 হাজার টাকা ডিসকাউন্টে এটি উপলব্ধ। অর্থাৎ নূন্যতম 51,900 টাকায় বাড়ি নিয়ে আসতে পারেন iPhone 14।

iPhone 14 অফার

কীভাবে এত কম মূল্যে পাবেন? এ ক্ষেত্রে বলে রাখি, কোনো একটি নির্দিষ্ট অফারের আওতায় নয়, একাধিক অফারের সমন্বয়ে iPhone 14 এত কম দামে পাবেন। ফ্লিপকার্টে এটি তালিকাভুক্ত হয়েছে আসল দামের থেকে 2,500 টাকা ডিসকাউন্টে – 77,400 টাকায়। এর উপর আরও 5 হাজার টাকার ডিসকাউন্ট মিলবে যদি HDFC ব্যাঙ্কের ডেবিট/ক্রেডিট কার্ড দিয়ে নন-ইএমআই লেনদেন করা যায়।

উপরন্তু, ফ্লিপকার্ট আরও 3 হাজার টাকার এক্সচেঞ্জ বোনাস অফার করছে এবং যে সব গ্রাহক পুরোনো স্মার্টফোন এক্সচেঞ্জ করে এটি কিনবেন তারা 20,500 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ভ্যালু পাবেন। তবে এক্সচেঞ্জ ভ্যালুর সর্বোচ্চ মূল্য পাওয়ার জন্য আপনার স্মার্টফোনের অবস্থা অনেক ভালো থাকা দরকার।

 

আরও পড়ুন : Dubai : আইফোন কিনতে ভারত থেকে দুবাইয়ে ছুঁটে যায় মানুষ, কিন্তু কেন?

 

iPhone 12 গ্রাহকরা এক্সচেঞ্জ করে এই সর্বোচ্চ মূল্য লাভ করতে পারবে। iPhone 11 গ্রাহকরা পাবেন 15,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ভ্যালু। Samsung Galaxy S20 ফোনের ক্ষেত্রে মিলবে 12,450 টাকা এক্সচেঞ্জ ভ্যালু। OnePlus 7T গ্রাহকরা পাবেন 10,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট।

একনজরে iPhone 14 এর ফাচার্স

এই স্মার্টফোনের বেশিরভাগ ফিচারই iPhone 13 এর সমান। তবে অতিরিক্ত ভাবে যেগুলি মিলবে 6.1 ইঞ্চি OLED ডিসপ্লে, উন্নত A15 বায়োনিক চিপসেট। 12 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, বড় সেন্সর এবং অ্যাপারচার। এতে রয়েছে ক্র্যাশ সনাক্তকরণ এবং একটি নতুন ফোটোনিক ইঞ্জিন যা কম আলোতেও ভালো ছবি তুলতে সাহায্য করে, রয়েছে অটো-ফোকাস ফিচারও।

Exit mobile version