Duare Sarkar: রাজ্যে ১ লক্ষেরও বেশি দুয়ারে সরকারের ক্যাম্প! লোকসভা নির্বাচনের আগে উদ্যোগী রাজ্য সরকার

।। প্রথম কলকাতা ।।

Duare Sarkar: রাজ্যে হবে ফের শুরু হতে চলেছে ‘দুয়ারে সরকার’। আগামী ১৫ই ডিসেম্বর থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত হবে দুয়ারে সরকার। দেশের সেরা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ‘দুয়ারে সরকার’। এর আগেও নাগরিক পরিষেবা উন্নয়নে পশ্চিমবঙ্গ সরকারের একাধিক প্রকল্প পথ দেখিয়েছে গোটা দেশকে। কখনো জাতীয় স্তরে কখনো বা আন্তর্জাতিক স্তরে মিলেছে স্বীকৃতি। দুয়ারে সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিকপ্রসূত।

উল্লেখ্য, আর কয়েক মাস বাদেই লোকসভা নির্বাচন। রাজ্য জুড়ে এবার দুয়ারে সরকারের ক্যাম্প হবে এক লক্ষেরও বেশি। শুধু তাই নয়, এই ক্যাম্প থেকে আবেদন করা যাবে সমস্ত সরকারি প্রকল্পের জন্যই। অষ্টম দফার দুয়ারে সরকার কর্মসূচি চালু করার প্রাক্কালে জেলা প্রশাসনের বিভিন্ন দফতরের পদস্থ কর্তাদের নিয়ে বৈঠক করেন জেলার জেলাশাসকরা। জানা গেছে, সপ্তম দুয়ারে সরকার শিবিরে ৩৫টি প্রকল্প ছিল। এবার আরও একটি প্রকল্প বাড়ানো হয়েছে।

জানা গেছে, ৩৬ টি পরিষেবা এবারের কর্মসূচিতে মোট পাওয়া যাবে। কন্যাশ্রী, লক্ষ্মী ভাণ্ডার, বার্ধক্যভাতা, স্বাস্থ্যসাথীর মতো একগুচ্ছ প্রকল্পে সহায়তা পাওয়া যাবে। জাতিগত শংসাপত্র নিয়ে কেন্দ্র সরকারের নিয়ম মেনে হবে। নিশ্চিত করা হবে দুয়ারে সরকারে যোগ্যরা যাতে সংশাপত্র থেকে বঞ্চিত না হন।

খবর মিলেছে, কাজ করা যাবে সমস্ত জেলায় জেলায় বিডিওদের সঙ্গে সমন্বয় রেখে। ভ্রাম্যমান শিবিরের সংখ্যা বাড়বে দুর্গম এলাকায়। শুধু তাই নয়, ৪০ জন আইএএস আধিকারিক গোটা বিষয়টি তদারকি করবেন । সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য, জেলা ও ব্লক স্তরে মোট ৪৭৩টি কন্ট্রোল রুম খোলার। যার জন্য চালু হয়েছে একটি টোল ফ্রি হেল্প লাইন নম্বর। যার নম্বর হল ১৮০০ ৩৪৫ ০১১৭ ।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version