৭৫ দিনে মোদীর মাস্টারস্ট্রোক! নির্বাচনের ট্রাম্পকার্ড জি২০ ? বড় চমক নভেম্বরে

।। প্রথম কলকাতা ।।

মাত্র ৭৫ দিন ভারতের হাতে, নির্বাচনের আগে মোদীর মাস্টারস্ট্রোকে জমবে খেলা। ৮ সপ্তাহের মধ্যে ফের লিডার ভারত, ভার্চুয়াল জি২০ সামিট নিয়ে ঘনাচ্ছে রহস্য।তাহলে জি২০-র সাক্সেস রেট’ই লোকসভা নির্বাচনে তুরুপের তাস? মোদীর ঘোষণা বিরোধীদের বুক ঢিবঢিব বাড়াচ্ছে, জি২০-র শেষবেলায় বড় চমক। ছকভাঙা জার্নির পেছনে কোন অঙ্ক কষছে মোদী সরকার? জি২০ ‘কূটনীতির চাণক্য’ টিম মোদী ঘোরাবে খেলা?

আরও একবার কাজ করবে “মোদী ম্যাজিক”? দিল্লীর জি২০ সামিট এই প্রশ্নটাই যেন উসকে দিল। তাই মানুষের মন পড়ে আরও একবার লিডার হওয়ার সাহস দেখালো ভারত। পাখির চোখ ২০২৪-এর লোকসভা ভোট। তার আগেই নভেম্বরের শেষে ভারতের নেতৃত্বে আরও একটি জি২০ সম্মেলন করার প্রস্তাব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। নিঃসন্দেহে বড় একটা চমক। কী বলেছেন সেটা গুরুত্বপূর্ণ। নভেম্বর পর্যন্ত জি২০ সভাপতিত্বের দায়িত্ব ভারতের হাতে। এখনও আড়াই মাস বাকি। এই দু’দিনে সবাই অনেক বক্তব্য তুলে ধরেছে, পরামর্শ দিয়েছে, প্রস্তাব রেখেছে। অগ্রগতি কী ভাবে ত্বরান্বিত করা যায়, তা দেখার জন্য যে পরামর্শ এসেছে, আর তা পর্যালোচনা করার জন্যই নভেম্বরের শেষে জি-২০ শীর্ষ সম্মেলনের আরেকটা ভার্চুয়াল অধিবেশন করার প্রস্তাব প্রধানমন্ত্রীর।

মানে, ভারতমণ্ডপমে সমাপ্তি বক্তৃতার মাঝে জি২০-র আগামী সভাপতি ব্রাজ়িলের প্রেসিডেন্টের হাতে দায়িত্ব ভার তুলে দেওয়ার পরেও, ছকভাঙা খেলায় কার্যত সুপারহিট মোদী যদিও সংশ্লিষ্ট মহলের বক্তব্য, মোদীর এই ছকভাঙা জার্নির পিছনে আসলে থাকে একটি সুনির্দিষ্ট হিসাব কষা রাজনৈতিক ছক। যা তিনি কখনই সামনে আনেন না। এখন একটাই ফোকাস নভেম্বর এর জি ২০। জি ২০-র লাভ তোলাই লক্ষ্য। তাহলে কী জি২০-র ‘সাক্সেস’ই প্রচারের হাতিয়ার? কূটনৈতিক শিবির বলছে, এই ঘটনা জি২০-র ক্ষেত্রে একান্তই বিরল। একই রাষ্ট্রের সভাপতিত্বে আট সপ্তাহের মধ্যে পর পর দু’টি শীর্ষ পর্যায়ের জি২০ অধিবেশন আগে কখনওই হয়নি।

টিম মোদী ও বারবার বলেছে, এ বারের জি২০ বিশ্বে ভারতের বিস্তৃত এক আলেখ্য তৈরি করল। যে জি২০ নির্বাচনের আগে ভারতবাসীর মনে দাগ কাটলো। বিশ্ব দরবারে ভারতের এক অনন্য পজিশন তৈরি করল জি২০-কে মনে রাখতে হবে ভারত এবং সমস্ত দক্ষিণ বিন্দুর দেশগুলিকে আন্তর্জাতিক বদলের প্রধান কান্ডারি হয়ে ওঠার কারণেও। অলরেডি জি২০র সাক্সেস ভারতকে একটা অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে, তাই নভেম্বরের জি২০ অবশ্যই মোদী সরকার এর তরফে একটা বড় চমক।গায়ের জোরে নয়, স্রেফ কূটনৈতিক চালে আরও একবার সাক্সেসফুল হওয়ার টার্গেট। লিড ভোকাল- ভারতই। চব্বিশের ভোটের আগে, বিরোধীদের জোট গড়ার আষ্ফালনের মধ্যে জি২০-র মঞ্চে মোদী সরকারের ‘বিরাট সাফল্য’ নিশ্চিত ভাবেই গেরুয়া শিবিরকে বাড়তি মাইলেজ দেবে বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version