।। প্রথম কলকাতা ।।
Olympics 2036 in India: খেলার দুনিয়ায় মোদীর ধামাকা। ভারতের মাটিতে অলিম্পিকের জাল বুনছে নয়াদিল্লি। কি এমন ঘটতে যাচ্ছে ২০৩৬ এ? কী হাসিল করতে সব রকম চেষ্টা চালাবে ভারত? প্যারিস ঘোরাবে খেলা, প্রতিবেশী দেশ যা পারেনি, এবার সেটাই করে দেখাবে ভারত। ১৪০ কোটি ভারতীয়কে কী দেখাতে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ?২০২৯ এর চমকটা আগে দেখে নিন। ১২ বছর পর তাবড় তাবড় দেশের সঙ্গে টক্কর হবে ভারতের। স্বপ্ন ছিল, কিন্তু সেই স্বপ্ন পূরণের পথে ভারত যেভাবে এগোচ্ছে তা ১৪০ কোটি ভারতীয় কী কল্পনা করতে পেরেছিল? একেই বলে মোদি ম্যাজিক।
এবার ভারতে অলিম্পিক আনার সবরকম চেষ্টা চালাবে ভারত। অলরেডি একথা ঘোষণা করে দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৪০ বছর পর ভারতে আয়োজিত আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বৈঠকের উদ্বোধনী মঞ্চেই প্রধানমন্ত্রী নিজের প্ল্যান রিভিল করলেন। পরিষ্কারভাবে জানিয়ে দিলেন, ভারত ২০৩৬-এ অলিম্পিক আয়োজন করতে চায়। এটা ১৪০ কোটি ভারতবাসীর স্বপ্ন। বললেন, “সবার সমর্থন নিয়ে এই স্বপ্ন সত্যি করার চেষ্টা করব।” আশা রেখে বলেছেন, অলিম্পিক কমিটিও ভারতকে সাহায্য করবে। তবে এখানেই চমকের শেষ নয়।২০২৯-এর যুব অলিম্পিকও ভারতে করার চেষ্টা চলছে বলে জানিয়ে দিলেন মোদী, ভাবা যায়? ভারত কিনা লস অ্যাঞ্জেলস, ব্রিসবেনের সঙ্গে টেক্কা দিচ্ছে?
হ্যাঁ, কারণ প্যারিসের পরে অলিম্পিকের দুটি সংস্করণ লস অ্যাঞ্জেলসে ২০২৮ সালে, আর ২০৩২ সালে ব্রিসবেনে হওয়ার বিষয়টি কনফার্ম হয়ে গেছে। তাই এখন থেকেই
২০৩৬ অলিম্পিক আয়োজনের দায়িত্ব পাওয়ার দৌড়ে ঢুকে পড়তে চাইছে ভারত। যে দৌড়ে জেতার ক্ষেত্রে প্যারিসের পারফরম্যান্স অনুঘটকের কাজ করবে বলে মনে করছে ক্রীড়া মহল। কারণ, আমাদের মনে রাখতে হবে সদ্য শেষ হওয়া এশিয়ান গেমস থেকে ভারতীয় অ্যাথলিটরা এ বার তিন অঙ্কের পদক নিয়ে দেশে ফিরেছে। সব রেকর্ড ভেঙে হানঝাউ গেমসে ভারতের অ্যাথলিটরা ১০৭ পদক পেয়েছেন। যা প্যারিস অলিম্পিকে ভারতের পদকের প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে। আর তাই এ বার হানঝাউ গেমসে টিম ইন্ডিয়ার সাফল্য দেখে ভারতীয় অলিম্পিক সংস্থার সভাপতি পিটি উষাও বলেছিলেন, “সময় এসেছে ভারতের অলিম্পিক আয়োজনের দাবি জানানোর।”
তার পরই খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০৩৬ অলিম্পিকের আয়োজনের জল্পনা উসকে দিলেন। তবে, এটাও ঠিক ভারতকে লড়তে হবে। নাহলে ২০৩৬ সালে ভারতে অলিম্পিক আনা এতটাও সোজা হবে না। কারণ অলরেডি ২০৩৬ সালে অলিম্পিক আয়োজন করার দাবি জানিয়ে দিয়েছে পোল্যান্ড, ইন্দোনেশিয়া এবং মেক্সিকো। কিন্তু তাতে কী? মুম্বইয়ে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির ১৪১তম অধিবেশনের বৈঠক উদ্বোধনে মোদী বলে দিয়েছেন যে অলিম্পিক আয়োজন করতে দেশ কোনও রকম খামিত রাখবে না। তাই, এখন শুধু IOC-র থেকে গ্রীন সিগন্যাল পাওয়ার অপেক্ষা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম