মোদী স্ট্র্যাটেজি সুপারহিট, রাশিয়া-ইরাকের তেল ছেয়ে যাচ্ছে ভারতে, সৌদি ফেইল!

।। প্রথম কলকাতা ।।

রাশিয়া থেকে ভারতে তেলের স্রোত বইছে। ইরাক থেকেও হুহু করে তেল ঢুকছে। ভারতের মাটিতে ছক্কা হাঁকাচ্ছে দুই দেশ। ফেইল করছে সৌদি। একেবারে জমজমাট স্ট্র্যাটেজি, কিভাবে তেল রফতানিতে টপার পুতিনের রাশিয়া? ভারত ও কি কিছু কম যায়? দেখুন মোদীর ক্যারিশ্মা। অগাস্টের ছবি ঘুরে গেছে। সেপ্টেম্বর অক্টোবরে তাক লাগাচ্ছে মস্কো। রাশিয়া-ইরাক থেকে ভারতে তেল কী পরিমাণ তেল আসছে ধারণা নেই। সেপ্টেম্বর মাসে ভারত রাশিয়া থেকে অগাস্টের তুলনায় ১৬% বেশি তেল কিনেছে। ইরাক ও কিছু কম যাচ্ছেনা। ইরাক থেকে ভারতে আসা তেল আগস্টের তুলনায় সেপ্টেম্বরে ১৭% বেড়েছে। অথচ, অগাস্টেই রাশিয়া থেকে ভারতে আসা তেলের পরিমাণ সাত মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছিল। তাহলে কী এমন হলো, কোন চালে ছক্কা হাঁকালেন পুতিন? যে রাশিয়া থেকে ভারতে অপরিশোধিত তেল ঢোকার পরিমাণ এক ঝটকায় এতোটা বেড়ে গেল?

বিশেষজ্ঞরা বলছেন, সস্তা দামের কারণে রাশিয়া থেকে ভারতের তেল কেনার পরিমাণ বেড়েছে। ইরাকের ক্ষেত্রেও ইক্যুয়েশন টা এক। ভারত যদি মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে তেল কিনতে চায়, তাহলে ইরাককেই বেশি প্রায়োরিটি দেবে-দিচ্ছেও। কারণ সৌদি আরবের চেয়ে ইরাকের অপরিশোধিত তেল বেশ খানিকটা সস্তা। তো খুব স্বাভাবিকভাবেই ভারত নিজের লাভটা দেখবে। আর ঠিক এই কারণেই সৌদি আরব থেকে অপরিশোধিত তেল আমদানি কমেছে ভারতে। আগস্টে সৌদি আরব থেকে ১৯% তেল আমদানি করেছিল ভারত, যা সেপ্টেম্বরে নেমে আসে ১৩% আপাতত, রাশিয়া, ভারতে তেলের প্রথম বৃহত্তম রফতানিকারক দেশ। দ্বিতীয় স্থানে ইরাক, তৃতীয়তে সৌদি। তেল রফতানিকারক দেশ হিসাবে ভারত ও পিছিয়ে নেই।

ভারতের পরিশোধিত তেল ও হুহু করে ছড়িয়ে যাচ্ছে গোটা বিশ্বে। গুছিয়ে তেল এক্সপার্ট করছে ভারত। ভারতই তো পারবে। মনে করে দেখুন, পশ্চিমা দেশগুলোর আপত্তি অগ্রাহ্য করে রাশিয়া থেকে সস্তায় তেল কেনা চালিয়ে গেছে ভারত। অভ্যন্তরীণ চাহিদা মেটানোর জন্য তো বটেই, বিদেশেও এই তেল রফতানি করার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। আর তাতেই চেনা ছবি পাল্টে গেছে। বলতেই হচ্ছে, বিশ্ব অর্থনীতির এই গুরুত্বপূর্ণ খাতে ভারত একেবারে দুর্দান্ত খেলোয়াড় হিসাবে ফ্রন্টলাইনে এসে দাঁড়িয়েছে। তেল এক্সপোর্টে কম্পিটিশন চালাচ্ছে বড় বড় তেল উৎপাদক দেশের সাথে ভারত। এটাই তো ভারতের মাহাত্ম্য।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version