Narendra Modi: দেশজুড়ে কোভিড সতর্কতা, পরিস্থিতি পর্যালোচনায় উচ্চ পর্যায়ের বৈঠকে মোদী

।। প্রথম কলকাতা ।।

Narendra Modi: ফের নতুন করে চিনে মাথাচাড়া দিয়ে উঠেছে করোনা। এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে, বেজিংয়ের শ্মশানে শব দাহ করার জায়গা পর্যন্ত হচ্ছে না। এরই মধ্যে ওমিক্রণের সাব ভ্যারিয়েন্ট বিএফ৭-এর হদিশ পাওয়া গিয়েছে দেশে। তাই এবার দেশের কোভিড পরিস্থিতি নিয়ে পর্যালোচনায় আজ, বৃহস্পতিবার বৈঠকে বসবেন নরেন্দ্র মোদী (Narendra Modi)।

BF.7-এর দুটি কেস গুজরাটে এবং দুটি ওড়িশায় পাওয়া গিয়েছে। প্রথম সংক্রমিতের খোঁজ পাওয়া গিয়েছে গত অক্টোবরে। NDTV সংবাদমাধ্যমকে গুজরাটের (Gujarat) স্বাস্থ্য বিভাগ জানিয়েছে যে, ওমিক্রণের বিএফ৭ এবং বিএফ১২-এ সংক্রমিত রোগীদের হোম আইসোলেশনে চিকিৎসা করা হয় এবং এখন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন তাঁরা। এদিকে গতকাল কেন্দ্রের পক্ষ থেকে মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। তবে আপাতত কোনও প্রোটোকল নেই।

নয়া দিল্লি জানিয়েছে, আতঙ্কের কোনও কারণ নেই। স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য বলেছেন, লোকেদের ঘনবসতিপূর্ণ এলাকায় মাস্ক পরা উচিত। অন্যদিকে বিভিন্ন বিমানবন্দরে কোভিড-১৯-এর জন্য বিদেশী যাত্রীদের র‍্যাপিড টেস্টের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রিপোর্ট অনুযায়ী, বর্তমানে দেশে দশটি কোভিড ভ্যারিয়েন্ট রয়েছে, সর্বশেষ হল BF.7। চিন ‘জিরো-কোভিড’ বিধি ভেঙে দেওয়ার পরই, সেখানকার করোনা পরিস্থিতি ফের নতুন করে বিশ্বব্যাপী উদ্বেগ তৈরি করেছে। স্বাস্থ্যমন্ত্রীর কথায়, ‘কোভিড এখনও শেষ হয়নি। আমি সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে এবং নজরদারি জোরদার করার নির্দেশ দিয়েছি। আমরা যে কোনও পরিস্থিতির মোকাবিলা করতে প্রস্তুত’।

দেশে ২৪ ঘন্টার মধ্যে ১২৯টি নতুন সংক্রমণের খবর পাওয়া গিয়েছে এবং সক্রিয় মামলার সংখ্যা বর্তমানে ৩,৪০৮-এ এসে দাঁড়িয়েছে। এদিকে চিন, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং বেলজিয়াম, জার্মানি, ফ্রান্স ও ডেনমার্কের মতো ইউরোপীয় দেশগুলিতে BF.7-এর খোঁজ পাওয়া গিয়েছে। এই মর্মে বিভিন্ন রাজ্য তাদের কোভিড প্রোটোকল প্রস্তুত করছে। বিএফ৭ হল Omicron ভ্যারিয়েন্ট BA.5-এর একটি উপ-বংশ এবং এটি অত্যন্ত সংক্রামক। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে, টিকা নেওয়া ব্যক্তিদেরও পুনরায় সংক্রমিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version