West Bengal Weather Update: ধেয়ে আসছে ‘মিগজাউম’, কেমন থাকবে বাংলার আবহাওয়া ?

।। প্রথম কলকাতা।।

West Bengal Weather Update: কার্যত শীতের পথে কাঁটা ঘূর্ণিঝড়। আরও বাড়ল রাতের তাপমাত্রা। আগামী সপ্তাহে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রাজ্যের বেশ কিছু জেলাতে। সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে দক্ষিণবঙ্গের উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে। ‘মিউগাজম’এর প্রভাবে বঙ্গে বিঘ্নিত হবে শীতের আগমন। দক্ষিণবঙ্গে (South Bengal) আগামী মঙ্গবার ও বুধবার থেকে আংশিক মেঘলা আকাশ থাকবে। কলকাতা-সহ ১০ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা কলকাতা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া ও পূর্ব বর্ধমানে। সপ্তাহান্তে উপকূলীয় এলাকাগুলির হাওয়া বদলের সম্ভাবনা প্রবল। হাওয়া অফিস সূত্রে খবর মিলেছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে রয়েছে নিম্নচাপ। তা এগোচ্ছে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে।

মিগজাউমের ল্যান্ডফল কোথায়?

আবহাওয়া দপ্তর সূত্রে খবর মিলেছে,৪ ডিসেম্বর অর্থাৎ সোমবার দুপুরে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এবং উত্তর তামিলনাড়ু সংলগ্ন বঙ্গোপসাগরের পশ্চিম-মধ্যভাগে পৌঁছবে। ৫ ডিসেম্বর অর্থাৎ মঙ্গলবার দুপুর নাগাদ নেল্লোর এবং মাছিলিপত্তনমের মাঝখান দিয়ে দক্ষিণ অন্ধ্রপ্রবেশে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়। ৩ ও ৪ তারিখ বাংলার কোথাও কোনও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গ ও দক্ষিবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে। কিছু জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকতে পারে।

গতিবেগ কেমন থাকবে?

এই ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৮০-৯০ কিলোমিটার। দমকা হাওয়ার গতিবেগ ১০০ কিলোমিটার ছাড়াতে পারে।

উল্লেখ্য, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ক্রমেশ ফুঁসছে ঘূর্ণিঝড় মিগজাউম। শেষ পাওয়া খবর অনুযায়ী , এই ঘূর্ণিঝড় পুদুচেরি থেকে পূর্ব ও দক্ষিণপূর্ব দিকে ৬৩০ কিলোমিটার দূরে রয়েছে। ৭৪০ কিলোমিটার দূরে রয়েছে নেল্লোর থেকে দক্ষিণপূর্বে এই ঘূর্ণিঝড়টি। তাপমাত্রার কোনও পতনের নতুন করে সম্ভাবনা নেই। বরং কিছুটা ১-২ ডিগ্রি বাড়তে পারে বা যেটা আছে সেটাই থাকবে। আপাতত ৪ ডিসেম্বর পর্যন্ত শীতের আমেজ উধাও হবে দক্ষিণবঙ্গে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

 

Exit mobile version