RAW: পাকিস্তান-চিনে মাস্টারপিস RAW-র নয়া প্রধান, বদলে যেতে পারে স্ট্র্যাটেজি! ঘুম উড়বে খালিস্তানিদের

।। প্রথম কলকাতা ।।

RAW: চিনের ঘুম উড়ে গেল RAW-র নয়া আপডেট শুনতেই। অজিত ডোভালের কথা তো জানেন। RAW-র নয়া প্রধান রবি সিংয়ের আসল পরিচয় চমকে দেবে আপনাকে। চিন-পাকিস্তানের অলি গলি খোঁজ এক ক্লিকেই। বাংলাদেশে অলিগলিতে কীভাবে কাজ করে RAW? জানেন CIA-মোসাদের জায়গা কীভাবে পৌঁছল RAW! চোখের নিমেষে RAW এর এক একটা অপারেশন৷ যা শুনলে গা শিউরে উঠবে৷ চিনের লাগাতার হুমকির মধ্যে এবার চ্যালেঞ্জ কতটা? জানেন এগজ্যাক্টলি কোন কোন দেশের ওপর নজর রাখে RAW? ভারতের গোয়েন্দা সংস্থা RAWর নতুন চিফ হচ্ছে রবি সিং, কতটা দুর্ধর্ষ রেকর্ড তাঁর? বিশেষজ্ঞরা বলছেন এবার আপাদমস্তক বদলে যেতে পারে রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইংয়ের গোটা স্ট্যাটেজি।

আমেরিকার CIA, ইজরায়েলের মোসাদের পরই নাম নেওয়া হয় ভারতের RAW-র “র”এর গোপন ও দুর্ধর্ষ সব অপারেশন সাধারণত শোনা যায় না। ভারতের নিরাপত্তা রক্ষা করায় এক ও অদ্বিতীয় কাজ RAW-র। পাকিস্তান এখন দুর্বল হলেও চিনের রয়েছে একশ গুণ সাপোর্ট। বড় চ্যালেঞ্জ বিভিন্ন দেশে খলিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদ মাথাচাড়া দিচ্ছে।
ভারতের বাইরে থেকে এই বিচ্ছিন্নতাবাদকে প্রশ্রয় দেওয়া হচ্ছে বলে অভিযোগ। তাতে দেশের অভ্যন্তরেও অশান্তি দানা বাঁধছে। ছত্তিশগড় ক্যাডারের আইপিএস অফিসার রবি সিং RAW-এর দায়িত্ব নিচ্ছেন। রবি সিংকে বলা হয় চিন-পাকিস্তান এক্সপার্ট। র’-এ রবির কাজের অভিজ্ঞতা অন্তত ২০ বছরের। আগে তিনি গুপ্তচর সংস্থার অপারেশনাল উইংয়ের প্রধান ছিলেন। পাকিস্তান থেকে চিন তালুর মতো শত্রুদের চেনেন এই গুপ্তচর সংস্থার প্রধান। তাই এবার যে শত্রুদের হাল বেহাল হবে তা পরিস্কার।

ইন্টালিজেন্স ব্যুরো বা আইবি, নাম শুনেছেন নিশ্চয়। দেশের ভিতরের সবধরণের রাজনৈতিক, কূটনৈতিক কার্যকলাপে নজর রাখে আইবি আর RAW-এর কাজ একই কাজ দেশের বাইরের শত্রুদের ক্ষেত্রে। ১৯৬৮ সালে ২১ সেপ্টেম্বর গঠিত হয়েছিল ভারতের রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং।
প্রথম প্রধান ছিলেন রামেশ্বর নাথ কাও, যাকে ভারতের স্পাইম্যানো বলা হয়। RAW এর মূল মন্ত্রই হল ‘ধর্ম রক্ষতি রক্ষিত’। যার বাংলা অর্থ যে ধর্মকে রক্ষা করে সে সব সময় সুরক্ষিত থাকে। বাংলাদেশ ঠিক কোন কাজটা করে থাকে RAW-এর সিক্রেট এজেন্টরা। আর এবার বর্তমান প্রধান সামন্ত গোয়েল পর RAW-এর রাশ রবি সিংয়ের হাতে। ‘র’-এর বিভিন্ন বিভাগে কাজের দুর্ধর্ষ অভিজ্ঞতা রয়েছে নতুন প্রধানের। রবি অতীতে জম্মু ও কাশ্মীরে দীর্ঘ দিন কাজ করেছেন। সেখানে থাকাকালীন পাকিস্তান নিয়ে মাস্টারপিস রয়েছে তাঁর। শুধু পাকিস্তান নয় উত্তর-পূর্বের সীমান্তে চিনের আনাগোনা আধিপত্য বিস্তারের চেষ্টা তিনি ভাল করেই জানেন। ফলে পাকিস্তানের পাশাপাশি চিন সম্পর্কেও ‘বিশেষজ্ঞ’ নতুন ‘র’ প্রধান।

জানেন চিন-পাকিস্তানের সঙ্গে সঙ্গে সমাজতান্ত্রিক রাষ্ট্র রাশিয়া ওপর তীক্ষ্ণ নজর রাখে RAW ।পাকিস্তানের কখন কোন অস্ত্র ঢুকছে কখন বের হচ্ছে তার সব ইনফো থাকে RAW এর কাছে। ধারনা করা হয় বাংলাদেশে “র” এর মোট ৩০-৪০ হাজার এজেন্ট রয়েছে। বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে দেখা যায় যে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, এনজিও, সরকারী প্রতিষ্ঠান, বাণিজ্যিক সংগঠন ও বিশ্ববিদ্যালয়সহ নানা সরকারী ও বেসরকারি প্রতিষ্ঠানে “র” এর এজেন্ট রয়েছে। একমাত্র প্রধানমন্ত্রী ছাড়া আর কাউকেই জবাব দিহি করতে বাধ্য নয় ভারতের গোয়েন্দা সংস্থা। চিন-পাকিস্তান হুমকির মাঝে খালিস্থানি জঙ্গিদের বাড়বাড়ন্ত এ পরিস্থিতিতে দেশের গুপ্তচর সংস্থার পারদর্শিতার উপর অনেক কিছু নির্ভর করছে এমনটাই বলছেন বিশ্লেষকেরা। উন্নত প্রযুক্তির সঙ্গে রবি সিং-য়ের অভিজ্ঞতা মিশেল আরও কয়েকগুণ শক্তিশালী করবে ‘র’ কে আশা করছেন পর্যবেক্ষকেরা

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version