ইভি বাজারে Maruti-র দাপট! আত্মপ্রকাশ হল 550 কিমি রেঞ্জ বিশিষ্ট EVX গাড়ির

।। প্রথম কলকাতা ।।

অটো এক্সপো ২০২৩ এ আত্মপ্রকাশ হল Maruti Suzuki এর EVX নামক বৈদ্যুতিক গাড়ির কনসেপ্ট। বিদ্যুৎ চালিত যানের তালিকায় এবার নিজেদের নাম নথিভুক্ত করতে চলেছে দেশের সর্ববৃহৎ চার চাকা প্রস্তুতকারক সংস্থা। এই গাড়ির প্রদর্শনীর মেলায় মোট ১৬ টি গাড়ি দেখাতে চলেছে Maruti। যার মধ্যে অবশ্যই নজর কাড়তে চলেছে এই বৈদ্যুতিক মডেলটি। গ্রিন প্রোডাকসনে জোর দিতে ১ হাজার কোটি টাকার লগ্নির পরিকল্পনা করছে Maruti। ভবিষত যে ক্রমশ বৈদ্যুতিক গাড়ির দিকে ঝুঁকছে তা কার্যত স্পষ্ট।

Tata, Mahindra দের মতো ভারতীয় বৈদ্যুতিক বাজারে নিজেদের জমি ধরে রাখতে প্রস্তুত Maruti Suzuki ও। বলে রাখা ভালো, বৈদ্যুতিক গাড়ি উৎপাদনের জন্য আলাদা প্রজেক্ট ‘Imaginext’ গড়ে তুলেছে সংস্থা। যার অধীনেই প্রকাশ পেয়েছে EVX এসইউভি গাড়ি। মারুতির দাবি, এই কনসেপ্ট (যার আদলে বৈদ্যুতিক গাড়িগুলি তৈরি হবে) সিঙ্গেল চার্জে ৫৫০ কিমি রেঞ্জ দিতে সক্ষম। পাওয়ারিংয়ের জন্য মজুত রয়েছে ৬০kwh ব্যাটারি প্যাক।

 

আরো পড়ুন: নবরূপে বাজারে এল Maruti Grand Vitara S-CNG! এক ঝটকায় ২৬ কিমি মাইলেজ

 

গাড়িটির ডিজাইন কিছুটা সংস্থার Baleno গাড়ির থেকে নেওয়া হয়েছে। বিস্তৃত হুইলবেস, কার্ভ ডিজাইনের এক্সটিরিয়র বডি রয়েছে। ব্যাটারির ক্ষেত্রে ‘নিরাপদ প্রযুক্তির’ ব্যবহার করা হবে বলে জানিয়েছে মারুতি। অন্যদিকে গাড়িটির ভিতরে রয়েছে প্রায় সমস্ত কানেক্টড ফিচার যা অন্যান্য উন্নত মানের বৈদ্যুতিক গাড়িতে পরিলক্ষিত হয়।

বৈদ্যুতিক গাড়ি ছাড়াও অটো এক্সপো ২০২৩ এ WagonR ফ্লেক্স ফুয়েল গাড়ির আত্মপ্রকাশ করতে চলেছে মারুতি। পরিবেশ-বান্ধব ফ্লেক্স ফুয়েল প্রযুক্তির উপর নির্মিত এই গাড়ি তুলনামূলক ভালো পারফর্মেন্স প্রদান করবে বলে আশাবাদী মারুতি সুজুকি।

EVX এসইউভি, WagonR ফ্লেক্স-ফুয়েল ছাড়াও, এই অটো এক্সপো মেলায় Grand Vitara ইলেকট্রিক হাইব্রিড, Brezza, XL6, Ciaz, Ertiga, Baleno, Swift সহ ১৬ টি নতুন গাড়ি উন্মোচন করবে Maruti।

Exit mobile version