নবরূপে বাজারে এল Maruti Grand Vitara S-CNG! এক ঝটকায় ২৬ কিমি মাইলেজ

Maruti Grand Vitara S-CNG Launched: আত্মপ্রকাশ হল মারুতি সুজুকির সম্প্রতি লঞ্চ হওয়া Grand Vitara SUV এর সিএনজি ভার্সন গাড়ির।

নবরূপে বাজারে এল Maruti Grand Vitara S-CNG! এক ঝটকায় ২৬ কিমি মাইলেজ

।। প্রথম কলকাতা ।।

পেট্রল ডিজেলের পাশাপাশি সিএনজি গাড়িরও চাহিদা বাড়ছে সময়ের সাথে। বেশ কিছু কারণে সিএনজি গাড়ি বেছে নেওয়াই সর্বোত্তম মনে করছেন গ্রাহকরা। এমতাবস্থায়, বাজারে ঢালাও সিএনজি গাড়ির যোগান না থাকলে আখেরে ক্ষতি গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলিরই। তাই সেই ঝুঁকি না নিয়ে সম্প্রতি লঞ্চ হওয়া Grand Vitara সিএনজি ভার্সন প্রকাশ করলো মারুতি সুজুকি (Maruti Suzuki)। এই নতুন সিএনজি গাড়িটি সংস্থার পরবর্তী জেনারেশন কে সিরিজ ইঞ্জিন দ্বারা চালিত।

যেখানে মিলবে ১.৫ লিটার ডুয়াল জেট ডুয়াল ভিভিটি ইঞ্জিন যার সর্বোচ্চ আউটপুট ৫৫০০ আরপিএম এ ৮৬.৬ bhp এবং ৪২০০ আরপিএম এ ১২১.৫ nm টর্ক। এর সাথে রয়েছে ৫ স্পিড ম্যানুয়াল গিয়ারবক্সের অপসন। গাড়িটির মাইলেজ সংস্থার দাবি অনুযায়ী, ২৬.৬ কিলোমিটার প্রতি কেজি। যা পেট্রল ইঞ্জিনের তুলনায় বেশ ভালোই।

 

আরো পড়ুন: Afeela: গাড়ি চালাতে চালাতে সিনেমা-গেম! তাক লাগিয়ে দিল সনি-হোন্ডা জুটির প্রথম ইলেকট্রিক কার

 

Maruti Grand Vitara S-CNG গাড়ির দাম ও ভেরিয়েন্ট

এই গাড়ি উপলব্ধ দুটি ভেরিয়েন্টে। একটি হল ডেল্টা এবং আরেকটি হল জেটা। গাড়ির দাম শুরু ১২.৮৫ লক্ষ টাকা থেকে যা ভেরিয়েন্ট অনুযায়ী সর্বোচ্চ ১৪.৮৪ লক্ষ টাকা পর্যন্ত রয়েছে। তথ্যের খাতিরে জানিয়ে রাখি, এই গাড়িটি হল মারুতির দেশে ১৪ তম সিএনজি মডেল। নতুন গাড়ি প্রসঙ্গে সংস্থার উচ্চ আধিকারিক শশাঙ্ক শ্রীবাস্তব জানান, ২০২২ সালের সেপ্টেম্বরে লঞ্চ হওয়া এই SUV টি অনেক প্রশংসিত হয়েছ। বিশেষ করে এটির উন্নত পায়ারট্রেনের জন্য। এবার এই গাড়ির সিএনজি ভার্সন প্রকাশের ফলে Grand Vitara এর অবদান আরো প্রসারিত হবে ভারতের অটোমোবাইল সেক্টরে।

গত বছর এই গাড়ির যে মূল মডেলটি লঞ্চ হয়েছিল অর্থাৎ পেট্রল ভার্সন তার সাথে শক্তিশালী ও মাঝারি হাইব্রিড ইঞ্জিনের বিকল্প রেখেছিল সংস্থা। যা এই রেঞ্জের গাড়িগুলিতে খুব একটা চোখে পড়ে না। শুধু তাই নয় এই গাড়ির ডিজাইনও ছিল বেশ আধুনিক।

অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে Maruti Grand Vitara S-CNG গাড়িতে মিলবে ৬ টি এয়ারব্যাগ, স্মার্টপ্লে প্রো +, ইনফমেন্ট সিস্টেম, ওয়্যারলেস অ্যাপেল কার প্লে , অ্যান্ড্রোয়েড অটো, ইন বিল্ট নেক্সট জেনারেশন সুজুকি কানেক্ট এবং ৪০ টির বেশি স্মার্ট ফিচার্স।

Exit mobile version