Afeela: গাড়ি চালাতে চালাতে সিনেমা-গেম! তাক লাগিয়ে দিল সনি-হোন্ডা জুটির প্রথম ইলেকট্রিক কার

Sony Honda EV Car Afeela : আধুনিক বৈশিষ্ট্য সমৃদ্ধ নতুন বৈদ্যুতিক গাড়ির উন্মেচন করল Sony এবং Honda।

Afeela: গাড়ি চালাতে চালাতে সিনেমা-গেম! তাক লাগিয়ে দিল সনি-হোন্ডা জুটির প্রথম ইলেকট্রিক কার

।। প্রথম কলকাতা ।।

বৈদ্যুতিক গাড়ির দুনিয়ায় শিহরণ জাগাবে Sony ও Honda এর যৌথ উদ্যোগে তৈরী নতুন ব্র্যান্ড আফিলা (Afeela)। এদিন লাস ভেগাসে অনুষ্ঠিত কনজিউমার ইলেকট্রনিক্স শো -এ বৈদ্যুতিক গাড়িটির প্রোটোটাইপ উন্মেচন করে দুই সংস্থার সম্মিলিত ব্র্যান্ড বা জয়েন্ট ভেঞ্চার সনি হোন্ডা মোবিলিটি (Sony Honda Mobility)।

চার দরজার এই সেডান গাড়িটি নতুন যুগের সৃষ্টি করবে বলে দাবি সনির। দূষণহীন গাড়িটিতে মজুত রয়েছে প্যানারোমিক ডিজিটাল স্ক্রিন, কোয়ালকম স্ন্যাপড্রাগন ডিজিটাল চেসিস-এর মতো প্রযুক্তি। এমনকি এক রিপোর্ট অনুসারে, এই গাড়িতে প্রসিদ্ধ PS5 গেমেরে সুযোগ-সুবিধাও উপভোগ করতে পারবেন যাত্রীরা।

বৈদ্যুতিক গাড়ির বাজারে আলোড়ন সৃষ্টিকারী Afeela এর কিছু বৈশিষ্ট্য –

– লেভেল তিন অটোনোমাস ড্রাইভিং
– ২১ ইঞ্চি হুইল
– ফ্রন্টে মিডিয়া বার যেখান থেকে আবহাওয়া ও চার্জিং সংক্রান্ত তথ্য মিলবে
– ডিজিটাল সাইড মিরর
– প্যানারোমিক স্ক্রিন
– কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রযুক্তি
– আর্টফিসিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম
– ফ্রন্টে ডাবল হুইসবোন সাসপেনশন এবং রিয়ারে অল হুইল ড্রাইভ সহ মাল্টি লিংক সাসপেনশন
– নিরাপত্তার জন্য ৪৫ টি ক্যামেরা ও সেন্সর

Afeela গাড়িতে মিলতে পারে বিল্ট-ইন PS5 –

একাধিক অটোমোবিলে রিপোর্টে দাবি, এই বৈদ্যুতিক গাড়িতে দেখা যেতে পারে বিল্ট-ইন PS5 গেমিং কনসোল। যা গেমারদেরকে পরম আনন্দ প্রদান করতে পারে। যদিও সংস্থাদ্বয়ের পক্ষ থেকে এই বিষয়ে এখনো কিছু নিশ্চিত করা হয়নি। তবে বিলাসবহুল বৈদ্যুতিক গাড়িটিতে স্বর্গীয় অডিও-ভিজুয়াল বৈশিষ্ট্য পাওয়া যাবে তা কার্যত স্পষ্ট।

সংশ্লিষ্ট মহলের মতে , Tesla এর আধুনিকরণকে জোর টেক্কা দিতে পারে Afeela। সনি ও হোন্ডার তরফে জানায় হয়েছে, ২০২৫ সাল থেকে এটির প্রি-বুকিং আরম্ভ হবে এবং ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, জাপান এবং ইউরোপ গাড়িটির ডেলিভারি শুরু করবে তারা।

Exit mobile version